Guess the Celebrity: 'দেহব্যবসা করেছি...'! বাথরুম থেকে ১২ লাখ টাকা উদ্ধার হতেই সাফাই নায়িকার, এক ভুলেই কেরিয়ার শেষ বলি ডিভার! চিনতে পারলেন?
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Guess the Celebrity: ছয়ের দশকের সুপারহিট অভিনেত্রীর উত্থানটা ছিল উল্কাগতির মতো৷ কিন্তু একটা ভুলেই শেষ হয়ে যায় তাঁর কেরিয়ার৷ সুপারহিট ছবির নায়িকার কেলেঙ্কারি ফাঁস হতেই শিউরে ওঠে সমস্ত ভক্তরা৷
advertisement
1/8

গত কয়েক বছরে ইন্ডাস্ট্রিতে অনেক চমকপ্রদ প্রকাশ ঘটেছে। ইডি থেকে এনসিবি-র টার্গেট ছিল বলিউড। বিশেষ করে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর। আয়কর কর্মকর্তারাও সময়ে সময়ে অভিযান চালিয়েছেন বিভিন্ন তারকার বাড়িতে।
advertisement
2/8
এতে কয়েকজন তারকা ধরা পড়লেও অনেকে আবার বেঁচে যান। আজ এমন একজন অভিনেত্রীর জীবনের কথা জানবেন যিনি ১২০-টির বেশি ছবিতে অভিনয় করেছেন। আজ তাঁর জন্মদিন। এই অভিনেত্রী বলিউডে ২০ বছর রাজত্ব করেছেন এবং একটানা ৪০বছর কাজ করছেন। তিনি হলেন একসময়কার ইন্ডাস্ট্রির শীর্ষ অভিনেত্রী মালা সিনহা৷ তাঁর জীবনকাহিনি শুনলে পায়ের তলার মাটি সরে যাবে আপনারও৷
advertisement
3/8
অভিনেত্রী মালা সিনহা গুরু দত্ত, অশোক কুমার, দিলীপ কুমার, রাজকুমার, মনোজ কুমার, রাজেশ খান্না থেকে অমিতাভ বচ্চনের মতো বড় শিল্পীদের সঙ্গে কাজ করেছেন এবং অনেক সুপারহিট ছবি উপহার দিয়েছেন।
advertisement
4/8
কথিত আছে যে একজন শীর্ষ অভিনেত্রী হওয়া সত্ত্বেও তিনি ছিলেন অত্যন্ত কৃপণ । লাখ লাখ কোটি টাকা আয় করা নায়িকা নিজেই সমস্ত ঘরের কাজ করতেন। অর্থ অপচয় এড়াতে চাকরও রাখতেন না৷
advertisement
5/8
ছয়ের দশকের সুপারহিট অভিনেত্রীর উত্থানটা ছিল উল্কাগতির মতো৷ কিন্তু একটা ভুলেই শেষ হয়ে যায় তাঁর কেরিয়ার৷ সুপারহিট ছবির নায়িকার কেলেঙ্কারি ফাঁস হতেই শিউরে ওঠে সমস্ত ভক্তরা৷
advertisement
6/8
ছয়ের দশকের সুপারহিট অভিনেত্রীর উত্থানটা ছিল উল্কাগতির মতো৷ কিন্তু একটা ভুলেই শেষ হয়ে যায় তাঁর কেরিয়ার৷ সুপারহিট ছবির নায়িকার কেলেঙ্কারি ফাঁস হতেই শিউরে ওঠে সমস্ত ভক্তরা৷
advertisement
7/8
এই খবর জানাজানি হতেই শুরু হয় অভিনেত্রীকে নিয়ে নানান চর্চা৷ এই ঘটনার রেশ পৌঁছেছিল আদালত পর্যন্ত৷ সূত্রের খবর, আদালতে দাঁড়িয়ে মালা সিনহা বলেছিলেন এই টাকা তিনি দেহব্যবসা করে জমিয়েছেন৷ অভিনেত্রীর এই একটা কথাই তাকে ধ্বংসের মুখে ঠেলে দেয়৷
advertisement
8/8
শোনা যায়, মালা সিনহাকে তার বাবা ও আইনজীবী পতিতাবৃত্তি করার মিথ্যা বলার পরামর্শ দিয়েছিলেন৷ মালা সিনহাও নাকি তার বাবা ও আইনজীবীর পরামর্শ মেনে চলেন। মালা আদালতে জানিয়েছেন যে তিনি এই টাকা পতিতাবৃত্তির মাধ্যমে অর্জন করেছিলেন। মুহূর্তের মধ্যে তার ভাবমূর্তি নষ্ট হয়ে যায় এবং ধীরে ধীরে চলচ্চিত্রের সংখ্যা কমে যায়। বছরে ৫-৬টি ছবি করতেন এই অভিনেত্রী।