TRENDING:

Bollywood Actress: কোনও পরকীয়া নেই, নাম জড়ায়নি কারও সঙ্গে! স্বামীর অন‍্য নায়িকার সঙ্গে ‘গভীর প্রেম’ তাও...৫২ বছর ধরে একজনকেই ভালবেসেছেন অভিনেত্রী, চিনতে পারছেন?

Last Updated:
Bollywood Actress: ৫২ বছর ধরে তিনি কেবল নিজের স্বামীকেই ভালবেসেছেন, এখনও তাই। শুধু তাই নয়, বিয়ের আগেও তাঁর সঙ্গে কারও নাম জড়ায়নি। সম্পর্ক লিপ্ত হওয়ার গুঞ্জনও শোনা যায়নি।
advertisement
1/7
কোনও পরকীয়া নেই, নাম জড়ায়নি কারও সঙ্গে! স্বামীর অন‍্য নায়িকার সঙ্গে ‘গভীর প্রেম’ তাও..
বলি তারকাদের জীবনও সিনে জগতের মতোই রঙিন। পরকীয়া, গোপন প্রেম, একাধিক বিয়ে, একাধিক ভাঙন। রুপোলি পর্দার অভিনেতা-অভিনেত্রীদের জীবন সম্পর্কে এমন হাজারো মুখরোচক গল্প শোনা যায়। কিন্তু বলিউডে এমন একজন অভিনেত্রী রয়েছেন যাঁর সম্পর্কে এমন কোনও গুঞ্জন কখনও শোনা যায়নি।
advertisement
2/7
সেকালের মধুবালা, নার্গিস, শ্রীদেবী থেকে হালফিলের দীপিকা, ক‍্যাটরিনা। অভিনেত্রীদের জীবনে একাধিক প্রেমের খবর বরাবর থেকেছে শিরোনামে। কিন্তু সম্পর্কে ভাঙাগড়ার সমীকরণ কেবল ছুঁয়ে যেতে পারেনি এক বলি নায়িকাকে।
advertisement
3/7
৫২ বছর ধরে তিনি কেবল নিজের স্বামীকেই ভালবেসেছেন, এখনও তাই। শুধু তাই নয়, বিয়ের আগেও তাঁর সঙ্গে কারও নাম জড়ায়নি। সম্পর্ক লিপ্ত হওয়ার গুঞ্জনও শোনা যায়নি।
advertisement
4/7
অভিনয় এবং সৌন্দর্যে তিনি একসময় রীতিমতো টেক্কা দিয়েছেন হেমা মালিনী, রেখার মতো সেকালের তাবড় তাবড় অভিনেত্রীদের। বাঙালি মেয়ের স্নিগ্ধতায় তখন মুগ্ধ বোম্বে। তিনি জয়া বচ্চন।
advertisement
5/7
৫ ফুট ২ ইঞ্চি উচ্চতার বাঙালির ‘ধন‍্যি মেয়ে’ একসময় ছিলেন বলিউডের ‘ডিমান্ডিং’ নায়িকা। ১৯৭১ সালে ধর্মেন্দ্রর বিপরীতে ‘গুড্ডি’ ছবি দিয়েই বলিউডে তাঁর পথচলা শুরু। তারপর আর ফিরে তাকাতে হয়নি। একের পর এক হিট।
advertisement
6/7
শোলে’, ‘অভিমান’, ‘চুপকে চুপকে’, ‘জঞ্জির’, ‘অনামিকা’, ‘বাবার্চি’, ‘পিয়া কা ঘর’, ‘কোশিশ’, একাধিক ছবিতে দক্ষ অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিলেন জয়া। পর্দায় বহু নায়কের সঙ্গে অভিনয় করেছেন জয়া, তবে ভালবেসে বিয়ে করেন কেবল একজনকেই, অমিতাভ বচ্চন।
advertisement
7/7
তাদের বিবাহিত জীবনও টাল খেয়েছে বহুবার। রেখার সঙ্গে অমিতাভের সম্পর্ক বলিপাড়ার একরকম ‘ওপেন সিক্রেট’। তবে তখনও স্বামীর হাত শক্ত করে ধরেছিলেন জয়া। শেষমেশ রেখার সঙ্গে চর্চিত সম্পর্কে ইতি টানেন বিগ-বি।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Bollywood Actress: কোনও পরকীয়া নেই, নাম জড়ায়নি কারও সঙ্গে! স্বামীর অন‍্য নায়িকার সঙ্গে ‘গভীর প্রেম’ তাও...৫২ বছর ধরে একজনকেই ভালবেসেছেন অভিনেত্রী, চিনতে পারছেন?
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল