একে অপরেতে মশগুল, বুঁদ নিজেদের নিয়ে...হৃতিক-সাবার মিষ্টি প্রেমের ছবি ভাইরাল
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
চলতি বছরের শুরুর দিক থেকে হৃতিক ও সাবাকে একসঙ্গে দেখা যাচ্ছে।
advertisement
1/7

হৃতিক রোশন ও সাবা আজাদের প্রেমকাহিনি নিয়ে বলিউডে চর্চা তুঙ্গে! ইদানীং তাঁরা প্রায় সব জাআয়গাতেই জুটিতে যান। নতুন প্রেমিকাকে কখনই লোকচক্ষুর আড়ালে রাখতে চাননি ডুগ্গু, বরং সাবাকে বরাবরই প্রকাশ্যে এনেছেন।
advertisement
2/7
সম্প্রতি মুম্বইয়ে নিজের রূপটান শিল্পীর এনগেজমেন্ট-এর অনুষ্ঠানে সাবাকে নিয়ে গিয়েছিলেন হৃতিক। সেখানে সকলের সঙ্গে প্রেমিকার আলাপ-ও করিয়ে দিলেন তিনি
advertisement
3/7
রিচা চড্ডা ও অভিনেতা আলি ফজলের বিয়ের অনুষ্ঠানেও এক সঙ্গে দেখা গিয়েছিল হৃতিক ও সাবাকে।
advertisement
4/7
এই বছর দীপাবলি সুজান নন, বান্ধবী সাবার সঙ্গেই কাটিয়েছেন হৃতিক
advertisement
5/7
চলতি বছরের শুরুর দিক থেকে হৃতিক ও সাবাকে একসঙ্গে দেখা যাচ্ছে।
advertisement
6/7
২০০০ সালে সুজানের সঙ্গে বিয়ে হয়েছিল হৃতিকের। ১৩ বছর সংসার করার পর ২০১৩ সালে তাঁরা বিচ্ছেদ ঘোষণা করেন। তাঁদের দুই পুত্রসন্তান রয়েছে।
advertisement
7/7
সদ্য মুক্তি পেয়েছে হৃতিকের ‘বিক্রম বেদা’। ছবিটি নিয়ে সমালোচক মহলে মিশ্র প্রতিক্রিয়া। আগামীতে তাঁকে দেখা যাবে দীপিকা পাড়ুকোনের বিপরীতে ‘ফাইটার’ ছবিতে