Jeetu Kamal-Srabanti Chatterjee: জিতু-শ্রাবন্তীর সম্পর্কটা আদৌ কী? বিচ্ছেদের পর শেষমেষ সবই জানালেন নায়ক-নায়িকা
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Jeetu Kamal-Srabanti Chatterjee: জিতু কমল এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তাঁদের সম্পর্কের গুঞ্জনে উত্তাল হয়েছিল গোটা টলিউড। মনে করা হচ্ছিল, শ্রাবন্তীর সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই নাকি দাম্পত্য ভেঙেছে জিতুর। তবে নিজেদের নিয়ে যাবতীয় জল্পনা নিয়ে বিশেষ ভাবিত নন তাঁরা।
advertisement
1/5

জিতু কমল এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তাঁদের সম্পর্কের গুঞ্জনে উত্তাল হয়েছিল গোটা টলিউড। মনে করা হচ্ছিল, শ্রাবন্তীর সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই নাকি দাম্পত্য ভেঙেছে জিতুর। তবে নিজেদের নিয়ে যাবতীয় জল্পনা নিয়ে বিশেষ ভাবিত নন তাঁরা।
advertisement
2/5
একসঙ্গে ছবি করতে গিয়ে মূলত আলাপ জিতু-শ্রাবন্তীর। সেই আলাপ থেকেই বন্ধুত্ব। শ্যুটের ফাঁকে চলত নানা রিল-খুনসুটি। নেটিজেনদের একাংশ মনে করছিল, তাঁদের সেই বন্ধুত্ব শুধুই বন্ধুত্ব নয়। তার থেকে বেশি কিছু।
advertisement
3/5
তবে সম্প্রতি জিতু এবং শ্রাবন্তীর কথোপকথনেই যেন সব জল্পনায় জল ঢেলে দিল। ভাইফোঁটা উদযাপনের ছবি দিয়েছিলেন অভিনেত্রী। সেখানে শ্রাবন্তীকে তাঁর ভাইদের ফোঁটা দিতে দেখা যাচ্ছে।
advertisement
4/5
শ্রাবন্তীর সেই পোস্টে জিতু লিখেছেন, 'যাহ, আমি মিস করে গেলাম।' জিতুর সেই মন্তব্যের উত্তরে শ্রাবন্তী লিখেছেন, 'নেক্সট টাইম'। অর্থাৎ এখনই পরের বছরের ভাইফোঁটার জন্য জিতুকে নিমন্ত্রণ করে রাখলেন শ্রাবন্তী।
advertisement
5/5
জিতুর এই মন্তব্য এবং শ্রাবন্তীর উত্তরই বুঝিয়ে দিল তাঁদের মধ্যে আদৌ কোনও প্রেমের সম্পর্ক নেই। নিছকই ভাই-বোনের সম্পর্ক তাঁদের।