TRENDING:

Iman Chakraborty: জন্মাষ্টমীতে প্রথমবার শুনুন ইমনের কণ্ঠে কীর্তন গান!

Last Updated:
কীর্তন গানে এই প্রথমবার শিল্পী (Iman Chakraborty)
advertisement
1/4
জন্মাষ্টমীতে প্রথমবার শুনুন ইমনের কণ্ঠে কীর্তন গান!
*গানটা লিখেছেন আকাশ চক্রবর্তী, সুর করেছেন নীলাঞ্জন ঘোষ। স্বামীর সুরে ভিন্ন স্বাদের গান গাইলেন ইমন।
advertisement
2/4
*ইমন বললেন, 'এখনকার দিনে নতুন কীর্তন গাইতে হবে এটা শুনেই খুব অন্যরকম লেগেছিল। গানটা কীর্তনের বৈশিষ্ট্য গুলোকে ভেবেই তৈরি করা হয়েছে। এর যন্ত্রসংগীত আয়োজনেও রাখা হয়েছে চিরাচরিত কীর্তনের স্বাদ। ছোটো বেলায় অনেক কীর্তন শুনেছি।বাড়ির সামনে দোলের সময় কীর্তন হতো।এখনো হয়। আমি নিজেও কীর্তন শিখেছি। তা এই শোনা আর শেখার অভিজ্ঞতা মিলিয়েই গানটা করেছি।সাথে অসাধারণ একটা মিউজিক ভিডিও করা হয়েছে। জোনাই দি ( জোনাই সিং ) যথেষ্ট ইমোশন দিয়ে এই গানটা বানিয়েছেন।'
advertisement
3/4
*গানের সুরকার নীলাঞ্জন ঘোষ বললেন, 'ছেলেবেলায় তবলা বাজিয়েছি।পরে শ্রীখোলও।কীর্তন শোনার অভিজ্ঞতা ছিল। আর আমার বাংলা গানের নানা আঙ্গিক নিয়ে কাজ করার ইচ্ছাও হয়।খেয়াল রাখি কোন ধরনের গান খুব একটা হচ্ছেনা। বাংলা ছায়াছবির গানের বাইরে কাজ করার অনেক স্বাধীনতা থাকে। আর এই গানে বর্তমান সময়ের কথা মাথায় রেখেও কীর্তনের বৈশিষ্ট্যকে ধরে রাখার চেষ্টা করেছি।আশা করি সবার ভালো লাগবে।'
advertisement
4/4
*এতে বিশিষ্ট চিত্রশিল্পী সুব্রত দাসের আঁকা ছবিও ব্যাবহৃত হয়েছে। গানটা আগামী ২৮ অগাস্ট জেএসই মিউজিকের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।সমগ্র পরিকল্পনায় জোনাই সিং।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Iman Chakraborty: জন্মাষ্টমীতে প্রথমবার শুনুন ইমনের কণ্ঠে কীর্তন গান!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল