Jeetu-Nabanita Gossip: ডিভোর্সের পর 'অন্তঃসত্ত্বা' নবনীতা? স্বামী জিতুর গৃহত্যাগের পর হঠাৎ 'সাধ'-এর ছবি! স্পষ্ট বেবি বাম্প
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Jeetu-Nabanita Gossip: তারই মাঝে হঠাৎ ‘সুখবর’। মা হবেন নবনীতা। জিতুর সঙ্গে বিচ্ছেদের পর হঠাৎ এই খবরে চমকে উঠেছে ভক্তদল। এই সন্তান কি জিতুরই?
advertisement
1/6

গত জুন মাসে বিবাহবিচ্ছেদ ঘোষণা করেছেন নবনীতা দাস। ১০ বছরের বড় স্বামী জিতু কমলের সঙ্গে পাঁচ বছরের দাম্পত্যে ইতি টেনেছেন। টলিউডের তারকা দম্পতির বিচ্ছেদে মন খারাপ ভক্তদের।
advertisement
2/6
তারই মাঝে হঠাৎ ‘সুখবর’। মা হবেন নবনীতা। জিতুর সঙ্গে বিচ্ছেদের পর হঠাৎ এই খবরে চমকে উঠেছে ভক্তদল। এই সন্তান কি জিতুরই?
advertisement
3/6
নবনীতা অন্তঃসত্ত্বা বটে, তবে বাস্তবে নন, পর্দায়। ‘বিয়ের ফুল’ ধারাবাহিকে নবনীতার চরিত্র কলি এখন গর্ভবতী। আর সম্প্রতি হইহই করে সাধের অনুষ্ঠানের আয়োজন করল তার পরিবার।
advertisement
4/6
কিন্তু সেখানেই কলি এবং তার গর্ভস্থ সন্তানের ক্ষতি করতে আসে দর্শনা। কিন্তু অনুষ্ঠান এসে কারও কোনও ক্ষতি সে করতে পারে না।
advertisement
5/6
হঠাৎই কলির কাছে এক গ্রাহক ফোন করে জানায়, দইয়ের অর্ডার দেওয়া সত্ত্বেও সে সঠিক সময়ে ডেলিভারি পায়নি। কলি ঠিক করে, সেই রাতেই সাইকেল চালিয়ে দই দিয়ে আসবে সেই গ্রাহককে।
advertisement
6/6
সাইকেল চালিয়ে কলি বের হতে না হতেই, কলির সাইকেলের চাকায় লোহার রড ঢুকিয়ে দেয় দর্শনা। ছিটকে পড়ে কলি। এবার কী হবে, কলি আর তার বাচ্চার?