Ileana D'Cruz: বিয়ে না করেই ইলিয়ানার সন্তানপ্রসব? রহস্য়ময় পুরুষের সঙ্গে কী সম্পর্ক নায়িকার? প্রকাশ্যে নয়া তথ্য!
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Ileana D'Cruz: গত ১ অগাস্ট, মঙ্গলবার, পুত্রসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। চারদিন পর শনিবার সেই সুখবর ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে। ইনস্টাগ্রামে একরত্তির ছবিও পোস্ট করেছেন।
advertisement
1/9

গত এপ্রিলে অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনার পর থেকেই খবরের শিরোনামে ইলিয়ানা ডিক্রুজ। সকলেরই একটি প্রশ্ন, সন্তানের বাবা কে? কিন্তু মুখে কুলুপ এঁটেছিলেন নায়িকা।
advertisement
2/9
প্রবল কটাক্ষ সহ্য করে চুপ করেছিলেন নায়িকা। বারবার তাঁকে প্রশ্ন করা হত. বিয়ে না করে সন্তানের জন্ম দিচ্ছেন কিনা, কেন এমন সিদ্ধান্ত? তিনি কি সিঙ্গল মাদার হিসেবে সন্তানকে বড় করবেন?
advertisement
3/9
এরই মাঝে গত ১ অগাস্ট, মঙ্গলবার, পুত্রসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। চারদিন পর শনিবার সেই সুখবর ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে। ইনস্টাগ্রামে একরত্তির ছবিও পোস্ট করেছেন। ইলিয়ানা ছেলের নাম কোয়া ফিনিক্স ডোলান।
advertisement
4/9
মাতৃত্বকালীন সমস্ত খুঁটিনাটির কথা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেও সন্তানের বাবার পরিচয় নিয়ে লুকোচুরি খেলছেন ইলিয়ানা। তবে গতমাসে ‘ডেট নাইট’-এর ছবিতে খানিক পর্দাফাঁস করেছিলেন তিনি।
advertisement
5/9
বিদেশি পুরুষের সঙ্গে ছবি দিয়েছিলেন ইলিয়ানা। যেখানে তাঁর মুখ স্পষ্ট ছিল। ভক্তদের মনে প্রশ্ন জাগে, তবে কি এই পুরুষই তাঁর সন্তানের বাবা? তবে ছেলের নাম প্রকাশের পর সেই সন্দেহের অবসান।
advertisement
6/9
সম্প্রতি এক সংবাদমাধ্যমের চাঞ্চল্যকর খবর, মাইকেল ডোলান বলে এক পুরুষের সঙ্গে ইলিয়ানার নাকি বিয়ে হয়ে গিয়েছে গত মে মাসের ১৩ তারিখ।
advertisement
7/9
রিপোর্টে এও বলা হয়েছে, এর আগে ইলিয়ানা ব্রাইডাল গাউনে একটি ছবি পোস্ট করেছিলেন, কিন্তু সেই ছবি তাঁর বিয়ের, নাকি কোনও ফোটোশ্যুটের, সে বিষয়ে স্পষ্ট তথ্য মেলেনি। ছবিটি কোথায় তোলা, তাও জানা যায়নি।
advertisement
8/9
গত জুন মাসে মাইকেলের সঙ্গে একটি অস্পষ্ট ছবি শেয়ার করে ইলিয়ানা জানিয়েছিলেন, তাঁর সঙ্গী সমস্ত মুহূর্তে তাঁর পাশে রয়েছেন। সেই থেকে স্পষ্ট হয়েছিল, সন্তানের বাবা ইলিয়ানার সঙ্গ ছাড়েননি।
advertisement
9/9
ইলিয়ানা সিঙ্গল মাদার হিসেবে সন্তানকে বড় করে তুলবেন না। মাইকেল রয়েছেন তাঁর সঙ্গে। কিন্তু রিপোর্টে মাইকেলকে তাঁর স্বামী বলা হলেও কোথাও তার পরিচয় সম্পর্কে কিছুই জানা যায়নি।