'অমিতাভ বচ্চন: আ লিভিং লেজেন্ড' প্রদর্শনীর উদ্বোধন জয়ার, ছবিতে উদযাপন প্রসেনজিতের
- Published by:Teesta Barman
Last Updated:
শীতের মরশুমে বাংলার শিল্পী এবং সিনেপ্রেমীরা একজোট হয়েছেন গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালায়। যেখানেই প্রদর্শনীর উদ্বোধন করলেন অভিতাভ-পত্নী জয়া।
advertisement
1/7

২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মেতেছে শহর। সেই উৎসবেই বাংলার জামাইবাবু অমিতাভ বচ্চনকে বিশেষ সম্মান জানাতে চলচ্চিত্র উৎসবে প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। দেখানো হবে তাঁর আটটি ছবি। শুক্রবার 'অমিতাভ বচ্চন: আ লিভিং লেজেন্ড'-এর ফিতে কাটলেন তাঁর স্ত্রী, বাংলার মেয়ে অভিনেত্রী জয়া বচ্চন।
advertisement
2/7
শনিবার সকালেই অমিতাভ-পত্নী মুম্বই ফিরে যাবেন। তার আগে এই অনুষ্ঠানের মুখ্য নক্ষত্র হিসেবে দেখা গিয়েছে তাঁকে। সেই সমস্ত ছবি পোস্ট করেছেন বাংলার সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
advertisement
3/7
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলার তাবড় তাবড় শিল্পীরা। প্রসেনজিৎ ছাড়াও ছিলেন শুভাপ্রসন্ন, কৌশিক গঙ্গোপাধ্যায়, সুদেষ্ণা রায়, অরিন্দম শীল, রাজ চক্রবর্তী, সত্রাজিৎ সেন।
advertisement
4/7
উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে দেখা গিয়েছিল অভিনেত্রী জুন মালিয়াকে। জুন আর প্রসেনজিৎ ছবি তুললেন প্রেমেন্দু বিকাশ চাকি এবং সুদীপ চট্টোপাধ্যায়ের সঙ্গে।
advertisement
5/7
ছবিতে দেখা যাচ্ছে জয়া শীল ঘোষ এবং প্রসেনজিৎকে। শীতের মরশুমে বাংলার শিল্পী এবং সিনেপ্রেমীরা একজোট হয়েছেন গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালায়। যেখানেই প্রদর্শনীর উদ্বোধন করলেন অভিতাভ-পত্নী জয়া।
advertisement
6/7
'বিশ্ব মেলে ছবির মেলায়' থিমের এই উৎসবে রাজ-প্রসেনজিতের এই ছবি আনন্দবার্তা দিচ্ছে। গোটা বিশ্বের পাশাপাশি নিজেদের বাংলার ছবিও সমানভাবে উদযাপিত হচ্ছে এই ছবি-মেলায়।
advertisement
7/7
উদ্বোধনী অনুষ্ঠানে তাই এই উৎসবের প্রাণভরা প্রশংসা করেছেন শাহরুখ খান, অমিতাভ, রানি মুখোপাধ্যায়, জয়া, অরিজিৎ সিংয়ের মতো তাবড় তাবড় তারকারা। একইসঙ্গে উৎসবের দীর্ঘজীবী হওয়ার প্রার্থনাও।