TRENDING:

Inside Pics From Parineeti Chopra And Raghav Chadha's Engagement: আদরের চুম্বন, হবু স্বামীর জন্য বিশেষ নাচ... রইল রাঘব-পরিণীতির বাগদানের অজানা ছবি

Last Updated:
বর ও কনের পরনে ছিল আইভরি রঙের পোশাক।
advertisement
1/7
আদরের চুম্বন, হবু স্বামীর জন্য বিশেষ নাচ... রইল রাঘব-পরিণীতির বাগদানের অজানা ছবি
বাগদান হয়ে গেল পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডার। বহুদিন ধরে চলতে থাকা গুঞ্জনে শিলমোহর দিলেন দু'জনে। ১৩ মে শনিবার একে অপরকে আংটি পরিয়ে দিলেন রাঘব-পরিণীতি। নতুন পথচলার সূচনা অভিনেত্রী এবং আম আদমি পার্টির নেতার।
advertisement
2/7
বর্তমানে রাঘব চাড্ডা আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ। তিনি রাজ্যসভার সর্বকনিষ্ঠ সাংসদও বটে। রাজনীতির সঙ্গে রাঘবের পরিচয় ইন্ডিয়া এগেনস্ট করাপশন আন্দোলনের হাত ধরে। এই আন্দোলনে যোগ দিতে গিয়েই তাঁর সঙ্গে আলাপ হয় আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালের। তারপরেই তিনি আম আদমি পার্টিতে যোগদান করেন।
advertisement
3/7
বেশকিছুদিন ধরেই শহরের বিভিন্ন রেঁস্তোরায় একসঙ্গে দেখা যাচ্ছিল রাঘব এবং পরিণীতিকে। তখন থেকেই এই জুটির সম্পর্ক নিয়ে কানাঘুষো চলতে থাকে। যদিও শুরুতে দু'জনেই এড়িয়ে গিয়েছেন। তবে আর লুকোছাপা নয়। এবার হাতে হাত রেখে একসঙ্গে পথচলা শুরু।
advertisement
4/7
এরপরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় কিছু ভিডিও। স্বাভাবিকভাবেই তা মানুষের নজর কাড়ে। অভিনেত্রীর গালে রাঘবের ভালবাসার চুম্বন মন ছুঁয়ে যায় সবার।
advertisement
5/7
নিজের ছবির গানেই নাচেন পরিণীতি। তাঁকে জড়িয়ে রেখেছেন রাঘব। এ গান যেন তাঁর প্রেমের উদযাপন৷
advertisement
6/7
বর ও কনের পরনে ছিল আইভরি রঙের পোশাক।
advertisement
7/7
হাজির ছিলেন প্রিয়াঙ্কা চোপড়াও। শুধুমাত্র পরিণীতির বিয়েতে অংশ নেবেন বলে তিনি হাজির হয়েছিলেন সেখানে। যদিও নিক জোনাস বা তাঁর মেয়েকে দেখা যায়নি বাগদানে।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Inside Pics From Parineeti Chopra And Raghav Chadha's Engagement: আদরের চুম্বন, হবু স্বামীর জন্য বিশেষ নাচ... রইল রাঘব-পরিণীতির বাগদানের অজানা ছবি
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল