Bollywood Gossip: ছেলের বয়স ১৪ মাস... বাবার পরিচয় অজানা! ফের মা হতে চলেছেন রণবীর কাপুরের নায়িকা... বলিপাড়ায় 'ফিসফাস'
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
তবে ব্যক্তিগত জীবনে বেশ গুছনো তিনি। ২০২৩ সালের এপ্রিলে এই অভিনেত্রী প্রথমবার মা হওয়ার কথা ঘোষণা করেন। রহস্য ছিল তাঁর স্বামীর পরিচয় ঘিরেই। তাঁর সন্তানের বয়স ১৮ মাস। তার মাঝেই দ্বিতীয়বার মা হতে চলেছেন এই নায়িকা।
advertisement
1/8

*ইলিয়ানা ডি'ক্রুজ: সুপারহিট ছবি 'বরফি' দিয়ে বলিউডে পা রাখেন ইলিয়ানা ডি'ক্রুজ৷ এরপর অনেক বড় বড় ছবিতে অভিনয় সফল অভিনেত্রী হিসেবে তাঁকে এখনও প্রথম সারিতে রাখা যায়নি। নিন্দকেরা বলেন, নিজেকে প্রতিষ্ঠিত করতে এখনও কঠোর পরিশ্রম করে যাচ্ছেন ইলিয়ানা৷
advertisement
2/8
তবে ব্যক্তিগত জীবনে বেশ গুছনো তিনি। ২০২৩ সালের এপ্রিলে এই অভিনেত্রী প্রথমবার মা হওয়ার কথা ঘোষণা করেন। রহস্য ছিল তাঁর স্বামীর পরিচয় ঘিরেই। তাঁর সন্তানের বয়স ১৮ মাস। তার মাঝেই দ্বিতীয়বার মা হতে চলেছেন এই নায়িকা।
advertisement
3/8
যৌনতা এবং যৌনজীবন নিয়ে বরবারই স্পষ্টবক্তা ইলিয়েনা ডি’ ক্রুজ। এর আগে বলিউড নায়িকা বলেছিলেন যৌনতায় তিনি তৃপ্তি পান। যৌনতা তাঁকে তরুণ রাখে এবং যৌনতা নিয়ে প্রকাশ্যে কথা বলতেও তাঁর দ্বিধা নেই। ফলে সুন্দরী এই বলিউড নায়িকা সাহসিনীও নিজের মতামত প্রকাশ করার দিক থেকে।
advertisement
4/8
মুম্বইয়ে ১৯৮৭ সালের ১ নভেম্বর জন্ম ইলিয়েনার। তাঁর বাবা ছিলেন আইনজীবী। মা রিলেশনশিপ ম্যানেজার হিসেবে চাকরি করতেন হোটেলে। ১০ বছর বয়সে বাবা মায়ের সঙ্গে তিনি চলে যান গোয়ায়। পরবর্তীতে কাজের সূত্রে ফের আসেন মুম্বইয়ে। বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ শুরু করেন তিনি।
advertisement
5/8
বিজ্ঞাপনে মডেলিংয়ের হাত ধরেই আসে ছবিতে অভিনয়ের সুযোগ। ২০০৬ সালে তিনি সুযোগ পান দক্ষিণী ইন্ডাস্ট্রিতে অভিনয়ে। সে বছরই মু্ক্তি পায় তাঁর প্রথম ছবি, তেলুগু ইন্ডাস্ট্রিতে ‘দেবদাসু’। বক্স অফিসে সফল হয় তাঁর প্রথম ছবি।
advertisement
6/8
তবে তিনি জনপ্রিয়তার শিখরে ওঠেন বরফি ছবি দিয়ে।
advertisement
7/8
মুক্তির পরেই প্রচুর পুরস্কার জিতে নিয়েছিল ‘বরফি’। এই ছবিতে অভিনয়ের জন্য বেস্ট অ্যাক্টর ক্যাটাগরিতে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতেছিলেন রণবীর কাপুর। এমনকী ট্রেন্ডসেটার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড জিতে নিয়েছিল ‘বরফি’। রনি স্ক্রুওয়ালা জিতেছিলেন বেস্ট ফিল্ম, ইলিয়ানা ডিক্রুজ জিতেছিলেন বেস্ট ডেবিউ অ্যাকট্রেস অ্যাওয়ার্ড, প্রীতম জিতেছিলেন বেস্ট মিউজিক ডিরেক্টর-বেস্ট ব্যাকগ্রাউন্ড স্কোর অ্যাওয়ার্ড।
advertisement
8/8
মে মাসেই ইলিয়ানার কোলে আসবে তাঁর দ্বিতীয় সন্তান। আপাতত প্রেগন্যান্সির দ্বিতীয় পর্যায়ে রয়েছেন তিনি।