TRENDING:

Highest paid singers : একটি গানের জন্যই আকাশছোঁয়া পারিশ্রমিক! বলিউডের ৯ হায়েস্ট পেড শিল্পীদের চিনে নিন

Last Updated:
Highest paid singers : লিউডের এই প্লেব্যাক গায়ক-গায়িকাদের মধ্যে হায়েস্ট-পেড কে? একটি গান প্লেব্যাক করতে কে কত টাকা নেন, তাও জেনে নিন।
advertisement
1/10
একটি গানের জন্যই আকাশছোঁয়া পারিশ্রমিক! বলিউডের ৯ হায়েস্ট পেড শিল্পীদের চিনে নিন
বলিউডের ছবির বড় অংশ জুড়ে থাকে গান। গান ছাড়া সিনেমা কল্পনাই করতে পারে না বলিউড প্রেমীরা। চিত্রনাট্যেও গানের ভূমিকা থাকে বড়। কয়েকটি ছবি আবার তার গানের জন্যই মানুষের মনে থেকে যায়। তবে জানেন কি, বলিউডের এই প্লেব্যাক গায়ক-গায়িকাদের মধ্যে হায়েস্ট-পেড কে? একটি গান প্লেব্যাক করতে কে কত টাকা নেন, তাও জেনে নিন।
advertisement
2/10
শ্রেয়া ঘোষাল- এই মুহূর্তের সর্বশ্রেষ্ঠ হিসেবে তিনিই পরিচিত। আন্তর্জাতিক স্তরেও তিনি খ্যাতনামা। প্রতি গানের জন্য ২০-২৫ লক্ষ লক্ষ টাকা পারিশ্রমিক নেন শ্রেয়া।
advertisement
3/10
অরিজিৎ সিং- বর্তমানে সবথেকে জনপ্রিয় গায়ক। তাঁর গান মানেই হিট। প্লেব্যাক নয় শুধু। মঞ্চেও তিনি হিট। ১৩ লক্ষ টাকা নেন এক একটি গানের জন্য।
advertisement
4/10
আতিফ আসলাম- পাকিস্তানের এই গায়কের ভক্তের সংখ্যা অসংখ্য। জেহের ছবি থেকে বলিউডে প্লেব্যাক শুরু তাঁর। এই মুহূর্তে একটি গান প্লেব্যাকের জন্য ২০ লক্ষের কাছাকাছি পারিশ্রমিক নেন।
advertisement
5/10
ইয়ো ইয়ো হানি সিং- বলিউডে এক অন্য ধারা নিয়ে এসেছেন তিনি। বরাবরই বিতর্কে থাকেন। কিন্তু পারিশ্রমিকের বেলায় তিনি বেশ হেভি ওয়েট। একটি গানের জন্য ২২ লক্ষ টাকা পারিশ্রমিক নেন।
advertisement
6/10
মিকা সিং- একাধিক বার বিতর্কে জড়িয়েছেন। তবে তাঁর গান শ্রোতাদের মনোরঞ্জন করে তা অস্বীকার করা যায় না। একটি প্লে-ব্যাক করতে নেন ২০ লক্ষ টাকা।
advertisement
7/10
সোনু নিগম- বলিউডের অন্য়তম গায়ক তিনি। এক সময়ে সোনুর গান ছাড়া বলিউডের ছবি ভাবাই যেত না। হিট গানের সংখ্যা গুনে শেষ করা যাবে না তাঁর। প্রতি গান ১১ লক্ষ টাকা করে নেন সোনু নিগম।
advertisement
8/10
বাদশা- আসল নাম আদিত্য প্রতীক সিম সিসোডিয়া। এই মুহূর্তে অন্যতম জনপ্রিয় গায়ক হলেন বাদশা। অজস্র হিট গান তাঁর কণ্ঠে। প্রতি গানের জন্য ১৪-১৫ লক্ষ টাকা পারিশ্রমিক নেন।
advertisement
9/10
সুনিধি চৌহান- বহুদিন হয়ে গেল বলিউডে প্রথম সারির গায়িকাদের মধ্যে তিনি। তাঁর দৃপ্ত ও দরাজ কণ্ঠস্বরে মুগ্ধ শ্রোতারা। বহু হিট গান গেয়েছেন তিনি। প্রতি প্লেব্যাক গানের জন্য ১১ লক্ষ টাকা করে নেন সুনিধি।
advertisement
10/10
নেহা কক্কর- ২০০৬ সালের ইন্ডিয়ান আইডল থেকে যাত্রা শুরু নেহার। বহু স্ট্রাগলের পরে এই জায়গার অধিকারী হয়েছিলেন তিনি। তবে এখন নেহার গান মানেই হিট। জানা যায়, ৮-১০ লক্ষ টাকা নেন প্লে-ব্যাক গাইতে।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Highest paid singers : একটি গানের জন্যই আকাশছোঁয়া পারিশ্রমিক! বলিউডের ৯ হায়েস্ট পেড শিল্পীদের চিনে নিন
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল