জানেন, রাণু মণ্ডল এখন কত টাকার মালিক!
Last Updated:
স্টেশনে গান গাইতেন৷ সেই ভিডিও ভাইরাল হয়েছিল৷ কিন্তু ভাগ্যের চাকা ঘুরে তিনি এখন বলিউডের গায়িকা৷
advertisement
1/8

ক’দিনেই খ্যাতির চূড়ায় রাণু মণ্ডল৷ তাকে নিয়ে শোরগোল পড়ে গিয়েছে দেশজুড়ে৷ তিনি এখন ভীষণভাবেই ভাইরাল৷
advertisement
2/8
স্টেশনে গান গাইতেন৷ সেই ভিডিও ভাইরাল হয়েছিল৷ কিন্তু ভাগ্যের চাকা ঘুরে তিনি এখন বলিউডের গায়িকা৷ যিনি দিন-আনা, দিন-খাওয়া ভাবে নিজের জীবন চালাতেন তিনিই এখন তারকা৷ স্বাভাবিক রোজগারও বৃদ্ধি পাওয়ার কথা তার৷
advertisement
3/8
মুম্বইয়ে গিয়ে তিনি হিমেশ রেশমিয়ার সঙ্গে গান গেয়েছেন৷ সেই গান শোনা যাবে হ্যাপি হার্ডি এন্ড হীর ছবিতে৷
advertisement
4/8
এই গান গাইবার জন্য হিমেশ রেশমিয়া রাণুদিকে ৭ লক্ষ টাকা দিতে চেয়েছিলেন৷ কিন্তু তিনি সেই টাকা তিনি নিতে চাননি৷
advertisement
5/8
যিনি রাণু মণ্ডলের গান রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিলেন সেই অতীন্দ্র চক্রবর্তী এখন সর্বক্ষণ রাণুর পাশা রয়েছেন৷ তিনিই জানালেন প্রিয় রাণুদির উপার্জনের কথা৷
advertisement
6/8
অতীন্দ্র জানিয়েছেন, হিমেশ যে পারিশ্রমিক দিতে চেয়েছিলেন রাণুকে সেটা রাণু নেননি৷ কারণ এত বড় সুযোগ পাওয়াই খুব বড় কথা৷ মুম্বইয়ে গান গাইতে পারছেন রাণু এটাই বড় সম্মান তার জন্য৷ বলেছেন অতীন্দ্র৷
advertisement
7/8
তিনি আরও জানিয়েছেন যে সলমন খান রাণুকে ৫৫ লক্ষ টাকার ফ্ল্যাট দিয়েছে এমন খবরও ভুয়ো৷ এর কোনও ভিত্তিই নেই৷ অতীন্দ্র জানিয়েছেন যে এমন কোনও প্রস্তাব সলমনের থেকে আসেনি৷
advertisement
8/8
অতীন্দ্র আরও জানিয়েছেন যে টাকা পয়সার প্রসঙ্গ এখনই আসে না৷ কারণ আপাতত সাধারণ মানুষ যেভাবে রাণুকে পছন্দ করেছেন বা ভালবাসেন সেটার কোনও মূল্য হয় না৷