TRENDING:

Who is Janhvi Kapoor Boyfriend: বিবাহিত বনিকে বিয়ে করেন শ্রীদেবী, জাহ্নবী করেননি সেই ভুল, প্রভাবশালী প্রেমিকেই বেছেছেন শ্রীদেবী কন্যা, কে এই শিখর পাহাড়িয়া?

Last Updated:
Shikhar Pahariya: মা শ্রীদেবী বিয়ে করেছিলেন দোজবরকে৷ তবে মেয়ে একেবারেই অন্যরকম ভাবে গুছিয়ে নিচ্ছেন তাঁর জীবন৷ কবে দু’জনে গাঁটছড়া বাঁধবেন তা এখনও জানা যায়নি
advertisement
1/6
শ্রীদেবীর মেয়ে জাহ্নবী বেছে নিয়েছেন প্রভাশালী প্রেমিক! কে এই শিখর পাহাড়িয়া?
জমিয়ে প্রেম করছেন জাহ্নবী কাপুর৷ প্রয়াত বলিউড অভিনেত্রী শ্রীদেবী (Sridevi) ও বনি কাপুরের (Boney Kapoor) মেয়ে জাহ্নবীকে হামেশাই দেখা যাচ্ছে তাঁর বয়ফ্রেন্ড শিখর পাহাড়িয়া (Shikhar Pahariya) সঙ্গে৷ কিন্তু কে এই শিখর পাহাড়িয়া? অভিনয় জগতের সঙ্গে কোনও ভাবেই যুক্ত নন তিনি৷ তাহলে কী তাঁর পরিচয়?
advertisement
2/6
শেখরের দাদা বীর পাহাড়িয়া সম্প্রতি মায়ের জন্মদিনে তাঁকে ইনস্টাগ্রামে শুভেচ্ছা জানিয়েছিলেন। সেই ছবিতে জাহ্নবীও কমেন্ট করেন এবং শুভেচ্ছা জানান৷ তিনি লিখেছেন বেস্ট পিপল অর্থাৎ সেরা মানুষ! সেই সঙ্গে বেশ কয়েকটি লাভ ইমোজিও দিয়েছেন৷ শ্রীদেবী কন্যার এই কমেন্ট রীতিমতো ভাইরাল৷
advertisement
3/6
শিখরের সঙ্গে প্রেম করছেন জাহ্নবী৷ একপ্রকার সেটা নিশ্চিত৷ কফি উইথ করণে কিছুটা সেই ইঙ্গিতও দিয়েছেন জাহ্নবী৷ এর পাশাপাশি মাঝে মধ্যেই দু’জনকে একসঙ্গে লাঞ্চ বা ডিনার ডেটে দেখতে পাওয়া যায়৷
advertisement
4/6
কে এই শিখর পাহাড়িয়া? কী তাঁর পরিচয়? অভিনয় জগতের সঙ্গে কোনও সম্পর্ক নেই তাঁর৷ তবে তিনি খুবই প্রভাবশালী পরিবারের৷
advertisement
5/6
মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুশীল কুমার শিন্ডের নাতি হলেন শিখর পাহাড়িয়া। শিখর এবং জাহ্নবী দু’জনেই একসঙ্গে পড়াশুনা করতেন এবং স্কুল থেকেই তাঁদের বন্ধুত্ব৷ শোনা যায় যে শিখর এবং জাহ্নবীর প্রেম অনেক আগের৷ মাঝে তাঁদের সম্পর্ক ভেঙে যায়৷ পরে আবার তাঁরা কাছাকাছি আসেন এবং এখন মোটের উপর তাঁদের বিয়েও নিশ্চিত৷ এখন তাদের প্রায়শই একসঙ্গে দেখা যায়৷ এমনকী কাপুর পরিবারের অনেক অনুষ্ঠানেও শিখর উপস্থিত থাকেন৷
advertisement
6/6
মা শ্রীদেবী বিয়ে করেছিলেন দোজবরকে৷ তবে মেয়ে একেবারেই অন্যরকম ভাবে গুছিয়ে নিচ্ছেন তাঁর জীবন৷ কবে দু’জনে গাঁটছড়া বাঁধবেন তা এখনও জানা যায়নি৷ আপাতত জাহ্নবী ও শিখর চুটিয়ে প্রেম করছেন৷ ছবির কাজও করছেন জাহ্নবী৷ শীঘ্রই তেলুগু ছবিতে আত্মপ্রকাশ করবেন তিনি এমনই জানা গিয়েছে।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Who is Janhvi Kapoor Boyfriend: বিবাহিত বনিকে বিয়ে করেন শ্রীদেবী, জাহ্নবী করেননি সেই ভুল, প্রভাবশালী প্রেমিকেই বেছেছেন শ্রীদেবী কন্যা, কে এই শিখর পাহাড়িয়া?
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল