TRENDING:

Forbes 2020: বিশ্বের হায়েস্ট পেইড সেলিব্রিটি এখন কাইলি জেনার

Last Updated:
ফোর্বস ম্যাগাজিনের তালিকা বলছে যে কাইলি জেনারের সারা বছরে উপার্জন ৫৪০ মিলিয়ন ডলার
advertisement
1/6
Forbes 2020: বিশ্বের হায়েস্ট পেইড সেলিব্রিটি এখন কাইলি জেনার
অবশেষে ফোর্বস ম্যাগাজিন স্বীকার করে নিতে বাধ্য হল যে কাইলি জেনারই ২০২০ সালের সব চেয়ে বেশি উপার্জনশীল ব্যক্তিত্ব! দেরি হল ঠিকই, মাঝখানে বেশ একচোট ঝগড়াও হয়ে গেল দুই পক্ষের মধ্যে! তবে ওই, সব ভালো যার শেষ ভালো! কথা হল, কী নিয়ে ঠিক ঝগড়া বেঁধে গিয়েছিল কাইলি জেনার (Kylie Jenner) আর ফোর্বস ম্যাগাজিনের মধ্যে?
advertisement
2/6
খবর বলছে যে ফোর্বস (Forbes) ম্যাগাজিন না কি প্রথমে কাইলি জেনারকে বিলিওনিয়ারদের তালিকায় রাখতেই চায়নি! তাদের মনে হয়েছিল যে এই তারকার উপার্জন সম্পর্কে যে সব তথ্য প্রকাশ্যে আসছে, তা অনেকটাই বাড়িয়ে বলা হচ্ছে, আসলে তাঁর উপার্জন এর চেয়ে ঢের কম!
advertisement
3/6
কেন ফোর্বস ম্যাগাজিনের এরকম ধারণা হল, তা অবশ্য স্পষ্ট নয়। কিপিং আপ উইথ দ্য কার্দাসিয়ানস (Keeping Up With the Kardashians) শো তো আছেই, সঙ্গে আছে প্রসাধনী ব্যবসাও। পাশাপাশি, ইনস্টাগ্রাম (Instagram) মারফত সোশ্যাল মিডিয়াতেও বেশ ডাকসাইটে একটা জায়গা দখল করে রয়েছেন কাইলি জেনার! ফলে তাঁর আর যার অভাব থাক, টাকা কম থাকার কম নয়।
advertisement
4/6
কিন্তু ফোর্বস ম্যাগাজিন তাও যখন এ হেন অপবাদ দিল কাইলি জেনারের নামে, মাথা ঠিক রাখতে পারেননি তিনি। প্রাথমিক ভাবে অবশ্য চুপচাপই ছিলেন কাইলি জেনার। নিজস্ব উকিলকে দিয়ে তাঁর যাবতীয় ট্যাক্স রিটার্নের কাগজপত্র পাঠিয়েছিলেন ফোর্বস ম্যাগাজিনের দফতরে। কিন্তু সেটা নিয়েও ভুরু কপালে তুলল সংস্থা, তখন আর চুপ করে থাকা সম্ভব হয়নি কাইলি জেনারের পক্ষে।
advertisement
5/6
এর পরের ঘটনা মোটের উপরে প্রত্যাশিতই! নিজের সোশ্যাল মিডিয়া (Social Media) হ্যান্ডল থেকে ফোর্বস ম্যাগাজিনকে তুলোধোনা করতে শুরু করেন কাইলি জেনার। অবশেষে সব দিক খতিয়ে দেখে সংস্থা তাদের ভুল স্বীকার করে নিতে বাধ্য হয়েছে।
advertisement
6/6
আপাতত ফোর্বস ম্যাগাজিনের তালিকা বলছে যে কাইলি জেনারের সারা বছরে উপার্জন ৫৪০ মিলিয়ন ডলার। এর ঠিক পরেই আছেন কেনিয়ে ওয়েস্ট (Kanye West) ১৭০ মিলিয়ন ডলার, রজার ফেডেরার (Roger Federer) ১০৬ মিলিয়ন ডলার, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) ১০৫ মিলিয়ন ডলার এবং লিওনেল মেসি (Lionel Messi) ১০৫ মিলিয়ন ডলার বছর পিছু উপার্জনের নিরিখে!
বাংলা খবর/ছবি/বিনোদন/
Forbes 2020: বিশ্বের হায়েস্ট পেইড সেলিব্রিটি এখন কাইলি জেনার
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল