Isha Koppikar Divorce: ছোট্ট মেয়েকে নিয়ে স্বামীগৃহ ত্যাগ অভিনেত্রী ইশা, ১৪ বছরের বিয়ে ভেঙে ডিভোর্স নায়িকার
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Isha Koppikar Divorce: টিম্মি এবং ইশার আলাপ হয় একটি জিমে। টিম্মি এক রেস্তরাঁর মালিক। একে অপরকে পছন্দ হয়। তাও কেবল বন্ধু হিসেবেই তিন বছর কাটিয়ে দেন তাঁরা।
advertisement
1/6

১৪ বছরের দাম্পত্য। ভেঙে গেল ঘর। আলাদা হয়ে গেল ছাদ। স্বামীর ঘর ছেড়ে বেরিয়ে গেলেন বলিউড অভিনেত্রী ইশা কোপিকার।
advertisement
2/6
ন’বছরের ছোট্ট কন্যা রিয়ানাকে নিয়ে আলাদা হয়ে গিয়েছেন ইশা। সূত্রের খবর, গত মাসেই তাঁদের বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।
advertisement
3/6
‘ডন’-এর অভিনেত্রী ইশা এবং তাঁর স্বামী টিম্মি (রোহিত) নারাং নাকি অনেক চেষ্টা করেছেন তাঁদের বিয়ে বাঁচাতে, কিন্তু কোনও ভাবেই একে অপরের সঙ্গে সমঝোতায় আসতে পারেননি।
advertisement
4/6
এক সংবাদমাধ্যম ইশাকে ডিভোর্স নিয়ে প্রশ্ন করায় তিনি জানান, এখনই বেশি কিছু বলতে চান না। আর এই মুহূর্তে তিনি নিজের ব্যক্তিগত পরিসরে কাউকে প্রবেশ করতে দিতে চান না।
advertisement
5/6
টিম্মি এবং ইশার আলাপ হয় একটি জিমে। টিম্মি এক রেস্তরাঁর মালিক। একে অপরকে পছন্দ হয়। তাও কেবল বন্ধু হিসেবেই তিন বছর কাটিয়ে দেন তাঁরা।
advertisement
6/6
তারপর প্রেম শুরু। ফের ২০০৯ সালে তাঁরা বিয়ে করেন। বিয়ের পর অভিনয় পেশা থেকে ১০ বছরের একটি বিরতি নিয়েছিলেন তিনি।