সেলেবের ঘরে খুশির খবর, মা-বাবা হচ্ছেন সাগরিকা ও জাহির খান
- Published by:Akash Misra
- news18 bangla
Last Updated:
লকডাউনে এবছর বহু সেলিব্রিটিরাই ঘোষণা করেছেন, তাঁদের জীবনে আসতে চলেছে নতুন সদস্য ৷
advertisement
1/4

লকডাউনে এবছর বহু সেলিব্রিটিরাই ঘোষণা করেছেন, তাঁদের জীবনে আসতে চলেছে নতুন সদস্য ৷ তা করিনা কাপুর খান হোক বা অনুষ্কা শর্মা ৷ সবাইকে চমকে দিয়ে এই সেলিব্রিটিরা নিজেদের প্রেগনেন্সি ঘোষণা করেছেন ৷
advertisement
2/4
তবে এবার পালা জনপ্রিয় ক্রিকেটার ও অভিনেত্রী জুটি জাহির খান ও সাগরিকার ৷ শোনা যাচ্ছে, তাঁরা নাকি খুব শীঘ্রই ঘোষণা করতে চলেছে তাঁদের জীবনে নতুন সদস্য আসার !
advertisement
3/4
একটি ইংরেজি সাংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সাগরিকা ও জাহির দু’জনেই আলাদা করে এই নিয়ে সংবাদমাধ্যমকে জানিয়েছেন ৷
advertisement
4/4
তবে কবে এই বিষয়ে তাঁরা প্রকাশ্যে ঘোষণা করবেন তা এখনও স্থির করেননি কেউ-ই ৷