Jeetu-Nabanita Divorce : কে পাশে থাকবে, কে আছে... ডিভোর্সের মাঝে নবনীতার জন্মদিন, ফের মাঠে নামলেন জিতু! ফাঁস ভিডিও
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Jeetu-Nabanita Divorce : জিতু লিখলেন নবনীতাকে, ‘খুব খুব খুব ভাল থেকো।’ সঙ্গে দু’টি ইমোজি। এই পোস্টে দূরত্বের আঁচ পাওয়া গেল যেন।
advertisement
1/8

ফের চমকে দিলেন জিতু কমল! ডিভোর্স-গুঞ্জনের মাঝেই নবনীতা দাসকে সারপ্রাইজ দিলেন নায়ক। আবারও শিরোনাম দখল টলিউড জুটির।
advertisement
2/8
আজ, নবনীতার জন্মদিন। পাঁচ বছরের দাম্পত্যে এই প্রথম তাঁর স্বামী তাঁর কাছে নেই। বিবাহবিচ্ছেদের পথে হেঁটেছে যুগল। পথ আর এক নেই তাঁদের।
advertisement
3/8
কিন্তু এত দিনের একত্র যাপন, সে কী ভোলা যায়? যতই এখন তাঁরা দূরে থাকুন না কেন, নিজের ‘বাচ্চা বউ’-এর জন্মদিনে মনে মনে অনেকটা কাছে চলে এলেন জিতু।
advertisement
4/8
তাই জন্মদিনে ফেসবুকে শেয়ার করলেন একটি ভিডিও। ২০২০ সালে ওই ভিডিওটিই পোস্ট করেছিলেন জিতু। দম্পতির প্রেমের, আদরের মুহূর্ত ফুটে উঠেছিল।
advertisement
5/8
সেই ভিডিওতে দেখা যাচ্ছে, নবনীতার জন্য কেক এনেছেন জিতু। যেখানে লেখা, ‘শুভ জন্মদিন বউ’। আদর করে কেক খাইয়ে চুমু খেলেন স্ত্রীর গালে।
advertisement
6/8
আর সেই পোস্টে জিতু তাঁর স্ত্রীকে লিখেছিলেন, ‘কে পাশে থাকবে, কে আছে, কে ছিল... তাতে কিচ্ছু যায় আসে না আমার।’
advertisement
7/8
এবার সেই পোস্টের উপরেই জিতু লিখলেন নবনীতাকে, ‘খুব খুব খুব ভাল থেকো।’ সঙ্গে দু’টি ইমোজি। এই পোস্টে দূরত্বের আঁচ পাওয়া গেল যেন।
advertisement
8/8
কিন্তু নবনীতা সেখানে কোনও মন্তব্য করেননি বা রিয়্যাক্টও করেননি। নবনীতা নিউজ18 বাংলাকে জানিয়েছিলেন, আর কয়েক মাসের মধ্যেই তাঁদের ডিভোর্স চূড়ান্ত হয়ে যাবে।