advertisement
1/12

বলিউডের সেলিব্রিটিদের মধ্য়ে গাঁটছড়া বাঁধা কোনও নতুন ঘটনা নয় ৷ অনেকেই ঘর বেঁধেছেন ঘরেই ৷ এক নজরে দেখে নেওয়া যাক তাদের কাহিনি ৷
advertisement
2/12
ইউসূফ খান ওরফে দিলীপ কুমার ১৯৬৬ সালের ১১ অক্টোবর গাঁটছড়া বেঁধে ছিলেন সায়রা বানুর সঙ্গে ৷ তাঁদের বয়সের অন্তর অনেকটাই ৷ কিন্তু প্রেম যে মানেনা কোন বয়সের বেড়াজাল ৷ আজও চলছে তাঁদের অনবদ্য লভ ইনিংস ৷
advertisement
3/12
বাঙালির জামাইবাবু আর বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন ৷ জয়া ভাদুড়ীকে বিয়ে করেছেন ১৯৭৩ল সালের ৩ জুন ৷ জয়া ভাদুড়ীর বিয়ের জন্য এক সে বারকর এক সম্বন্ধ এসেছে ৷ কিন্তু তিনি বেছেছিলেন অমিতাভ বচ্চনকে ৷ আজও চলছে তাঁদের গাড়ি গড়গড়িয়ে ৷
advertisement
4/12
ধর্মেন্দ্র বিয়ে করেছেন বলিউডের ড্রিমগার্ল হেমা মালিনীকে ৷ তাঁরা এক সূত্রে বাঁধা পড়েছিলেন ১৯৭৯ সালের ২১ অগাস্ট ৷ আজও তাঁরা সমান্তরাল ভাবেই ভালবাসার জীবন উজ্জীপন করছেন ৷ আজ হেমা মালিনী সাংসদ ও বটে ৷
advertisement
5/12
জাভেদ আখতার ও সাবানা আজমির বিয়ে হয়েছে ১৯৮৪ সালের ৯ ডিসেম্বর ৷ হয়ত দাম্পত্যের নিটোল ভালবাসার প্রভাব জাভেদ আখতারের লেখনিতে ফুটে উঠেছে ৷
advertisement
6/12
আজ বনি কাপুর শ্রীহীন হলেও ভালবাসার কোনও কমতি নেই ৷ শ্রীদেবীকে বিয়ে করেছিলেন ১৯৯৬ সালের ২ জুন ৷ তারপর থেকেই ভালবাসার রূপকথারা তাঁদের স্পর্শ করেছিল ৷
advertisement
7/12
সমু মখোপাধ্যায়ের বড় মেয়ে কাজল এক আর অজয় দেবগন ভালবেসে বিয়ে করেছেন ১৯৯৯ সালের ২৪ ফেব্রুয়ারি ৷ এক মেয়ে ও এক ছেলে নিয়ে সুখের সংসার ৷ আজও সমান তালে চলছে তাঁদের প্রেম কাহিনি ৷
advertisement
8/12
অক্ষয় কুমার আর টুইঙ্কেল খান্নার প্রেম কাহিনি কে বা না জানে ? অক্ষয় আর টুইঙ্কেল ২০০১ সালের ১৭ জানুয়ারি ঘর বাঁধেন ৷ এখনও চলছে তাঁদের সুখী দাম্পত্য ৷
advertisement
9/12
নিজেরই সহ পরিচালকের প্রেমে হাবুডুবু খেয়েছেন আমির খান ৷ ২০০৫ সালের ২৮ ডিসেম্বর কিরণ রাওকে বিয়ে করেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট ৷ পুত্র সন্তানকে নিয়ে তাঁর প্রেমের সংসার বেশ মাকোমাকো ৷
advertisement
10/12
লাস্য়ময়ী করিনাকে বিয়ে করেছেন নবাব পরিবারের সইফ আলি খান ৷ কিংবদন্তী মা-বাবার একমাত্র পুত্র কখন যে কাপুর পরিবারের বেবোকে মন দিয়ে বসেছেন তা হয়ত তিনি ঠিক নিজেও বুঝতে পারেননি ৷ সইফ ও করিনা ২০১২ সালের ১৬ অক্টোবর পরস্পরের সঙ্গে ঘর বাঁধেন ৷ নবাবের ঘর আলো করে এসেছে তৈমুর ৷ যাবতীয় স্বপ্ন এখন তাঁকে ঘিরেই ৷
advertisement
11/12
আরও এক বঙ্গ তনয়া রানি মুখোপাধ্য়ায়ও প্রেমের ফাঁদে ধরা দিয়েছেন ৷ বিখ্যাত পরিচালক ও প্রযোজক আদিত্য চোপড়াকে বিয়ে করেছেন ২০১৪ সালের ২১ এপ্রিল ৷ এখন তাঁদের কোল আলো করে ভালবাসার মাত্রা কয়েকগুণ বাড়িয়েছে আদিরা ৷
advertisement
12/12
এই তালিকায় নবতম সংযোজন বিরুষ্কা ৷ বিরাট কোহলি আর অনুষ্কা শর্মার প্রেমপর্ব বহুদিনের ৷ অবশেষে সেই প্রেম পর্ব পরিণতি পায় ইতালিতে এক জাঁকজমক পূর্ণ অনুষ্ঠানে ৷ তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ২০১৭ সালের ১১ ডিসেম্বর ৷ তাঁদের ভালবাসাকে কুর্নিশ জানাতে ক্রিকেটের ভগবান সচিন তেন্ডুলকর উপস্থিত হয়েছিলেন ইতালিতে ৷ এমন কী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তাঁদের দিল্লির রিসেপশনে এসেছিলেন নব দম্পতিকে জোড়া গোলাপ দিয়ে শুভেচ্ছাও জানিয়েছিলেন ৷ আপাতত তাঁরা একে অপরের প্রেমে হাবুডবু খাচ্ছেন ৷