Irrfan Khan Roopa Ganguly: বাঙালি পরিচালকের বলিউড ফিল্মে ইরফান খানের নায়িকা ছিলেন রূপা গঙ্গোপাধ্য়ায়, কোন ছবি বলতে পারবেন?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Irrfan Khan Roopa Ganguly: ইরফানের সঙ্গে বাংলার অন্যতম অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্য়ায় বলিউডের একটি ছবিতে অভিনয় করেছিলেন। ইরফানের নায়িকা ছিলেন রূপা।
advertisement
1/9

ক্য়ানসারের মারণ থাবা কেড়ে নিয়েছে ভারতীয় চলচ্চিত্রের এক অসাধারণ অভিনেতা ইরফান খানকে। ২০২০ সালের ২৯ এপ্রিল মুম্বইতে প্রয়াণ হয় ইরফানের। সেই ইরফানের ছবির আজও কোটি কোটি ভক্ত।
advertisement
2/9
ইরফানের সঙ্গে বাংলার অন্যতম সেরা অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্য়ায় বলিউডের একটি ছবিতে অভিনয় করেছিলেন। ইরফানের নায়িকা ছিলেন রূপা।
advertisement
3/9
বিখ্য়াত বাঙালি পরিচালক বাসু চট্টোপাধ্য়ায়ের ছবি ১৯৮৯ সালে তৈরি হওয়া 'কমলা কি মওত' ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন ইরফান খান ও রূপা গঙ্গোপাধ্য়ায়।
advertisement
4/9
এই ছবিতে আরও অভিনয় করেছিলেন পঙ্কজ কাপুর, সুপ্রিয়া পাঠক, মৃণাল কুলকার্নি ও আশুতোষ গোয়ারেকরের মতো অভিনেতারা।
advertisement
5/9
সময়ের অনেক আগে বিবাহ-পূর্ববর্তী শারীরিক সম্পর্ক ও প্রেম-সম্পর্ক-টানাপোড়েন নিয়ে আধুনিক ভারতের প্রেক্ষাপটে তৈরি হয়েছিল কমলা কি মওত ছবিটি।
advertisement
6/9
২০১৩ সালে সেরা চলচ্চিত্র নির্মাণের জন্য ছবিটি ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিল।
advertisement
7/9
ন্য়াশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেট অফ ইন্ডিয়া ও শিমারোর সহযোগে এই ছবি তৈরি করেছিল।
advertisement
8/9
সিনেমাস অফ ইন্ডিয়া শিরোনামে এই ছবি ভারতীয় চলচ্চিত্রের ১০০ বছরে বিশেষ সম্মান পেয়ে ডিজিটাল মুক্তি পায়।
advertisement
9/9
মুবি প্ল্য়াটফর্মে এই হিন্দি ছবিটি দেখতে পারবেন চলচ্চিত্রপ্রেমীরা। ইউটিউবেও দেখা যাবে ছবিটি।