'গুরবিনা'র মেয়ে লিয়ানার প্রথম গণেশ চতুর্থী, রাকেশ-ঋত্বিক ঠাকুর বানালেন নিজে হাতে
- Published by:Teesta Barman
Last Updated:
রাকেশের মতো ঋত্বিক ধনজানিও নিজের হাতে গণেশ ঠাকুরটি বানিয়েছেন। বাড়িতে গণেশ পুজোর আনন্দ মুহূর্তের ছবি পোস্ট করেছেন তিনি।
advertisement
1/10

সাড়ে চার মাসের ছোট্ট লিয়ানাকে সঙ্গে নিয়ে গণেশ পুজোয় মাতলেন বঙ্গতনয়া দেবিনা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে তাঁর স্বামী গুরমিত চৌধুরি। তারকা দম্পতি এখন তাঁদের দ্বিতীয় সন্তানের অপেক্ষায়।
advertisement
2/10
নায়িকা এবং গায়কের বাড়িতেও এ বার মহা ধূমধামে গণেশ ঠাকুর আনা হল। দিশা পারমার এবং রাহুল বৈদ্য নীলে সাজে সেজেছেন এই উপলক্ষে।
advertisement
3/10
নিজের হাতে গণেশের মূর্তি বানিয়েছেন 'বিগ বস' তারকা রাকেশ বাপাট। মাসখানেক আগেই বিচ্ছেদ হয়েছে তাঁর এবং শমিতা শেট্টি। তার অনেক দিন বাদে তাঁকে হাসিমুখে পোজ দিতে দেখা গেল।
advertisement
4/10
তারকা দম্পতি রুবিনা দিলায়েক এবং অভিনব শুক্লা সাদা পোশাকে সেজে নিজেদের বাড়ির গণেশ মণ্ডপের সামনে পুজো দিচ্ছেন।
advertisement
5/10
করিশ্মা তন্না এবং তাঁর স্বামী বরুণ বাঙ্গেরা তাঁদের বাড়িতেউ গণেশ পুজোর মহা আয়োজন করেছেন। সেলফিতে ধরা পড়ল তাঁদের প্রেম এবং মণ্ডপও।
advertisement
6/10
রাকেশের মতো ঋত্বিক ধনজানিও নিজের হাতে গণেশ ঠাকুরটি বানিয়েছেন। বাড়িতে গণেশ পুজোর আনন্দ মুহূর্তের ছবি পোস্ট করেছেন তিনি।
advertisement
7/10
প্রিন্স নারুলা এবং তাঁর প্রেমিকা যুবিকা চৌধুরি তাঁদের ঠাকুর ঘরেই গণেশ ঠাকুরের মূর্তি স্থাপন করেছেন। ছবি দিলেন গণেশ চতুর্থীর।
advertisement
8/10
দু'টি গণেশের মূর্তি পুজো হল শ্রদ্ধা আর্যার বাড়িতে। লাল লহেঙ্গায় সেজে একগাল হাসি নিয়ে ক্যামেরায় পোজ দিয়েছেন অভিনেত্রী।
advertisement
9/10
বেগুনি রঙের ফুল দিয়ে সাজানো মস্ত এক মণ্ডপে গণেশ পুজো। উপস্থিত ছিলেন টেলি অভিনেতা অর্জুন বিজলানি।
advertisement
10/10
সম্ভাবনা শেঠ এবং তাঁর স্বামী অবিনাশ দ্বিবেদী নিজেদর বাড়িতে গণেশ চতুর্থীর মহা আয়োজন করেছিলেন। ছবি দিলেন পুজোর।