Actress Marries Friend's Husband: 'বর চুরির' অভিযোগ নায়িকার বিরুদ্ধে! বান্ধবীর স্বামীর সঙ্গে প্রেম, ২২ বছরের সুখের সংসার ভেঙে জনপ্রিয় গায়ককে বিয়ে অভিনেত্রীর, চুটিয়ে করছেন ছবি পোস্ট
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
কোমল এ নিয়ে কখনই কোনও সন্দেহ করেননি। দুজনের মধ্যে সম্পর্ক তৈরি হলেও তা কোমল জানতে পারতেন না।
advertisement
1/10

রামানন্দ সাগরের 'রামায়ণ' ধারাবাহিক অত্যন্ত জনপ্রিয় ছিল। এছাড়াও তাঁর তৈরি 'শ্রী কৃষ্ণ'ও ধারাবাহিক দারুণ হিট। এই ধারাবাহিকটি ১৯৯৩ থেকে ১৯৯৭ পর্যন্ত টিভিতে চলে। ধারাবাহিকে যাঁরা অভিনয় করতেন, সেই সব অভিনেতারাও পরিচিতি পান। এই সিরিয়ালে সুভদ্রার চরিত্রে অভিনয় করেছিলেন সোনিয়া কাপুর৷ অভিনেত্রীর বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ ওঠে বন্ধুর স্বামীর সঙ্গে চুটিয়ে প্রেমের! বন্ধুর স্বামীর সঙ্গেই মন দেওয়া নেওয়া চলেছিল তাঁর!
advertisement
2/10
বেশ আলোচিত হয়েছিল বিষয়টি। বন্ধুর ঘর ভেঙে তাঁরই স্বামীকে বিয়ে করেন অভিনেত্রী৷ টিভিতে সুভদ্রার চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী সোনিয়া কাপুর৷ তাঁর বন্ধুর স্বামী হিমেশ রেশমিয়া, এবং সোনিয়ার জন্যই হিমেশের আগের ২২ বছরের ঘর ভাঙে৷
advertisement
3/10
সোনিয়া কাপুর খুবই গ্ল্যামারাস অভিনেত্রী। সোনিয়া সোশ্যাল মিডিয়াতেও খুব সক্রিয়৷
advertisement
4/10
২০১৮ সালে সোনিয়া সঙ্গীত প্রযোজক এবং গায়ক হিমেশ রেশমিয়াকে বিয়ে করেন। এটি সোনিয়ার প্রথম বিয়ে হলেও হিমেশের দ্বিতীয় বিয়ে। সোনিয়ার আগে কোমল ছিলেন হিমেশের স্ত্রী৷
advertisement
5/10
যে সময় হিমেশ খুব বেশি পরিচিত ছিলেন না, সেই সময় কোমলকে বিয়ে করেন তিনি৷ ১৯৯৫ সালে বিয়ে করেন হিমেশ-কোমল। কিন্তু হিমেশের জীবনে সোনিয়া আসার পরই কোমলের সঙ্গে বিয়ে ভাঙে৷ ২০১৭ সালে কোমলের সঙ্গে ২২ বছরের বিয়ে ভেঙে দেন হিমেশ।
advertisement
6/10
প্রথম স্ত্রী কোমলের জন্যই হিমেশের জীবনে আসেন সোনিয়া৷ আসলে সোনিয়া ছিলেন কোমলের বন্ধু। হিমেশ ও সোনিয়ার পরিবারও একই ভবনে থাকত।
advertisement
7/10
সোনিয়া সেই সময়ে অনেক টিভি শোতে কাজ করতেন এবং কোমলের সঙ্গে বন্ধুত্বের কারণে তিনি প্রায়ই হিমেশের বাড়িতে যেতেন।
advertisement
8/10
কোমলই সোনিয়াকে হিমেশের সঙ্গে পরিচয় করিয়ে দেন। বউয়ের বন্ধুর সঙ্গেই প্রেম হয় হিমেশের৷ ২০০৬ থেকে তাঁদের প্রেম। কিন্তু, কোমল এ নিয়ে কখনই কোনও সন্দেহ করেননি। দুজনের মধ্যে সম্পর্ক তৈরি হলেও তা কোমল জানতে পারতেন না।
advertisement
9/10
কিন্তু, কোমল এ নিয়ে কখনই কোনও সন্দেহ করেননি। দুজনের মধ্যে সম্পর্ক তৈরি হলেও তা কোমল জানতে পারতেন না।
advertisement
10/10
২০১৭ সালে কোমলকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেন হিমেশ। তখনই কোমল জানতে পারেন বন্ধুর সঙ্গে তাঁর স্বামীর প্রেমের কথা৷ হিমেশ কোমলের বিবাহ বিচ্ছেদ হয় এবং তারপর ২০১৮ সালে সোনিয়াকে বিয়ে করেন।