Guess The Celebrity: প্রেম ছিল জবরদস্ত, কিন্তু সাধারণ বাড়ির মেয়ে তো আর রাজ পরিবারের বউ হতে পারে না, তাই গায়িকা প্রেমিকার জন্য তপস্বীর জীবন কাটালেন ক্রিকেট কর্তা
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Bollywood Gossip: ক্রিকেট ও বলিউড প্রেম দীর্ঘদিনের, ভারতীয় ক্রিকেট দলের একাধিক ক্রিকেটারের স্ত্রীদের বলিউড কানেকশন রয়েছে৷ কিন্তু জানেন কী বলিউড ও ক্রিকেটের একটি অধূরা প্রেম কাহিনী যা আজও সকলকে নাড়া দেয়৷
advertisement
1/9

মুম্বই: প্রেম মানেই কি বিয়ে? বেশিরভাগ মানুষের মতেই প্রেম পূর্ণতা পায় বিয়েতেই, কিন্তু প্রেম যদি বিয়েতে পূর্ণতা না পায় তাহলেও সেই আলাদা থাকাকেই তপস্যার মতো মেনে নিয়ে প্রেমকে রেখে দিতে পারেন খুব অল্প কিছু মানুষই৷ সেরকমই এক অনন্য সাধারণ বলিউড ও ক্রিকেটের অধূরা প্রেম কাহিনী যা আজও মানুষকে দোলা দেয় তারই কথা জেনে নিন৷ ভারতের সর্বকালীন সেরা গায়িকাদের মধ্যে অন্যতমের সঙ্গে সেই প্রেম করেছিলেন রাজ পরিবারের উত্তরসূরি এবং বিসিসিআইয়ের তাবড় কর্তা৷ Photo- Representative
advertisement
2/9
লতা মঙ্গেশকর (Lata Mangeshkar) খুব অল্প বয়সে কেরিয়ার শুরু করেছিলেন৷ লতা মঙ্গেশকর নিজের ভাই ও বোনেদের তত্ত্বাবধানের জন্য একেবারে অল্প বয়সে পেশাদার ভাবে গান গাইতে শুরু করেন৷ নিজের কেরিয়ার থেকে অর্জিত অর্থ দিয়ে তিনি নিজের ভাই-বোনদের বড় করে তুলতে শুরু করেন৷ এইভাবে ভাইবোনদের প্রতিপালন ও সংসারের খেয়াল রাখতে গিয়ে কখনও নিজের জীবনে বিয়ে করে সংসারী হননি৷
advertisement
3/9
কিছুদিন পরে যখন লতা মঙ্গেশকরের পরিবার যখন অনেকটা স্থায়ী জায়গায় যায় তখন মঙ্গেশকর পরিবারের বাকি ছেলেমেয়েরা একে একে বিয়ে করে পরিবার নিয়ে এগোতে শুরু করে৷ লতাজী তখন ব্যস্ত হয়ে যান ভাই-বোনেদের সন্তানদের প্রতিপালন করতে৷ নিজেরও যে কোনও ব্যক্তিগত জীবন থাকতে পারে তা কখনও আমলও দেননি লতা মঙ্গেশকর৷
advertisement
4/9
সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ি লতা মঙ্গেশকরের ( Lata Mangeshkar) জীবনও প্রেম এসেছিল তাও একেবারে চুটিয়ে নিখাদ গভীর ভালোবাসা৷ কারণ যাঁর সঙ্গে তাঁর নাম যুক্ত হয়েছিল তিনি লতা মঙ্গেশকরকে বিয়ে না করতে পারার জন্য আজীবন বিয়েই করেননি৷
advertisement
5/9
এই ব্যক্তি হলেন বিসিসিআইয়ের (BCCI) প্রাক্তন প্রেসিডেন্ট রাজ সিং দুঙ্গারপুর (Raj Singh Dungarpur)৷ রাজ সিং দুঙ্গারপুর ও লতা কোনওদিনও বিয়ে করেননি৷
advertisement
6/9
রাজ সিং দুঙ্গারপুর (Raj Singh Dungarpur) রাজস্থানের রাজ পরিবারের সদস্য৷ তাঁর বাবা চাননি তাঁদের পরিবারে রাজ ঘরনা ছাড়া অন্য কোনও কেউ বউ হয়ে আসুক৷ তাঁর মতে লতা মঙ্গেশকরের মতো সাধারণ পরিবারের মেয়ে তাঁদের পরিবারের পুত্রবধূ হন৷
advertisement
7/9
রাজ সিং দুঙ্গারপুরের বাবা-র নাম ছিল মাহারওয়াল লক্ষ্মণ সিংজি৷ লতা মঙ্গেশকরের ভাই হৃদয়নাথ মঙ্গেশকরের কাছের বন্ধু ছিলেন তিনি৷ এমনকি একটি সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ি রাজ সিং লতাকে মিঠ্টু নামে ডাকতেন৷
advertisement
8/9
সে সময় একাধিক সংবাদমাধ্যমে লতা মঙ্গেশকর ও রাজ সিং দুঙ্গারপুরের প্রেম নিয়ে লেখালেখিও হয়েছিল৷ রাজ ও লতা একে অপরকে বিয়ে করবেন ঠিক করেছিলেন৷
advertisement
9/9
কিন্ত রাজ সিং দুঙ্গারপুরের বাবা সেই ভাবনায় জল ঢেলে দেয়৷ বাবার সিদ্ধান্ত মেনে নেন রাজ সিং দুঙ্গারপুর৷ কিন্তু দুজনেই নিজের পরিবারকে জানিয়ে দেন আর কাউকে কোনওদিনও বিয়ে করবেন না তাঁরা৷