Hoichoi Webseries 2026: নতুন বছরেই কনটেন্টের মহাযজ্ঞ! থ্রিল, রহস্য, নারীর লড়াই-২০২৬-এ হইচইয়ে কী কী আসছে?
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Hoichoi Webseries 2026: ২০২৬ সালের শুরুতেই জমজমাট কনটেন্টের পসরা সাজিয়ে ফেলল বাংলার জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচই (Hoichoi)। এই তালিকায় রয়েছে দর্শকপ্রিয় ৬টি জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির নতুন সিজন এবং ৬টি একেবারে নতুন মৌলিক গল্প।
advertisement
1/14

২০২৬ সালের শুরুতেই জমজমাট কনটেন্টের পসরা সাজিয়ে ফেলল বাংলার জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচই (Hoichoi)। এই তালিকায় রয়েছে দর্শকপ্রিয় ৬টি জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির নতুন সিজন এবং ৬টি একেবারে নতুন মৌলিক গল্প।
advertisement
2/14
থ্রিলার, সামাজিক বাস্তবতাভিত্তিক গল্প, লোককথা থেকে অনুপ্রাণিত কাহিনি থেকে শুরু করে অনুসন্ধানমূলক ড্রামা—সব মিলিয়ে ২০২৬-এর কনটেন্ট স্লেট যে বৈচিত্র্য ও গভীরতায় ভরপুর, তা বলাই বাহুল্য। বাংলা ছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্তের দর্শকদের কথা মাথায় রেখেই এই সিরিজগুলির পরিকল্পনা করা হয়েছে বলে জানানো হয়েছে।
advertisement
3/14
ফিরছে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিগুলি২০২৬ সালে হইচইয়ে ফিরছে একাধিক দর্শকপ্রিয় সিরিজ—কালরাত্রি ২ (স্ট্রিমিং ৯ জানুয়ারি থেকে)পরিচালক: অয়ন চক্রবর্তী | অভিনয়ে: সৌমিতৃষা
advertisement
4/14
নিকষ ছায়া ২ (স্ট্রিমিং ২৩ জানুয়ারি থেকে)পরিচালক: সায়ন্তন ঘোষাল | অভিনয়ে: চিরঞ্জিৎ চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, অনিন্দিতা বোস
advertisement
5/14
মন্টু পাইলট ৩পরিচালক: দেবালয় ভট্টাচার্য | অভিনয়ে: সৌরভ দাস, সোলাঙ্কি রায়
advertisement
6/14
এখন বাবু: পুরুলিয়া-এ-পাকড়াওপরিচালক: জয়দীপ মুখোপাধ্যায় | অভিনয়ে: অনির্বাণ চক্রবর্তী
advertisement
7/14
অ্যাডভোকেট অচিন্ত্য আইচ ৩পরিচালক: জয়দীপ মুখোপাধ্যায় | অভিনয়ে: ঋত্বিক চক্রবর্তী
advertisement
8/14
বীরাঙ্গনা ২পরিচালক: নির্ঝর মিত্র | অভিনয়ে: সন্দীপ্তা সেন
advertisement
9/14
নতুন গল্পেও ভরসা হইচইয়েরএছাড়াও ছয়টি নতুন অরিজিনাল সিরিজ নিয়ে আসছে হইচই—আদালত ও একটি মেয়েপরিচালক: কমলেশ্বর মুখোপাধ্যায় | অভিনয়ে: কৌশানি মুখোপাধ্যায়
advertisement
10/14
ঠাকুমার ঝুলিপরিচালক: অয়ন চক্রবর্তী | অভিনয়ে: শ্রাবন্তী চট্টোপাধ্যায়
advertisement
11/14
রক্তফলকপরিচালক: পরমব্রত চট্টোপাধ্যায় | অভিনয়ে: শাশ্বত চট্টোপাধ্যায়
advertisement
12/14
কুইন্সপরিচালক: নির্ঝর মিত্র | অভিনয়ে: মিমি চক্রবর্তী
advertisement
13/14
গোয়েন্দা আদিত্য মজুমদারপরিচালক: অরিত্র সেন | অভিনয়ে: পরমব্রত চট্টোপাধ্যায়
advertisement
14/14
কুহেলিপরিচালক: অদিতি রায় | অভিনয়ে: ঋদ্ধিমা ঘোষ, সুস্মিতা দে, অঙ্গনা রায়