TRENDING:

Guess the Celebrity: বিবাহিত পুরুষের সঙ্গে গোপনে বিয়ে, ২৩০০ কোটি টাকার মালিক স্বামী, আজও একাধিক পুরুষের 'ক্রাশ' এই নায়িকা, দাঁপিয়েছেন বলিউডে, বলুন তো কে?

Last Updated:
Guess the Celebrity: নব্বইয়ের দশকের জনপ্রিয় নায়িকা তিনি৷ পাশাপাশি আইআরএস অফিসারের মেয়েও৷ যার হাসি আর চোখের চাহনি রাতের ঘুম কেড়ে নিয়েছিল অগণিত ভক্তদের৷ তবে কেরিয়ারের শীর্ষেই একজন বিবাহিত পুরুষকে বিয়ে করেছিলেন, আজও বহু মানুষের ক্রাশ এই নায়িকা৷
advertisement
1/9
বিবাহিত পুরুষের সঙ্গে গোপনে বিয়ে, একাধিক পুরুষের 'ক্রাশ' এই নায়িকা, বলুন তো কে?
নব্বইয়ের দশকের জনপ্রিয় নায়িকা তিনি৷ পাশাপাশি আইআরএস অফিসারের মেয়েও৷ যার হাসি আর চোখের চাহনি রাতের ঘুম কেড়ে নিয়েছিল অগণিত ভক্তদের৷ তবে কেরিয়ারের শীর্ষেই একজন বিবাহিত পুরুষকে বিয়ে করেছিলেন, আজও বহু মানুষের ক্রাশ এই নায়িকা৷
advertisement
2/9
সালটা ১৯৮৬৷ বলিউড কেরিয়ারে ডেবিউ করেন সুলতানাত চলচ্চিত্র দিয়ে৷ তারপর শাহরুখ খান, অজয় ​​দেবগন, আমির খান, সানি দেওল, ঋষি কাপুর এবং গোবিন্দের মতো সুপারস্টারদের সঙ্গে একাধিক চলচ্চিত্র নজর কেড়েছিলেন। তিনি হলেন নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী জুহি চাওলা৷
advertisement
3/9
অভিনেত্রীর ব্যক্তিগত জীবন একাধিকবার শিরোনামে উঠে এসেছে৷ একাধিক তারকার মন ভেঙে কেরিয়ারের শীর্ষে আচমকাই বিয়ে করে নেন অভিনেত্রী জুহি চাওলা৷ নিজের বিয়ের কথা কাউকে না জানালেও মা হওয়ার সময়েই বিয়ের খবর প্রকাশ্যে চলে আসে নায়িকার।
advertisement
4/9
শোনা যায়, নিজের বিয়ের কথা লুকিয়ে অনেক বছর ধরে বলিউডে কাজ করেছিলেন তিনি৷ তারপর যখন সকলে তার বিয়ের কথা জানতে পেরেছিল সকলেই অবাক হয়ে গিয়েছিল। বিয়ের প্রায় ৬ বছর পর তিনি জানিয়েছিলেন যে তিনি বিবাহিত।
advertisement
5/9
বিয়ের খবর প্রকাশ্যে আসার পরই পরই হঠাৎ করেই চলচ্চিত্র থেকে দূরে সরে যান নায়িকা। যে ভয়ের কারণে তাঁরা বিয়ে গোপন করেছিল শেষ পর্যন্ত তা জানাজানি হয়ে গিয়েছিল। বিয়ে লুকানোর কথা জুহি নিজেও অনেকবার মেনে নিয়েছেন এবং আসল কারণটাও জানিয়েছেন।
advertisement
6/9
কয়েক বছর আগে, একটি সাক্ষাত্কারে, জুহি জয় মেহতার সঙ্গে তাঁর বিবাহ এবং কেরিয়ার সম্পর্কে কথা বলতে গিয়ে বলেছিলেন যে সেই সময় তিনি তার কেরিয়ারের শীর্ষে ছিলেন৷ এবং এটাই ভাবতেন বিয়ের কথা জানাজানি হলে কেরিয়ারে নেতিবাচক প্রভাব পড়বে,সেই কারণেই বিয়ের কথা গোপন রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে যেটা নিয়ে ভয় পেয়েছিলেন সেটাই জীবনে ঘটেছিল নায়িকার সঙ্গে।
advertisement
7/9
কেরিয়ার তখন উর্ধ্বে ছিল নায়িকার৷ ১৯৯৫ সালে ব্যবসায়ী জয় মেহতাকে বিয়ে করেন জুহি চাওলা। যিনি ইতিমধ্যেই তখন বিবাহিত ছিলেন কিন্তু তাঁর প্রথম স্ত্রী সুজাতা বিড়লা দুর্ঘটনায় মারা যান। সুজাতা ছিলেন ব্যবসায়ী যশ বিড়লার বোন ছিলেন। প্রথম স্ত্রীর মৃত্যুর পর জুহি চাওলাকে দ্বিতীয়বার বিয়ে করেন জয় মেহতা।
advertisement
8/9
মিডিয়া রিপোর্ট সূত্রের খবর, অন্যদের মতো, জুহি চাওলা তাঁর বাবার বিরুদ্ধে গিয়ে জয়কে বিয়ে করেছিলেন। তার পরিবারের সদস্যরা এই বিয়ের বিপক্ষে ছিলেন কিন্তু পরে তার মেয়ের সিদ্ধান্তকে সম্মান করেন এবং জয়কে জামাই হিসেবে গ্রহণ করেন।
advertisement
9/9
জুহিকে ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে ধনী অভিনেত্রীদের মধ্যে গণ্য করা হয়। রিপোর্টে বলা হয়েছে অভিনেত্রীর মোট সম্পদের পরিমাণ প্রায় ৬ মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ৪৪ কোটি টাকা। এবং তাঁর স্বামী জয় মেহতার মোট সম্পদের পরিমাণ ২৩০০ কোটি টাকা। মেহতা গ্রুপের ব্যবসা শুধু দেশে নয় বিদেশেও ছড়িয়ে রয়েছে।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Guess the Celebrity: বিবাহিত পুরুষের সঙ্গে গোপনে বিয়ে, ২৩০০ কোটি টাকার মালিক স্বামী, আজও একাধিক পুরুষের 'ক্রাশ' এই নায়িকা, দাঁপিয়েছেন বলিউডে, বলুন তো কে?
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল