Jeetu Kamal-Nabanita Das: বিয়ে ভাঙতেই অন্যজনে মজে নবনীতা? স্ত্রীর কর্মকাণ্ডে কী হাল জিতুর, বললেন অবশেষে
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Jeetu Kamal-Nabanita Das: জিতুর সঙ্গে সংসার ভাঙার পরেই নতুন প্রেমে জড়িয়েছেন নবনীতা। স্নেহাল অধিকারী নামে এক যুবকই নাকি তাঁর বর্তমান প্রেমিক। সম্প্রতি গোয়ার একই হোটেলে তাঁদের ছবি ছড়িয়ে পড়তেই যেন সেই গুঞ্জনে এক প্রকার শিলমোহর বসে যায়।
advertisement
1/6

পথ আলাদা হয়েছে আগেই। আলাদ হয়েছে ছাদ। সম্পর্কে সুতো নাকি আলগা হয়েছিল আগেই। অবশেষে তাই বিচ্ছেদ বেছে নেওয়া। জিতু কমল এবং নবনীতা দাস এখন 'প্রাক্তন'। গত জুনে সে কথা নিজেই জানিয়ে দিয়েছেন টেলি-অভিনেত্রী।
advertisement
2/6
গুঞ্জন, জিতুর সঙ্গে সংসার ভাঙার পরেই নতুন প্রেমে জড়িয়েছেন নবনীতা। স্নেহাল অধিকারী নামে এক যুবকই নাকি তাঁর বর্তমান প্রেমিক। সম্প্রতি গোয়ার একই হোটেলে তাঁদের ছবি ছড়িয়ে পড়তেই যেন সেই গুঞ্জনে এক প্রকার শিলমোহর বসে যায়।
advertisement
3/6
এ বিষয়ে নিউজ18 বাংলাকে নায়িকা বলেন, "পরকীয়ার মানে কি? বৈবাহিক জীবনে সঙ্গী উপস্থিত থাকা সত্ত্বেও অন্য কোনও মানুষের সঙ্গে সম্পর্কে জড়ানো। এদিকে আমি আর জিতু আলাদা হয়েছি প্রায় ৫ মাস আগে।"
advertisement
4/6
শুধু তাই নয়। নবনীতা দাবি করেন, জিতু এবং তাঁর রেজিস্ট্রি করে বিয়ে হয়নি। শুধুমাত্রে রীতিনীতি মেনে বিয়ে করেছিলেন তাঁরা। তাই অভিনেত্রী অন্য সম্পর্কে গেলে সেটিকে পরকীয়া বলা যাবে না।
advertisement
5/6
এ বিষয়ে নিউজ18 বাংলা-র কাছে নিজের অবস্থান স্পষ্ট করেছেন জিতু। তাঁর কথায়, "আমাদের রেজিস্ট্রি হয়েছে কি না, তা নিয়ে কোনও মন্তব্য করতে চাই না। আমি নবনীতা সম্পর্কিত কোনও বিষয়েই মন্তব্য করব না। ওর সম্পর্কে যেমন খারাপ কিছু শুনব না, ভাল কিছুও বলব না। কেউ খারাপ বলুক, সেটাও চাইব না।"
advertisement
6/6
বৃহস্পতিবার থেকে নতুন কাজ শুরু করলেন জিতু। আপাতত যাবতীয় নেতিবাচকতাকে জূরে রেখে সে দিকেই মন দিতে চান অভিনেতা।