Jaya Ahsan: অনির্বাণকে চুম্বন, কখনও আবার সাক্ষী, 'দশম অবতার'-এর ট্রেলারে নয়া অবতার জয়ার, দেখুন তাঁর সাজ
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Jaya Ahsan: রহস্যরোমাঞ্চ থ্রিলারের ট্রেলার মুক্তির জন্যই অপরূপ সাজে ধরা দিলেন বাংলাদেশি অভিনেত্রী। হলুদ, সাদা, গোলাপি, নীলের ছিটে ভরা কোঅর্ড সেটে সাজলেন জয়া। সঙ্গে নিলেন সাদা ব্যাগ।
advertisement
1/6

‘দশম অবতার’-এর ট্রেলার লঞ্চ বলে কথা। সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবির আগমনী উৎসব শুরু। আর সেই উপলক্ষেই সম্পূর্ণ নয়া বেশে হাজির অভিনেত্রী জয়া আহসান।
advertisement
2/6
‘২২শে শ্রাবণ’ ও ‘ভিঞ্চি দা’- দুই ছবিকে মিলিয়েই তৈরি হয়েছে সৃজিেতর আগামী ছবি ‘দশম অবতার’। তিন মিনিট ১৪ সেকেন্ডের ট্রেলারে একের পর এক মোড় ঘোরানো খুন। জট ছাড়াতে ব্যস্ত ইনস্পেক্টর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অনির্বাণ ভট্টাচার্য।
advertisement
3/6
আর সেই গল্পে নানা বেশে দেখা দিচ্ছেন জয়া। কখনও তিনি পুলিশের প্রেমিকা, কখনও আবার সাক্ষী। কখনও তিনি রহস্য উদ্ঘাটনে ব্যস্ত, কখনও অনির্বাণ ভট্টাচার্যের সঙ্গে ছাদে চুম্বনে মত্ত।
advertisement
4/6
আর সেই রহস্যরোমাঞ্চ থ্রিলারের ট্রেলার মুক্তির জন্যই অপরূপ সাজে ধরা দিলেন বাংলাদেশি অভিনেত্রী। হলুদ, সাদা, গোলাপি, নীলের ছিটে ভরা কোঅর্ড সেটে সাজলেন জয়া। সঙ্গে নিলেন সাদা ব্যাগ।
advertisement
5/6
চুল বাঁধলেন টেনে। কানে সাদা দুল। সাতটি ছবি পোস্ট করে ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ দিয়ে লিখলেন, ‘ইভেন্ট রেডি’, ‘দশম অবতার’ এবং ‘ট্রেলার লঞ্চ’।
advertisement
6/6
এবার পুজোয়, প্রেম… প্রতিশোধ… প্রলয়… একজন সেবিবে ঈশ্বর, আসছে ‘দশম অবতার’। আগামী ১৯ অক্টোবরের জন্য মুখিয়ে সকলে। পুজোর ভিড় এবার জমা হবে বাংলার প্রেক্ষাগৃহে।