TRENDING:

'শোলে'-এর সেটে একদিনে শেষ ১২ বোতল মদ! প্রেম আর মদের নেশায় ভেঙে পড়েছিলেন ধর্মেন্দ্র!

Last Updated:
বহুদিন ধরে অভিনয় করা এই অন্যতম অভিনেতার জীবনের একাধিক গল্প সামনে উঠে এসেছে। বিশেষ করে তাঁর মদ্যপানের অন্ধকার দিনগুলি নিয়ে তিনি একাধিকবার বলেছেন।
advertisement
1/6
'শোলে'-এর সেটে একদিনে শেষ ১২ বোতল মদ! প্রেম আর মদের নেশায় ভেঙে পড়েছিলেন ধর্মেন্দ্র!
বলিউডের 'হি-ম্যান' বলে পরিচিত ধর্মেন্দ্র তাঁর পেশিবহুল চেহারা এবং অসাধারণ ব্যক্তিত্বের জন্য তাঁর পরিচিতি। কিন্তু, বহুদিন ধরে অভিনয় করা এই অন্যতম অভিনেতার জীবনের একাধিক গল্প সামনে উঠে এসেছে। বিশেষ করে তাঁর মদ্যপানের অন্ধকার দিনগুলি নিয়ে তিনি একাধিকবার বলেছেন।
advertisement
2/6
ধর্মেন্দ্র জানিয়েছেন, তাঁর মদ্যপানের আসক্তির দিনগুলি নিয়ে তিনি বেশ কয়েকবার প্রকাশ্যে জানিয়েছেন। তিনি বলেছেন যৌবনে তিনি মদ্যপানের আসক্তির সঙ্গে জড়িয়ে পড়েন। একটা সময় মদ তাঁকে এতটাই মোহগ্রস্ত করে তুলেছিল যে তিনি তাঁর বাবার জামার কলার পর্যন্ত চেপে ধরেছিলেন!
advertisement
3/6
সেই প্রসঙ্গে ধর্মেন্দ্র বলেন, "সেই সময় আমি ছোট এবং বোকা ছিলাম।" কিন্তু তিনি এটাও জানান জীবনের থেকে বড় শিক্ষক আর কেউ নেই। তিনি বলেন, "জীবনই তোমাকে শেখায় কীভাবে বিনম্র হতে হয়।" আমি ঠেকে অনেক কিছু শিখেছি।"
advertisement
4/6
তাঁর মদ্যপানের কথা বলতে যে গল্পটা সবথেকে বেশি সামনে উঠে আসে তা হল ১৯৭৫ সালে মুক্তিপ্রাপ্ত বিখ্যাত সিনেমা 'শোলে'-এর সময়। সেই সময় তিনি নিজের স্বীকার করেছেন এক দিন তিনি নিজে ১২ বোতল মদ একাই খেয়ে ফেলেছিলেন।
advertisement
5/6
এই প্রসঙ্গে বলতে গিয়ে বিখ্যাত জুটি 'জয়-বীরুর'- বীরু বলেন, "আমি ক্যামেরাম্যানের পাশে চুপ করে বসে তাঁর রাখা মদের স্টক থেকে মদ বের করে খেয়ে যাচ্ছিলাম। একটা সময় প্রোডাকশনের একজন কর্মী এসে বলেন আমি নাকি ১২ বোতল মদ খেয়ে ফেলেছি!"
advertisement
6/6
বলিউডে তাঁর মদ্যপানের কাহিনীর থেকেও সবাইকে মুগ্ধ করেছে তাঁর অকপট স্বীকারোক্তি। তিনি সবসময়েই সৎ থেকেছেন। কোনও কিছুই লুকোছাপা রাখেননি। তাঁকে নিয়ে বিভিন্ন হাসি মজা থাকলেও তাঁর অকপট স্বীকারোক্তিই তাঁর ভক্তদের আরও কাছে টেনেছে।
বাংলা খবর/ছবি/বিনোদন/
'শোলে'-এর সেটে একদিনে শেষ ১২ বোতল মদ! প্রেম আর মদের নেশায় ভেঙে পড়েছিলেন ধর্মেন্দ্র!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল