Janhvi Kapoor: শাড়িতে জাহ্নবীর পাগল করা সাজে সাদা-কালো রঙের ছোঁয়া, মুগ্ধ তাঁর ভক্তরা
- Published by:Sayani Rana
Last Updated:
Janhvi Kapoor looks charming in a vintage-inspired photoshoot wearing a handloom saree without any blouse. Check out the diva's most stunning saree moments.
advertisement
1/11

জাহ্নবী কাপুর শাড়ির ভক্ত, আর তাঁর শাড়ি পরা ছবি দেখে মুগ্ধ তাঁর ভক্তরা। তবে তাঁর সাম্প্রতিকতম শ্যুটে তিনি শাড়িতে সেজে অন্য মাত্রা যোগ করেছেন। অভিনেত্রী কোনও ব্লাউজ ছাড়াই একটি তাঁতের শাড়িতে পড়ে খোঁপায় ফুল আর চোখে কাজল দিয়ে খুব সিম্পল ভাবে সেজেও মাদকতা ছড়িয়ে দিচ্ছেন।
advertisement
2/11
জাহ্নবী কাপুরকে ফ্লোরাল-প্রিন্টেড শাড়ি পড়ে কালো-সাদা এফেক্টের ছবিতে অত্যাশ্চর্য দেখাচ্ছে শ্রীদেবী কন্যাকে। যেনো পুরানো ছবির নায়িকা। (ছবি: ইনস্টাগ্রাম)
advertisement
3/11
জাহ্নবী ব্লাউজ ছাড়াই শাড়ি পরেছেন। (ছবি: ইনস্টাগ্রাম)
advertisement
4/11
খোঁপায় তাজা ফুল, তাঁর চোখে কাজল মাখানো মাদকতা এবং একটি সাধারণ নেকপিস দিয়ে অভিনেত্রী সাজিয়েছেন তুলেছেন নিজেকে, ঠিক যেন আদিবাসী কন্যা। (ছবি: ইনস্টাগ্রাম)
advertisement
5/11
প্যাস্টেল গোলাপি শাড়িতে গোলাপের মতোই মিষ্টি জাহ্নবী। (ছবি: ইনস্টাগ্রাম)
advertisement
6/11
একটি বাদামি সিল্কের শাড়িতে মোহময়ী জাহ্নবী ৷ (ছবি: ইনস্টাগ্রাম)
advertisement
7/11
সাদা শাড়ি পরে জলে আধভেজা জাহ্নবীর উপচে পড়ছে যৌবন। (ছবি: ইনস্টাগ্রাম)
advertisement
8/11
ঝকমকে ব্লাউজের সঙ্গে গোলাপি শাড়িতে বাবলি জাহ্নবী। (ছবি: ইনস্টাগ্রাম)
advertisement
9/11
সিকুইন সাদা শাড়িতে ঝলমলে অভিনেত্রী। (ছবি: ইনস্টাগ্রাম)
advertisement
10/11
ফ্লোরাল-প্রিন্টেড শিফন শাড়িতে জাহ্নবীকে বেশ সুন্দর দেখাচ্ছে। (ছবি: ইনস্টাগ্রাম)
advertisement
11/11
একটি অফ শোল্ডার ব্লাউজের সঙ্গে সাদা শাড়িতে মার্জিত অথচ হট জাহ্নবী। (ছবি: ইনস্টাগ্রাম)