Janhvi Kapoor: ছিল বিরাট চাহিদা! চুপিচুপি মেসেজ করতেন পরিচালককে, জাহ্নবীর কীর্তি শুনলে আঁতকে উঠবেন
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Janhvi Kapoor: বলিউডে পা রাখার মাত্র পাঁচ বছরের মধ্যে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে পা রাখছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। কীভাবে সুযোগ পেলেন জাহ্নবী, তা জানলে চমকে যাবেন৷
advertisement
1/6

২০১৮ সালে 'ধড়ক' ছবির হাত ধরে বলিউডে অভিষেক হয় জাহ্নবীর। অভিনয় নিয়ে সমালোচনার মুখে হামেশাই পড়েন বলি নায়িকা।গতবছরও 'মিলি' ও 'গুডলাক জেরি ছবিতে অভিনয় করেছিলেন জাহ্নবী কাপুর। ছবিতে অভিনয় প্রশংসিত হলেও নিন্দুকরা তার পিছনে পরেই রয়েছেন।
advertisement
2/6
বলিউডের গন্ডি পেরিয়ে এবার দক্ষিণী ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন জাহ্নবী৷ বলিউডে পা রাখার মাত্র পাঁচ বছরের মধ্যে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। কীভাবে সুযোগ পেলেন জাহ্নবী তা জানলে চমকে যাবেন৷
advertisement
3/6
সম্প্রতি এক অনুষ্ঠানে জাহ্নবী বলেন, আমি কদিন আগে আবারও 'আরআরআর' দেখলাম। এবং এনটিআর জুনিয়র-এর অভিনয় দেখে আমি রীতিমতো মুগ্ধ। আমার স্বপ্ন ছিল ওর সঙ্গে কাজ করার। একই ছবিতে ওর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারাটা অত্যন্ত গর্বের ও আনন্দের।
advertisement
4/6
জাহ্নবী আরও জানান, 'এনটিআর ৩০' ছবিতে কাজ করার জন্য রীতিমতো প্রার্থনা করতাম। এমনকী দিন রাত যখনই সময় পেতাম পরিচালক কোরাতালা শিবাকে মেসেজ করতাম। এখন শুধু দিন গুনছি ।
advertisement
5/6
এই প্রথমবার কোনও সর্বভারতীয় ছবিতে দেখা যেতে চলেছে জাহ্নবীকে। 'এনটিআর ৩০' ছবিতে এনটিআর জুনিয়র-এর সঙ্গে প্রথমবার কাজ করতে চলেছেন জাহ্নবী কাপুর। দক্ষিণের লিডিং হিরোর সঙ্গে পর্দা শেয়ার করে ভীষণ উচ্ছ্বসিত জাহ্নবী।
advertisement
6/6
শ্রীদেবী কন্যা হিসেবে বি-টাউনে পরিচিত হলেও সম্পূর্ণ নিজের দক্ষতায় তিনি আজ প্রতিষ্ঠিত। নেটদুনিয়ার হট সেনসেশন জাহ্নবীকে প্রথমবার দক্ষিণী ছবিতে দেখা যেতে চলেছে । যার জন্য একেবারে মুখিয়ে রয়েছেন ভক্তরা। ছবির প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে।