তেরে নাম ছবির মেগা হিট নায়িকা ভূমিকা চাওলা প্রেমে পড়েন যোগ শিক্ষকের!
- Published by:Pooja Basu
Last Updated:
Bhumika Chawla B’day: সলমন খানের সঙ্গে 'তেরে নাম' ছবিতে অভিনয়ে রাতারাতি বলিউড স্টার হয়ে ওঠেন ভূমিকা চাওলা৷ এরপর কী হয় তাঁর জীবনে, কেন বলিউডে থেকে হারিয়ে গেলেন এই মিষ্টি স্বভাবের অভিনেত্রী৷
advertisement
1/10

'তেরে নাম'-এর পর, ভূমিকা চাওলা 'রান', 'সিলসিলে', 'দিল যো ভি কাহে'-এর মতো ছবিতে অভিনয় করলেও প্রথম ছবির মতো সাফল্য পাননি তিনি৷ তাঁর বলিউড যাত্রাও খুব সুখকর হয়নি। তাই তিনি ইন্ডাস্ট্রি থেকে দূরে সরে যান। ২১ আগস্ট ১৯৭৮ সালে দিল্লির এক পঞ্জাবি পরিবারে জন্মগ্রহণ করেন ভূমিকা৷ বলিউডে(ছবি: bhumika_chawla_t/Instagram)
advertisement
2/10
আর্মি কর্নেলের মেয়ে ভূমিকা চাওলা দিল্লিতে লেখাপড়া করেছেন। ভূমিকা চাওলার আসল নাম রচনা চাওলা। ছোটবেলা থেকেই অভিনয়ের শখ ছিল তাঁর। স্বপ্ন পূরণ করতে দিল্লি থেকে মুম্বই এসেছিলেন। (ছবি: bhumika_chawla_t/Instagram)
advertisement
3/10
১৯৯৮ সালে, ডাব্বু রত্নানি ভূমিকার সঙ্গে তাঁর প্রথম ফটোশুট করেছিলেন। ভূমিকা বেশ কিছু বিজ্ঞাপন, চলচ্চিত্র এবং মিউজিক অ্যালবামে কাজ করেছেন। ভূমিকা প্রথম কাজ পান ২০০০ সালে তেলুগু ছবি 'ইউভাকুডু'-এ। এর পর দ্বিতীয় তেলুগু ছবি 'খুশি'-সাফল্যের সব রেকর্ড ভেঙে দেয়। (ছবি: bhumika_chawla_t/Instagram)
advertisement
4/10
দক্ষিণের অনেক ছবিতে কাজ করার পর সলমন খানের বিপরীতে 'তেরে নাম' ছবিতে অভিনয় করেন। বলিউডের প্রথম ছবিতেই তাঁর অভিনয় দর্শকদের মনে দাগ কাটে। (ছবি: bhumika_chawla_t/Instagram)
advertisement
5/10
প্রথমবার, যখন ভূমিকাকে সলমনের বিপরীতে 'তেরে নাম'-এ দেখা গিয়েছিল, তখন মনে করা হয়েছিল যে তিনি দীর্ঘ ইনিংস খেলতেই বলিউডে পা রেখেছেন৷ কিন্তু তা হয়নি। অভিষেক বচ্চনের সঙ্গে কাজ করেছেন 'রান' ছবিতে। এরপর তিনি 'দিল নে জিসে আপনা কাহা', 'গান্ধি মাই ফাদার', 'দিল জো ভি কাহে', 'সিলসিলে'-এর মতো ছবিতে কাজ করেন। (ছবির ক্রেডিট: ভূমিকা_চাওলা_টি/ইনস্টাগ্রাম)
advertisement
6/10
কিন্তু এই ছবিগুলো ভূমিকা চাওলাকে তাঁর প্রথম বলিউড ছবির মতো সাফল্য দিতে পারেনি। এমন পরিস্থিতিতে যখন ভূমিকা আবার দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রির দিকে ঝুঁকেছিলেন, সেখানে তিনি অসাধারণ সাফল্য পেলেও বলিউডে আর বিশেষ জায়গা করে নিতে পারেননি। (ছবি: bhumika_chawla_t/Instagram)
advertisement
7/10
যে সময় একের পর এক ছবিতে ব্যর্থ হচ্ছেন ভূমিকা, তখন ২০০৭ সালে, ভূমিকা চাওলা তাঁর যোগ শিক্ষক ভরত ঠাকুরকে বিয়ে করেন। যোগাসন শিখতে গিয়ে ভরতের সঙ্গে তাঁর আলাপ হয়৷ সেখান থেকে প্রেম প্রায় ৪ বছর প্রেমপর্বের পর দুজনেই বিয়ের সিদ্ধান্ত নেন। (ছবি: bhumika_chawla_t/Instagram)
advertisement
8/10
ভূমিকা চাওলা এবং ভরত ঠাকুর সুখী জীবনযাপন করছেন। ২০১৪ সালে ভূমিকা পুত্র সন্তানের জন্ম দেন৷ (ছবি: bhumika_chawla_t/Instagram)
advertisement
9/10
দীর্ঘদিন বলিউড থেকে দূরে থাকার পর, ভূমিকা ২০১৬ সালে এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি ছবিতে ধোনির দিদির ভূমিকায় অভিনয় করেন। (ছবি: bhumika_chawla_t/Instagram)
advertisement
10/10
এর পরে, ভূমিকা শুধুমাত্র পার্শ্ব চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন। যদিও এখন ভূমিকা বলিউড থেকে দূরে, কিন্তু তাঁর সৌন্দর্য এবং ফিটনেস আজও বিস্ময়কর। বর্তমানে এই অভিনেত্রী তার পারিবারিক জীবন উপভোগ করছেন। (ছবি: bhumika_chawla_t/Instagram)