Ipsita Mukherjee I Arnab Banerjee: ডিভোর্সে ইতি? অর্ণব-ঈপ্সিতার প্রেমের ছবি ভাইরাল, তবে ক্যাপশনে বাড়ল ধোঁয়াশা!
- Published by:Teesta Barman
Last Updated:
Ipsita Mukherjee I Arnab Banerjee: প্রশ্ন উঠছে, তাঁরা কি দাম্পত্যকে আরও একটি সুযোগ দিতে চান নাকি ঝাপসার অর্থ, তাঁরা সম্পর্কটিও ঝাপসা হয়ে গিয়েছে? নিউজ18 বাংলার তরফে যোগাযোগ করা হল ঈপ্সিতাকে।
advertisement
1/8

ইপ্সিতা মুখোপাধ্যায় এবং অর্ণব বন্দ্যোপাধ্যায়। আইনি বিয়ে সারার কয়েক মাস পর থেকেই বারবার শিরোনাম দখল করেছেন তারকা দম্পতি। সৌজন্যে, তাঁদের দাম্পত্য, প্রেম, ভাঙন।
advertisement
2/8
২০২২-এর জানুয়ারি মাসেই চারহাত এক হয়েছিল যুগলের। প্রেমিক-প্রেমিকা আইনি বিয়ে করে সংসার শুরু করেছিলেন। পরিকল্পনা ছিল, চলতি মাসে অর্থাৎ ২০২২-এরই ডিসেম্বরে রীতি মেনে আনুষ্ঠানিক বিয়ে সারবেন তাঁরা।
advertisement
3/8
আইনি বিয়ের ৯ মাসের মধ্যেই ছাদ আলাদা হয়ে গেল টেলিপাড়ার জনপ্রিয় জুটির। টেলিপাড়ার খবর, ‘আলতা ফড়িং’-এর খলনায়ক অর্ণব এবং ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’র নায়িকা ঈপ্সিতা বিবাহবিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন।
advertisement
4/8
সেই গুঞ্জনে যখন উত্তাল ইন্ডাস্ট্রি, তখনই হঠাৎ অর্ণবের ইনস্টাগ্রামে যুগলের একটি ছবি দেখতে পাওয়া যায়। পাহাড়ের কোলে, বিজনবাড়িতে দম্পতির প্রেমমাখা ছবির। একে অপরের দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন।
advertisement
5/8
কিন্তু ছবিটা ঝাপসা। ক্যাপশনেও হ্যাশট্যাগ দিয়ে ‘ব্লারড’ লিখেছেন নায়ক। যার অর্থ ঝাপসা। ভক্তরা অনেকেই প্রশ্ন করলেন, এই ঝাপসার কারণ কী? ছবিতে প্রেমের ছোঁয়া, মনোমালিন্য মুছে যাওয়ার ইঙ্গিত। কিন্তু লেখায় কেন মন খারাপের ইঙ্গিত?
advertisement
6/8
প্রশ্ন উঠছে, তাঁরা কি দাম্পত্যকে আরও একটি সুযোগ দিতে চান নাকি ঝাপসার অর্থ, তাঁরা সম্পর্কটিও ঝাপসা হয়ে গিয়েছে? নিউজ18 বাংলার তরফে যোগাযোগ করা হল ঈপ্সিতাকে।
advertisement
7/8
নায়িকার কথায়, ‘‘আমি জানি, চারদিকে নানা ধরনের কথাবার্তা চলছে। কিন্তু আমি বা অর্ণব দু’জনেই নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা কথা বলতে চাই না প্রকাশ্যে। এত মাস ধরে চুপ আছি আমরা। স্বেচ্ছায় যতটা করা যায় করেছি। তাই ছবি দেওয়ার সিদ্ধান্ত। এর বেশি কিছু বলতে পারব না।’’
advertisement
8/8
কিন্তু এ কথা স্বীকার না করে উপায় নেই, দম্পতির বিবাহ বিচ্ছেদের জল্পনার মাঝে হঠাৎ পাহাড়ের কোলে কুয়াশা ভরা ছবি দেখে খুব খুশি হয়েছেন ভক্তরা। সকলের বক্তব্য, তাঁরা যেন ভুল বোঝাবুঝি মিটিয়ে আবার এক হয়ে যান। এবার তা সত্যি হচ্ছে কিনা, সময়ই বলবে।