TRENDING:

Bollywood Superstar: বাসস্ট্যান্ডে বাদাম বেচতেন, ছিলেন ট্রাভেল এজেন্ট! এই বলিউড সুপারস্টার ২০০ সিনেমার হিরো! ২১২ কোটির সম্পত্তির মালিক

Last Updated:
Jackie Shroff Birthday: ভাইয়ের মৃত্যুর পর একাদশ শ্রেণির পড়াশোনা ছেড়ে দিতে হয়। অর্থ উপার্জনের জন্য চিনাবাদাম বিক্রি করেছেন বাসস্ট্যান্ডে বসে।
advertisement
1/8
বাসস্ট্যান্ডে বাদাম বেচতেন! এই বলি সুপারস্টার ২০০ সিনেমার হিরো, ২১২ কোটির মালিক
*বলিউড সুপারস্টার জ্যাকি শ্রফ ৪ দশক ধরে চলচ্চিত্র জগতে রাজত্ব করছেন। তাঁর প্রথম ছবি 'হিরো', পরিচালনা করেন সুভাষ ঘাই। ছবিটি 1983 সালে মুক্তি পায়। ছবিতে জ্যাকির সঙ্গে দেখা গিয়েছিল মীনাক্ষী শেষাদ্রীকে।
advertisement
2/8
*সম্প্রতি, সুভাষ ঘাই নিজেই প্রকাশ করেছিলেন 'হিরো'-র আগে জ্যাকি অভিনয় জানতেন না। এমনকি সংলাপও বলতে পারতেন না। কিন্তু তার আত্মবিশ্বাস দেখে ছবিতে চুক্তিবদ্ধ হন তিনি। সিনেমা সুপারহিট হয়। ঘাই একবার বলেছিলেন, তিনি জ্যাকিকে তার চেহারার পাশাপাশি গোঁফের কারণে হিরো ছবিতে অভিনয়ের সুযোগ দেন।
advertisement
3/8
*হিরো ছবি জ্যাকি শ্রফের ভাগ্য বদলে দেয়। প্রথম ছবি থেকেই বলিউডে খ্যাতি পান অভিনেতা। এই ছবির পর তিনি প্রায় দু'শোর বেশি ছবিতে কাজ করেছেন। কিন্তু, একটা সময় এই জ্যাকিই চাকরির খোঁজে ঘরে ঘরে ঘুরে বেড়াতেন। অভিনয়ে ক্যারিয়ার গড়ার কথা কখনও ভাবেননি। কিন্তু ভাগ্য তাকে অভিনেতা করেছে।
advertisement
4/8
*আজ অভিনয় জগতে আলোড়ন সৃষ্টি করা জ্যাকি শ্রফ একসময় সাংবাদিক হতে চেয়েছিলেন। তিনি নিজেই এ কথা জানিয়েছেন। একবার টাইমস অফ ইন্ডিয়ার সঙ্গে কথা বলার সময় তিনি বলেছিলেন, যৌবনে তিনি দীর্ঘকাল বেকারত্বের যন্ত্রণা ভোগ করেছেন।
advertisement
5/8
*জ্যাকি শ্রফ জানিয়েছেন, ভাইয়ের মৃত্যুর পরে তাঁকে একাদশ শ্রেণির পড়াশোনা ছেড়ে দিতে হয়েছিল। পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে অর্থ উপার্জনের জন্য জ্যাকি সিনেমার পোস্টার সাঁটিয়েছেন এবং চিনাবাদাম বিক্রি করেছেন বাসস্ট্যান্ডে বসে। এরপর অনেক চেষ্টার পর ট্রাভেল এজেন্টের চাকরি পান। তিনি বলেন, জীবনের ৩৩ বছর চাউলে কাটিয়েছেন, তার শৈশব কেটেছে অনেক সংগ্রামের মধ্যে।
advertisement
6/8
*হোটেল তাজে চাকরি করেছেন জ্যাকি শ্রফ। এয়ার ইন্ডিয়ার ফ্লাইট অ্যাটেনডেন্টের চাকরির চেষ্টা করেন। কিন্তু কম শিক্ষিত হওয়ায় সেখানে তেমন কাজ পাননি। একদিন জ্যাকি বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে ছিলেন এবং এক ব্যক্তি তার কাছে এসে জিজ্ঞাসা করেন তিনি মডেলিং করতে চান কিনা! সেই সময় জ্যাকির কাজ এবং অর্থ দুটোরই অভাব ছিল, ফলে তিনি হ্যাঁ বলেন।
advertisement
7/8
*যিনি একসময় চাকরির জন্য লোকের ঘরে ঘরে লড়াই করেছেন, তিনি আজ ২১২ কোটি টাকার মালিক।
advertisement
8/8
*বর্তমানে জ্যাকি বহু বিলাসবহুল গাড়ির মালিক। BMW M5, Bentley Continental GT, Toyota Innova, Jaguar SS100, BMW 5 সিরিজ থেকে শুরু করে আরও অনেক গাড়ি রয়েছে তাঁর গ্যারেজে। এ ছাড়াও কোটি টাকা মূল্যের একটি বিলাসবহুল 8-BHK অ্যাপার্টমেন্টে থাকেন তিনি।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Bollywood Superstar: বাসস্ট্যান্ডে বাদাম বেচতেন, ছিলেন ট্রাভেল এজেন্ট! এই বলিউড সুপারস্টার ২০০ সিনেমার হিরো! ২১২ কোটির সম্পত্তির মালিক
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল