Anamika-Uday Wedding: সামাজিক বিয়ে কবে? জানালেন উদয়! সঙ্গে উপস্থিত ইন্ড্রাস্টির এই বিশেষ বন্ধু! কে তিনি? জানুন
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
নিউজ ১৮ বাংলা ডটকমকে দেওয়া সাক্ষাৎকারে উদয় প্রতাপ বলেন "আইনি ভাবে সাক্ষর করে বিয়ে করেছি আমরা। হয়েছে সিঁদুরদান এবং মালাবদল। সঙ্গে হয়েছে আংটি বদলও। শেষে ছিল কেক কাটিং সেরিমনিও।"
advertisement
1/7

গাঁটছড়া বাঁধলেন উদয়-অনামিকা। অবশেষে পরিণতি পেল আড়াই বছরের প্রেম। বিয়ের মরশুমে মালাবদল সারলেন টলিপাড়ার অন্যতম জনপ্রিয় জুটি অনামিকা চক্রবর্তী ও উদয় প্রতাপ সিং। ছবি: সোশ্যাল মিডিয়া।
advertisement
2/7
বহুদিন ধরেই ২৮ জুন তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে নিউজ ১৮ বাংলা ডটকমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা উদয় প্রতাপ তাতে শিলমোহর দেন। সেইমতো ২৮ জুন বুধবার বিয়ে সেরেছেন 'এখানে আকাশ নীল' খ্যাত হিয়া অর্থাৎ অভিনেত্রী অনামিকা এবং 'নিম ফুলের মধু'র চয়ন ওরফে উদয় প্রতাপ।
advertisement
3/7
নিউজ ১৮ বাংলা ডটকমকে দেওয়া সাক্ষাৎকারে উদয় প্রতাপ বলেন "আইনি ভাবে সাক্ষর করে বিয়ে করেছি আমরা। হয়েছে সিঁদুরদান এবং মালাবদল। সঙ্গে হয়েছে আংটি বদলও। শেষে ছিল কেক কাটিং সেরিমনিও।" ছবিঃ সোশ্যাল মিডিয়া।
advertisement
4/7
কবে সামাজিক ভাবে বিয়ের পরিকল্পনারা? প্রশ্ন করলে উদয়ের উত্তর "এখনও আমরা সেই ভাবে কিছু ভাবিনি, মোটামুটি সামনের বছরের শেষ দিকে হয়তো সামাজিক ভাবে বিয়ে সারব। তবে সবটাই ভাবনা চিন্তার পর্যায়।"
advertisement
5/7
তিনি জানান খুব ঘরোয়া ভাবে অনামিকা ও তাঁর পরিবারের সকলকে নিয়ে হয়েছে অনুষ্ঠান। সঙ্গে উপস্থিত ছিলেন অনামিকার কাছে কিছু বন্ধুবান্ধব। ছবিঃ সোশ্যাল মিডিয়া।
advertisement
6/7
ইন্ড্রাস্ট্রি থেকে কেবল উপস্থিত ছিলেন রবি শ'। অনামিকা পরিবার ও বন্ধুদের সঙ্গে তোলা নানা ছবি স্যোশাল মিডিয়ায় পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন 'নো ওয়ান কেন রিপ্লেস ইউ গাইস! নো ওয়ান! থ্যাঙ্ক ইউ ফর মেকিং আওয়ার ডে শো স্পেশাল, ইচ ওয়ান অফ ইউ! মাই ফ্রেন্ডস, মাই ফ্যামিলি! লাভ ইউ অল!'
advertisement
7/7
পাশাপাশি বুধবার গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় বিয়ের বিশেষ মুহূর্তের নানা ছবি শেয়ার করেছেন তাঁরা। সেখানে দেখা গিয়েছে উদয় স্ত্রীকে আলিঙ্গন করে পোজ দিয়েছে। আবার কখনও তাঁর কপালে এঁকে দিয়েছেন চুমু। ক্যাপশনে লিখেছেন, 'টু নিউ বিগিনিংস! চিয়ার্স টু আস! উই মেড ইট।' ছবিঃ সোশ্যাল মিডিয়া।