Hema Malini Marriage: ' কখনও ওকে মিস করিনি,যেমন ভেবেছিলাম, তেমন হল না', বিবাহিত জীবন নিয়ে অকপট হেমা মালিনী
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
''প্রত্যেক নারীই চায় একজন স্বামী, সন্তান এবং একটি সাধারণ পরিবার। কিন্তু কোথাও যেন সবকিছু ভেঙে পড়েছিল''
advertisement
1/7

তাঁকে নিয়ে আসমুদ্র হিমাচল দিবাস্বপ্ন দেখে! তাঁকে দেখে তামাম জনতার হৃদয় পিংপং বলের মতো লাফায়! তিনি 'ড্রিম গার্ল'! স্বপ্নসুন্দরী। তিনি হেমা মালিনী। যাঁর একটুকরো হাসিতেই ঘায়েল পুরুষকুল, সেই হেমা কি নিজের বিবাহিত জীবনে সুখী ছিলেন? এই প্রশ্নর উত্তর পেতে আজও মরিয়া তাঁর ফ্যানেরা।Image: News18
advertisement
2/7
এক সাক্ষাৎকারে হেমা মালিনী জানান, '' আমি বলব না সবকিছু নিখুঁত হয়। জীবনে সবসময় আপনি যা চান, তা পাবেন না। যখন আপনার বয়স কম, তখন আপনি একটি পারফেক্ট জীবনের স্বপ্ন দেখেন, কিন্তু তেমন কোনও জীবনের হয়তো বাস্তবে অস্তিত্বই নেই।"Image: News18
advertisement
3/7
অভিনেত্রী আরও বলেন, "আমি যা চেয়েছিলাম, জীবনে তার সবকিছু পাইনি। কিন্তু যা পাইনি, তার অভাব যেন আমাকে না ছুঁয়ে যায়...! আমার দুই মেয়ে। জীবনের তিরিশ বছর ওদের সঙ্গেই কাটিয়েছি। ওদের স্কুলে নিয়ে যেতাম, হোমওয়ার্ক দেখতাম, চুল বাঁধতাম, ওদের রাগ-অভিমান সামলাতাম — এসব করতে করতে যেন আবার নিজের শৈশবটা ফিরে পেয়েছিলাম। এখন ওরা বড় হয়ে গিয়েছে, হঠাৎ পিছনে ফিরে তাকালে মনে হয়, ‘ওহ, আমি যেন কত কিছু হারিয়ে ফেলেছি!’"Image: News18
advertisement
4/7
হেমা সবচেয়ে বেশি কী মিস করেন? উত্তরে তিনি জানান, '' হয়তো স্বামীর সান্নিধ্য নিয়ে আমি একটু বেশিই আশা রেখেছিলাম। ভেবেছিলাম, আমরা অনেকটা সময় একসঙ্গে কাটাব। এতদিন পর্যন্ত আমি কখনও ওঁকে মিস করিনি। যখন আমার বিয়ে হয়, আমি ভেবেছিলাম, আমরা এমন একটা ব্যবস্থা করব, যা আমাদের সবার জন্যই ঠিক হবে। কিন্তু তা আর সম্ভব হয়নি।"Image: News18
advertisement
5/7
হেমা আরও বলেন, "কিন্তু তাতে কিছু যায় আসে না। আমি এই পরিস্থিতিকে মেনে নিয়েছি। আমার মেয়েরা আছে এবং তাদের অনেক সমস্যার মুখোমুখি হতে হয়। একজন মানুষ হিসেবে আমার দুঃখবোধ থাকাটা স্বাভাবিক... কিন্তু সে আমাকে পাগলের মতো ভালোবাসে। যখন আমি তার প্রতি আমার অনুভূতির কথা ভাবি, তখন সবকিছুই অর্থপূর্ণ মনে হয়, এমনকি তার শারীরিক অনুপস্থিতিও।"Image: News18
advertisement
6/7
ধর্মেন্দ্রর সঙ্গে বিয়ে নিয়ে হেমা বলেছিলেন, " যা ঘটে, তা আপনাকে মেনে নিতে হয়। প্রত্যেক নারীই চায় একজন স্বামী, সন্তান এবং একটি সাধারণ পরিবার। কিন্তু কোথাও যেন সবকিছু ভেঙে পড়েছিল...এটা নিয়ে খারাপ অনুভূতি নেই, রাগও নেই। আমি নিজের সঙ্গে সুখী। আমার দুই সন্তান এবং আমি তাদের খুব ভালভাবে বড় করেছি।"Image: News18
advertisement
7/7
ধর্মেন্দ্র ১৯৫৪ সালে, ১৯ বছর বয়সে, তাঁর প্রথম স্ত্রী প্রকাশ কৌরকে বিয়ে করেন। তাঁদের চার সন্তান রয়েছে— সানি এবং ববি দেওল, দুজনেই অভিনেতা, এবং দুই মেয়ে বিজেতা ও অজীতা।Image: News18