Mimi Chakraborty: অবশেষে বিয়ে করছেন মিমি চক্রবর্তী? নিজের মুখেই দিলেন আসল উত্তর
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Mimi Chakraborty: এক ভক্ত মিমিকে প্রশ্ন করেন, “কবে বিয়ে করবেন আপনি?”মিমি লেখেন, “কী জন্য করব?” সঙ্গে হাসির স্টিকার।
advertisement
1/7

টলিউডে এক দশক পার। ধারাবাহিক থেকে এক লাফে বড় পর্দা। তার পর রাজনীতি। নিন্দকরা বলেন, "তিনি নাকউঁচু। বড্ড বেশি পারিশ্রমিক নেন।"
advertisement
2/7
ফিগার হোক কিংবা ফটোশ্যুট টলিপাড়ার অভিনেত্রীরা একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন। তাদের স্টাইল স্টেটমেন্টে হার মানছে বলি সুন্দরীরাও। সেই তালিকায় রয়েছেন মিমি চক্রবর্তী৷
advertisement
3/7
একাধারে অভিনেত্রী, অন্যদিকে সাংসদ, টলিপাড়ার অভিনেত্রী মিমি চক্রবর্তী সমান তালে সবটা চালিয়ে যাচ্ছেন। ফিগার হোক কিংবা ফটোশ্যুট টলিপাড়ার অভিনেত্রীদের বলে বলে গোল দিচ্ছেন মিমি চক্রবর্তী।
advertisement
4/7
৭ ডিসেম্বর ২০১২ তারিখে মুক্তি পায় 'বাপি বাড়ি যা' চলচ্চিত্র। সেই সিনেমার মাধ্যমেই মিমির অভিনয়ের যাত্রা শুরু। টেলিভিশনের পর্দায় তাঁকে প্রথম দেখা গিয়েছিল 'পুপে' রূপে। তারপর বহু ছবিতে অভিনয় করেছেন।
advertisement
5/7
তবে অভিনেত্রীর ব্য়ক্তিগত জীবন খুব একটা প্রকাশ্য়ে আসে না। কাউকে নিয়ে খুব একটা গুঞ্জনও শোনা যায়নি।
advertisement
6/7
সম্প্রতি ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে প্রশ্ন-উত্তরের খেলায় মেতেছিলেন অভিনেত্রী। সেখানেই নানা ধরনের প্রশ্ন আসে।
advertisement
7/7
এক ভক্ত মিমিকে প্রশ্ন করেন, “কবে বিয়ে করবেন আপনি?”মিমি লেখেন, “কী জন্য করব?” সঙ্গে হাসির স্টিকার।