TRENDING:

Indian Idol Bengali contestants: সেঁযূতি থেকে অনুষ্কা, Indian Idol-এ এবার বাঙালি মেয়েদের জয়জয়কার, চিনুন গায়িকাদের

Last Updated:
Indian Idol Bengali contestants: এবার ‘ইন্ডিয়ান আইডল’-এ কেবল একজন নয়, একাধিক বাঙালি মেয়ে অংশ নিয়েছেন। তাই এই সিজন বাঙালি দর্শকের কাছে বিশেষ জায়গা করে নিয়েছে।
advertisement
1/11
সেঁযূতি থেকে অনুষ্কা, Indian Idol-এ এবার বাঙালি মেয়েদের জয়জয়কার, চিনুন গায়িকাদের
জমজমাটি প্রতিযোগিতায় টানটান ‘ইন্ডিয়ান আইডল’-এর ১৩ নম্বর সিজন। প্রতিবারই গানে গল্পে মাতিয়ে রাখে সোনি টিভির এই রিয়ালিটি শো। বহু বছর ধরেই গোটা দেশের দর্শকের সামনে লুকনো প্রতিভাদের মেলে ধরেছে এই শো। বলিউড ইন্ডাস্ট্রিকেও অনেক সঙ্গীতশিল্পী উপহার দিয়েছে।
advertisement
2/11
‘ইন্ডিয়ান আইডল’-এর গত সিজনে উত্তরাখণ্ডের পবনদীপ রাজন সেরার ট্রফি নিয়ে ফিরেছেন। দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন বাঙালি কন্যে অরুণিতা কাঞ্জিলাল। অরুণিতা এর আগে ২০১৩ সালে অংশ নিয়েছিলেন জি বাংলার ‘সারেগামাপা লিটল চ্যাম্পস’-এ।
advertisement
3/11
এবার ‘ইন্ডিয়ান আইডল’-এ কেবল একজন নয়, একাধিক বাঙালি মেয়ে অংশ নিয়েছেন। তাই এই সিজন বাঙালি দর্শকের কাছে বিশেষ জায়গা করে নিয়েছে।
advertisement
4/11
বিচারকের আসন দখল করেছেন বিশাল দাদলানি, নেহা কক্কর, হিমেশ রেশমিয়ার মতো সঙ্গীতশিল্পীরা। সঞ্চালনায় রয়েছেন উদিত নারায়ণের ছেলে আদিত্য নারায়ণ।
advertisement
5/11
‘ইন্ডিয়ান আইডল’-এর এই সিজনে বঙ্গকন্যাদের মধ্যে ছিলেন (এই মুহূর্তে অনেকেই বাদ পড়ে গিয়েছেন যদিও) সেঁযূতি দাস, সঞ্চারী সেনগুপ্ত, সোনাক্ষী কর, দেবস্মিতা, বিদীপ্তা চক্রবর্তী, অনুষ্কা পাত্র।
advertisement
6/11
সেঁযূতি দাস- ‘থোড়ে বদমাশ হো তুম’ গেয়ে বিচারকদের মনজয় করেছিলেন সেঁযূতি। হাওড়ার মেয়ে গত ৭ বছর ধরে ধ্রূপদী সঙ্গীতচর্চা করছেন। ২০১৬ সালে ‘সারেগামাপা’-তেও দেখা গিয়েছিল তাঁকে। সেরা ৭-এর পর বেরিয়ে গিয়েছিলেন তিনি। এই শো-তেই লতা মঙ্গেশকরের সঙ্গে তাঁকে ফোনে কথা বলানো হয়। লতাজির গলার আওয়াজ শুনেই তিনি বাংলাতে বলেন, ‘‘আমার জীবন ধন্য হয়ে গিয়েছে।’’
advertisement
7/11
অনুষ্কা পাত্র- ‘ইন্ডিয়ান আইডল’-এ প্রতিযোগীদের মধ্যে সবথেকে ছোট অনুষ্কা। ‘সারেগামাপা’-র ফাইনালেও পৌঁছেছিলেন তিনি। বাংলার বিভিন্ন ছোট শহরে গিয়ে পারফর্ম করেছেন তিনি। টপ ১১-এ গিয়েও ছিটকে বেরিয়ে যেতে হয়েছে গায়িকাকে। কিন্তু জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছেন নিজের দক্ষতায়।
advertisement
8/11
বিদীপ্তা চক্রবর্তী- খুব ছোট বয়সে মুম্বইয়ে ‘সারেগামাপা লিটল চ্যাম্পস’-এ এন্ট্রি পেয়েছিলেন বিদীপ্তা চক্রবর্তী। ২০২০ সালের বাংলা ‘সারেগামাপা’-তে দর্শকদের মনজয় করতে দেখা গিয়েছিল। ২০২১ সালে তিনি আবার হিন্দি ‘সারেগামাপা’-এ দেখা গিয়েছিল। সেই বাঙালি মেয়ে এবার ‘ইন্ডিয়ান আইডল’-এও অংশ নিয়েছিলেন।
advertisement
9/11
সোনাক্ষী কর- ‘ইন্ডিয়ান আইডল’ দেখেই বড় হয়েছেন সোনাক্ষী। এমনকি এই ‘ইন্ডিয়ান আইডল জুনিয়র’-এ প্রতিযোগী ছিলেন তিনি। শ্রেয়া ঘোষালের সামনে গান গেয়ে বারবার প্রশংসা কুড়িয়েছিলেন সেই সময়ে। এমনকি সঞ্জয় লীলা ভন্সালিও শ্রেয়াকে সোনাক্ষীর কথা বলেছিলেন।
advertisement
10/11
দেবস্মিতা রায়- সঙ্গীতের জন্য বাঁচেন তিনি। ছোট থেকে গায়িকা হওয়ার শখ তাঁর। আর এই রিয়ালিটি শো তাঁর স্বপ্নের চাবিকাঠি। তিন বিচারক তথা তাবড় সঙ্গীতশিল্পীর সামন গান গাওয়ার সুযোগ পেয়ে আপ্লুত কলকাতার মেয়ে। হিমেশ তো তাঁর গান শুনে এতই মুগ্ধ হয়েছেন যে তিনি বলেন, ‘তোমার মাথায় মা সরস্বতীর আশীর্বাদ আছে।’
advertisement
11/11
সঞ্চারী সেনগুপ্ত- অডিশনের দিনই সকলকে চমকে দিয়েছিলেন সঞ্চারী। তাঁর বিশেষ দক্ষতা রয়েছে অপেরায়। বিভিন্ন ধাপে গলা নিয়ে যেতে কোনও রকম কসরত করতে হয় না তাঁকে। মায়ের হাতে বানানো শাড়ি পরে বাঙালি ছোঁয়া আনেন প্রতিটি পারফর্মেন্সে।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Indian Idol Bengali contestants: সেঁযূতি থেকে অনুষ্কা, Indian Idol-এ এবার বাঙালি মেয়েদের জয়জয়কার, চিনুন গায়িকাদের
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল