TRENDING:

Indian Idol-Mohd Danish: ধুমধাম করে বিয়ে ‘ইন্ডিয়ান আইডল ১২’-খ্যাত গায়কের! বিয়ের ২ দিন পরেই ছেড়ে যেতে হল স্ত্রীকে! কিন্তু কেন?

Last Updated:
Mohd Danish Marriage Life: গত ২৭ এপ্রিল মহম্মদ দানিশের বিয়ের আসর বসেছিল। উজ্জ্বল লাল শেরওয়ানিতে বর বেশে মহম্মদ দানিশকে দেখাচ্ছিল দুর্দান্ত। নজর ফেরানো যাচ্ছিল না কনে ফারহিনের দিক থেকেও। টকটকে লাল আর উজ্জ্বল সোনালির মিশেলে অপূর্ব সুন্দরী দেখাছিল কনেকে।
advertisement
1/6
ধুমধাম করে বিয়ে Indian Idol খ্যাত গায়কের! বিয়ের ২ দিন পরে ছেড়ে যেতে হল স্ত্রীকে
রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল ১২’-র হাত ধরে খ্যাতির শীর্ষে পৌঁছে গিয়েছিলেন মহম্মদ দানিশ। কিছু দিন আগেই গাঁটছড়া বেঁধেছেন ফারহিন ফরিদির সঙ্গে। কিন্তু সদ্য বিয়ে হলেও আলাদা থাকতে হচ্ছে এই নববিবাহিত দম্পতিকে!
advertisement
2/6
কিন্তু আচমকা কী এমন ঘটল যে, আলাদা থাকতে হচ্ছে এই জুটিকে? সেই কথাই শুনে নেওয়া যাক। গত ২৭ এপ্রিল মহম্মদ দানিশের বিয়ের আসর বসেছিল। উজ্জ্বল লাল শেরওয়ানিতে বর বেশে মহম্মদ দানিশকে দেখাচ্ছিল দুর্দান্ত। নজর ফেরানো যাচ্ছিল না কনে ফারহিনের দিক থেকেও। টকটকে লাল আর উজ্জ্বল সোনালির মিশেলে অপূর্ব সুন্দরী দেখাছিল কনেকে। আর জমকালো পোশাকের সঙ্গে যোগ্য সঙ্গত দিয়েছে তাঁর গয়নাও। একেবারে স্বপ্নের মতোই সুন্দর হয়ে উঠেছিল দানিশ-ফারহিনের বিয়ের আসর।
advertisement
3/6
কনে ফারহিনের অবশ্য একটা আলাদা পরিচয়ও রয়েছে। তিনি আসলে জনপ্রিয় গায়ক শাদাব ফরিদির বোন। ‘সুলতান’ ছবির টাইটেল ট্র্যাক গেয়েছেন শাদাব। এছাড়াও ‘গুন্ডে’, ‘দাবাং ২’, ‘নীরজা’, ‘লাল সিং’ চাড্ডার মতো ছবিতেও প্লেব্যাক করেছেন শাদাব। ফলে দানিশ-ফারহিনের জাঁকজমকপূর্ণ বিয়ের আসরে উপস্থিত ছিলেন সোনু নিগমের মতো তারকাও।
advertisement
4/6
বিয়ের প্রসঙ্গে দানিশ সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন যে, মা-বাবার সম্মতি নিয়েই বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি। এমনকী, জানিয়েছেন মধুচন্দ্রিমার পরিকল্পনার কথাও। মহম্মদ দানিশের কথায়, স্ত্রীকে নিয়ে প্রথমে মদিনা সফরে যাবেন তিনি। এর পর ইরাকের কারবালায় পৌঁছবেন তাঁরা।
advertisement
5/6
তবে বিয়ের ২ দিন পরেই নববিবাহিতা স্ত্রী-কে ছেড়ে দূরে যেতে হয়েছে দানিশকে। আসলে বিষয়টা তেমন গুরুতর নয়। কারণ একটি কনসার্টে অংশগ্রহণ করতে লখনউ যেতে হয়েছে তাঁকে। ফারহিনের যাওয়ার কথা থাকলেও বিয়ের ধকলের কারণে বাড়িতেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। প্রসঙ্গত ‘ইন্ডিয়ান আইডল ১২’-তে অংশগ্রহণ করার আগেই ফারহিনের সঙ্গে বাগদান পর্ব সম্পূর্ণ হয়ে গিয়েছিল মহম্মদ দানিশের।
advertisement
6/6
উত্তরপ্রদেশের মুজফফরপুরের একটি প্রভাবশালী অভিজাত পরিবারের সন্তান তিনি। দানিশ জানিয়েছিলেন যে, দেখাশোনা করেই এই বিয়ে। প্রথমে হবু স্ত্রীর ছবি দেখেছেন। তবে তাঁর সঙ্গে সামনাসামনি দেখা করেননি। আসলে বিয়ের আসরেই প্রথম বার দেখতে চেয়েছিলেন জীবনসঙ্গীকে।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Indian Idol-Mohd Danish: ধুমধাম করে বিয়ে ‘ইন্ডিয়ান আইডল ১২’-খ্যাত গায়কের! বিয়ের ২ দিন পরেই ছেড়ে যেতে হল স্ত্রীকে! কিন্তু কেন?
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল