Jagriti Goswami Embraces Motherhood: মা হলেন জনপ্রিয় অভিনেত্রী জাগৃতি গোস্বামী, কোল আলো করে এলো ফুটফুটে সন্তান
- Published by:Arjun Neogi
Last Updated:
Jagriti Goswami Embraces Motherhood: মা হওয়ার পরে জানালেন সব থেকে বড় অনুভূতির কথা
advertisement
1/7

Jagriti Goswami Embraces Motherhood: মা হলেন বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী জাগৃতি গোস্বামী ৷ গত ১২ জানুয়ারি মা হয়েছেন জাগৃতি, তাঁর ছেলে হয়েছে না মেয়ে হয়েছে জানাননি জাগৃতি ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
2/7
Jagriti Goswami Embraces Motherhood: করুণাময়ী রাণী রাসমণি, সর্বজয়া, আমার দুর্গা, ভানুমতির খেল, প্রথমা কাদম্বিনী মত একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন জাগৃতি ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
3/7
Jagriti Goswami Embraces Motherhood: শনিবার সদ্যোজাত সন্তান ও স্বামীর সঙ্গে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন, জাগৃতি জানিয়েছেন এটা তাঁর জীবনের সেরা উপহার ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
4/7
Jagriti Goswami Embraces Motherhood: হাসপাতাল থেকে স্বামী ও সন্তানের সঙ্গে ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায় ৷ কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ভেসে উঠেছিল জাগৃতির বেবি বাম্পের ছবি ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
5/7
Jagriti Goswami Embraces Motherhood: সেখানে তিনি লিখেছিলেন তাঁদের জীবনে আগমন ঘটতে চলেছে একজনের ৷ এবার ভক্তদের সঙ্গে শেয়ার করে নিলেন তাঁর জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনাটি ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
6/7
Jagriti Goswami Embraces Motherhood: ২০১৯-এ বিয়ে করেন জাগৃতি সফটওয়্যার ইঞ্জিনিয়ার অনিরুদ্ধকে ৷ সেই সময়ে তাঁর বিয়ের ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায় ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
7/7
Jagriti Goswami Embraces Motherhood: জাগৃতির জীবনের এত বড় খবরে ভক্তরাও খুশি হয়েছেন অত্যন্ত সবাই শুভেচ্ছার বন্যা বইয়ে দিয়েছেন ৷ শুভেচ্ছা রইল আমাদের পক্ষ থেকেও ভাল থাকুন, সুখে থাকুন জাগৃতি তাঁর সন্তানকে নিয়ে ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷