বিগ বসের ঘরে অঙ্কিতার সঙ্গে তুমুল ঝগড়া; অভিনেত্রীর প্রাক্তনকেও টেনে আনলেন ভিকি
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Vicky Jain Names Sushant Singh Rajput During Fight With Ankita Lokhande: তর্কাতর্কির মাঝেই ভিকি অভিনেতা তথা অঙ্কিতার প্রাক্তন প্রেমিক সুশান্ত সিং রাজপুতের নাম নিয়েছেন। তিনি অভিনেত্রীকে মনে করিয়ে দিয়েছেন, কীভাবে তিনি সুশান্তের মৃত্যুর মতো কঠিন সময়ে অঙ্কিতাকে সামলেছিলেন!
advertisement
1/5

বর্তমানে ‘বিগ বস ১৭’ যেন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠছে। সাম্প্রতিক কিছু পর্বে তারকা জুটি অঙ্কিতা লোখান্ডে এবং ভিকি জৈনকে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়তে দেখা গিয়েছে। আসলে ‘পবিত্র রিশতা’ অভিনেত্রী অভিযোগ এনেছিলেন যে, ভিকি তাঁকে যথেষ্ট সময় দিচ্ছেন না। সেখান থেকেই ঝামেলার সূত্রপাত! আর তর্কাতর্কির মাঝেই ভিকি অভিনেতা তথা অঙ্কিতার প্রাক্তন প্রেমিক সুশান্ত সিং রাজপুতের নাম নিয়েছেন। তিনি অভিনেত্রীকে মনে করিয়ে দিয়েছেন, কীভাবে তিনি সুশান্তের মৃত্যুর মতো কঠিন সময়ে অঙ্কিতাকে সামলেছিলেন!
advertisement
2/5
ভিকি অঙ্কিতাকে বলেন, “সুশান্তের বিষয়ে এটা এমন একটা বড় ঘটনা, যেখানে আমি সব সময় তোমার পাশে থেকেছিলাম। তোমাদের মধ্যে কখনও আমি প্রবেশ করিনি। তুমি সাক্ষাৎকার দিতে চেয়েছিলে। আর আমার তাতে কোনও সমস্যা ছিল না। তুমি কীভাবে ইন্টারভিউ এবং অন্যান্য বিষয় সামলাবে, সেটা আমিই তোমার সঙ্গে বসে তোমার জন্যই লিখে দিতাম। আমি সব সময় তোমার পাশে দাঁড়িয়েছি। এমনকী তোমার উপর কেউ প্রশ্ন তুলুক, এমনটা হতে দিইনি আমি। আর এখানে আমি যা-ই করি না কেন, সব কিছুতেই তুমি ক্রমাগত প্রতিক্রিয়া প্রকাশ করছো।”
advertisement
3/5
এর ঠিক একদিন আগেই অঙ্কিতাকে সমর্থন করেছেন সুশান্ত সিং রাজপুতের দিদি শ্বেতা সিং কীর্তি। মঙ্গলবার শ্বেতা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে অঙ্কিতার সঙ্গে একটা পুরনো ছবি পোস্ট করেছেন। সেই সঙ্গে অঙ্কিতার সমর্থনে তিনি লিখেছেন, “আমরা তোমাকে ভালবাসি, অঙ্কি! তুমিই সেরা এবং সবথেকে খাঁটি।”
advertisement
4/5
অভিনেতার দিদির এহেন পোস্টের পরেই ভিকি অঙ্কিতাকে এই ধরনের কথা বলায় শুরু হয়েছে জোর চর্চা। আর এই প্রথম বার অভিনেত্রীর প্রাক্তন সুশান্ত সিং রাজপুতকে নিয়ে মন্তব্য করতে শোনা গেল তাঁর স্বামীকে। এখানেই শেষ নয়, অন্য দিকে আবার সুশান্তের নাম ব্যবহার করে ভক্তদের কাছ থেকে সহানুভূতি আদায় করার অভিযোগ উঠেছে অঙ্কিতার বিরুদ্ধেও।
advertisement
5/5
আসলে আগের একটি পর্বে সুশান্তের মৃত্যুর সময়কার স্মৃতিচারণ করে মুনাওয়ারের কাছে অভিনেত্রী বলেন, “যখন আমি ওকে দেখেছিলাম, আমার মনে হল সব শেষ। ও কত ফিল্ম দেখেছিল, আর সেগুলোও এখন সব শেষ।” প্রসঙ্গত ‘পবিত্র রিশতা’ ধারাবাহিকের হাত ধরে টেলি দুনিয়ায় পদার্পণ করেছিলেন সুশান্ত আর অঙ্কিতা। সেখানেই একে অপরের প্রেমে পড়েন। আর তাঁদের প্রেম-পর্ব চলে প্রায় ৭ বছর। তারপরেই বিচ্ছেদ হয়েছিল এই তারকা যুগলের। আর ২০২০ সালের জুন মাসে মুম্বইয়ে নিজের অ্যাপার্টমেন্টেই মৃত অবস্থায় পাওয়া যায় অভিনেতাকে।