TRENDING:

Bollywood Heroine Gossip: মুখ্যমন্ত্রীর ছেলের সঙ্গে বিয়ে, বিয়ের ১১ দিনের মাথাতেই হলেন বিধবা, এরপর ২০ বছরের এক বাঙালিকে বিয়ে, কে এই হিরোইন

Last Updated:
Heroine Life Gossip: বিয়ের ১১ দিনের মাথায় বিধবা, কপালে দুর্ভাগা দেগে দিয়েছিল শ্বশুরবাড়ির লোকেরা
advertisement
1/6
মুখ্যমন্ত্রীর ছেলের সঙ্গে বিয়ে,১১ দিনের মাথাতেই হলেন বিধবা, ২০ বছরের এক বাঙালিকে বিয়ে
কলকাতা: রূপালি পর্দায় জীবন একদিকে জাঁকজমকপূর্ণ জীবন!  কিন্তু জানেন কি এই লাইমলাইটের পিছনে অনেক দুঃখজনক গল্প রয়েছে। পর্দায় বিখ্যাত অভিনেতা-অভিনেত্রীদের ব্যক্তিগত জীবনে অনেক দুঃখজনক গল্প রয়েছে। জেনে নিন এমনই একজন অভিনেত্রীর গল্প যিনি মুখ্যমন্ত্রীর ছেলেকে বিয়ে করার ১১ দিনের মধ্যে এক বড় ধাক্কা খেয়েছিলেন৷
advertisement
2/6
তিনি হলেন লীনা চন্দ্রভারকর, যিনি ৭০ এবং ৮০ এর দশকে বলিউডে আলোড়ন তুলেছিলেন। লীনা কর্ণাটকের আর্মি পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৬৮ সালে মুক্তিপ্রাপ্ত 'মন কা মিত' ছবির মাধ্যমে তিনি অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন। সুপারস্টার অভিনেতা বিনোদ খান্না নায়কের বিপরীতে অভিনয় করেন। ছবিটি মুক্তি পাওয়ার পর সুপারহিট হয়।
advertisement
3/6
লীনা রাতারাতি খ্যাতি অর্জন করেন, একের পর এক সিনেমা করতে থাকেন৷  রাজেশ খান্না এবং দিলীপ কুমারের সঙ্গেও সিনেমায় অভিনয় করেন। তাঁর  কেরিয়ারের টপে থাকাকালীন, তাঁর প্রথম স্বামী সিদ্ধার্থের সঙ্গে আলাপ হয়৷  যিনি রাজনৈতিক পটভূমির পরিবারের সদস্য ছিলেন।
advertisement
4/6
দুজনে প্রেমে হয় এবং বিয়েও হয়৷  লীনার বয়স তখন ২৪ বছর। লীনার স্বামী সিদ্ধার্থ গোয়ার প্রথম মুখ্যমন্ত্রী বন্দোদকরের ছেলে। লীনা যখন বিয়ে করেন তখন তিনি সিনেমার একজন টপ অ্যাকট্রেস। মুখ্যমন্ত্রীর পুত্রবধূ হন। বিলাসবহুল জীবন। লীনা তার বিবাহিত জীবন শুরু করেছিলেন নানা স্বপ্ন নিয়ে। কিন্তু কয়েকদিনের মধ্যেই তাঁর রঙিন জীবনে বড় চমক চলে আসে৷
advertisement
5/6
তাঁদের বিয়ের ১১তম দিনে, লীনার স্বামী সিদ্ধার্থ মারা যান। বন্দুক পরিষ্কার করার সময়, তাতে অপ্রত্যাশিতভাবে বিস্ফোরণ ঘটে৷  সিদ্ধার্থ ঘটনাস্থলেই মারা যান। লীনাও তার মায়ের বাড়িতে ফিরে আসেন। সমস্ত দোষ লীনার উপর পড়ে। বিয়ের ১১ দিনের মধ্যেই তিনি বিধবা হয়ে যায়। অনেকেই তাকে স্বামীর দুর্ভাগ্যের জন্য দায়ী করেন৷
advertisement
6/6
লীনা আবার চলচ্চিত্র জগতে ফিরে আসেন। কিন্তু, 'বৈরাগ' ছবি দিয়ে কামব্যাক করেন। কিন্তু সেই সিনেমা ফ্লপ হয়৷ সেই সময়েই তিনি অভিনেতা কিশোর কুমারের সঙ্গে পরিচিত হন। কিশোর কুমারের কথা বলতে গেলে, তিনি লীনার চেয়ে ২০ বছরের বড়। ইতিমধ্যেই তিনি ৩ বার স্ত্রী হারিয়েছিলেন৷ কখনও স্ত্রী-র মৃত্যুর কারণে আবার কখনও ডিভোর্স হয়েছিল তাঁর৷ লীনার পরিবার এরকম ছেলের সঙ্গে তাঁর বিয়ের বিরোধিতা করেছিল। তবে তা অগ্রাহ্য করে তিনি বিয়ে করেছিলেন।  লীনা এখন ৭৪ বছর বয়সী৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
Bollywood Heroine Gossip: মুখ্যমন্ত্রীর ছেলের সঙ্গে বিয়ে, বিয়ের ১১ দিনের মাথাতেই হলেন বিধবা, এরপর ২০ বছরের এক বাঙালিকে বিয়ে, কে এই হিরোইন
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল