TRENDING:

Iman Chakraborty: দোলের আগেই রাঙিয়ে দিল ইমনের বসন্ত উৎসব, মঞ্চে চাঁদের হাট, এলেন কারা? দেখে নিন ছবি

Last Updated:
Iman Chakraborty: এ তো শুধু উৎসব নয়, যেন মহাযজ্ঞ। এই বসন্ত উৎসবের সঙ্গে ইমনের আবেগ জড়িয়ে।
advertisement
1/8
দোলের আগেই রাঙিয়ে দিল ইমনের বসন্ত উৎসব, মঞ্চে চাঁদের হাট, এলেন কারা? দেখুন ছবি
দেখতে দেখতে সাত বছর পার করে ফেলল ইমন চক্রবর্তীর বসন্ত উৎসব। প্রতি বছর দোলের আগেই ইমনের বসন্ত উৎসব কলকাতা এবং হাওড়ার মানুষদের রাঙিয়ে দিয়ে যায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। লিলুয়া মীরপাড়ার মাঠে এবারও বসন্ত উৎসবের আয়োজন করেছিলেন ইমন।
advertisement
2/8
এ তো শুধু উৎসব নয়, যেন মহাযজ্ঞ। এই বসন্ত উৎসবের সঙ্গে ইমনের আবেগ জড়িয়ে। এই উৎসবের মধ্যে দিয়েই গায়িকা তাঁর মায়ের প্রতি শ্রদ্ধা জানান।
advertisement
3/8
ইমনের কথায়, "লিলুয়ায় এই উৎসব করব শুনে প্রথম প্রথম অনেকেই নাক সিঁটকেছিলেন। এত বড় উৎসব লিলুয়ায় আগে হয়নি। কিন্তু আমি আমার জন্মস্থানেই উৎসবটা করতে চেয়েছি বরাবর। অনেক বাঁধা বিপত্তি এসেছে, পিছপা হইনি দেখতে দেখতে সাত বছর পার করে ফেলল আমাদের বসন্ত উৎসব।"
advertisement
4/8
আরও যোগ করলেন ইমন। বললেন, "যাঁরা প্রথম প্রথম এত দূর আসতে চাইতেন না, এখন সবাই আসেন। আমি কৃতজ্ঞ সমস্ত গুণী শিল্পীদের কাছে। প্রতি বছর আমার অনুরোধে সবাই এখানে এসে হাসি মুখে অনুষ্ঠান করে যান, এটা আমার কাছে খুব বড় প্রাপ্তি।"
advertisement
5/8
এবারেও বসেছিল চাঁদের হাট। শ্রাবণী সেন, অঙ্কিতা, প্রাঞ্জল, রথিজিৎ, অর্ক, বিশ্বনাথ, পদ্মপলাশদের মত গুণী শিল্পীরা বসন্ত উৎসবের মঞ্চ মাতালেন।
advertisement
6/8
এসেছিলেন মন্ত্রী এবং গায়ক ইন্দ্রনীল সেন, শুভাপ্রসন্ন, সুজিত বসু, লীনা গঙ্গোপাধ্যায় এবং আরও বিশিষ্ট মানুষেরা।
advertisement
7/8
এত বড় উৎসবে ইমনের সঙ্গী অবশ্যই ওঁর স্বামী নীলাঞ্জন আর কিছু কাছের মানুষ। ওঁদের নিরলস চেষ্টায় লিলুয়ার মানুষ বসন্ত উৎসবের সাক্ষী হয়।
advertisement
8/8
নাচে-গানে-রঙে এ বছরও রাঙিয়ে দিয়ে গেল ইমনের বসন্ত উৎসব।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Iman Chakraborty: দোলের আগেই রাঙিয়ে দিল ইমনের বসন্ত উৎসব, মঞ্চে চাঁদের হাট, এলেন কারা? দেখে নিন ছবি
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল