TRENDING:

Ibrahim Ali Khan: সইফের থেকেও বেশি সইফের মতো দেখতে! বড় ছেলে ইব্রাহিম জন্ম থেকে ভুগছে কঠিন রোগে, কী হয়েছে জানেন?

Last Updated:
Ibrahim Ali Khan: সইফ আলি খান ও অমৃতা সিংয়ের ছেলে ইব্রাহিম আলি খান। কিছুদিন আগেই বলিউডে পা রেখেছেন ইব্রাহিম আলি খান। তিনিই ভুগছেন কঠিন অসুখে, জানুন
advertisement
1/10
সইফের থেকেও বেশি সইফের মতো দেখতে! ছেলে ইব্রাহিম জন্ম থেকে ভুগছে কঠিন রোগে, কী হয়েছে জানেন?
সইফ আলি খান ও অমৃতা সিংয়ের ছেলে ইব্রাহিম আলি খান। কিছুদিন আগেই বলিউডে পা রেখেছেন ইব্রাহিম।
advertisement
2/10
বাবা, দিদি, মায়ের দেখানো পথে হেঁটেই বলিউডে পা রেখেছেন ইব্রাহিম। যদিও তাঁর প্রথম ছবি তুমুল ভাবে ফ্লপ।
advertisement
3/10
ইব্রাহিম সম্প্রতি তাঁর জীবনের এক কঠিন অসুখের কথা জানিয়েছেন। জানালেন ছোট থেকেই তাঁর কানে শোনার সমস্যা ছিল।
advertisement
4/10
ইব্রাহিম আলি খান ও খুশি কাপুর অভিনীত নাদানিয়া ছবি মুক্তির পরই কটাক্ষের মুখে পড়তে হয় তাঁকে। কিন্তু এটা কি জানেন তাঁর কথা বলায় সমস্যা রয়েছে?
advertisement
5/10
সম্প্রতি একটি সাক্ষাৎকারে তেমনটাই জানিয়েছেন ইব্রাহিম। জানিয়েছেন ছোটবেলার সেই সমস্যা এখনও পুরোপুরি ঠিক হয়নি।
advertisement
6/10
GQ কে দেওয়া একটি সাক্ষাৎকারে ইব্রাহিম আলি খান জানিয়েছেন তাঁর ছোটবেলায় জন্ডিস হয়েছিল। আর সেটার জন্যই তাঁর কথা বলায় সমস্যা রয়েছে।
advertisement
7/10
শুধু তাই নয়, কানেও কম শোনেন ইব্রাহিম।
advertisement
8/10
তাঁর কথায়, 'আমার জন্মের পরই আমার জন্ডিস হয়। গুরুতর ছিল বিষয়টা। আর এটা আমার ব্রেনকে ক্ষতি করে। আমি শ্রবণ শক্তি কিছুটা হারিয়ে ফেলি। শুধু তাই নয়, আমার কথা বলার উপরেও সেটার প্রভাব পড়ে।'
advertisement
9/10
তবে ইব্রাহিম আলি খান জানিয়েছেন তিনি তাঁর এই সমস্যা ঠিক করার জন্য গত কয়েক বছর ধরে দারুণ পরিশ্রম করছেন। কথা বলাকে আরও উন্নত করার চেষ্টা করছেন।
advertisement
10/10
সইফ পুত্রের কথায়, 'আমি যখন ছোট ছিলাম তখন থেকেই আমায় কথা বলা নিয়ে কাজ করছি, আরও কীভাবে সেটা ঠিক করা যায় সেটার চেষ্টা করছি। থেরাপিস্ট, কোচদের সাহায্য নিয়েছি। এখনও পুরোটা ঠিক হয়নি। কিন্তু আমি চেষ্টা করছি ঠিক করার।'
বাংলা খবর/ছবি/বিনোদন/
Ibrahim Ali Khan: সইফের থেকেও বেশি সইফের মতো দেখতে! বড় ছেলে ইব্রাহিম জন্ম থেকে ভুগছে কঠিন রোগে, কী হয়েছে জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল