Bollywood Actor: ‘শোলে’ ছবিতে ডবল রোলে অভিনয়! ৪৫ বছর পর বড় সিক্রেট ফাঁস করলেন অভিনেতা, স্ত্রী-মেয়ে দু'জনেই জনপ্রিয় অভিনেত্রী, ছবির শিশুটিকে চিনতে পারছেন
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Sholay Actor: ফিল্মি দুনিয়া হোক টেলিভিশন হোক বা ওটিটি, সব মাধ্যমেই সমান জনপ্রিয় অভিনেতা।
advertisement
1/9

শিশু শিল্পী হিসেবে কাজ করার পর বড় হয়েও সমানতালে নিজের জনপ্রিয়তা ধরে রাখতে পেরেছেন, অভিনয় জগতে এমন নজির খুব বেশি নেই। তবে একজন বলিউড অভিনেতা পেরেছেন। শিশুশিল্পী হিসেবেও তাঁর জনপ্রিয়তা ছিল তুঙ্গে। পরেও অভিনেতা হিসেবে নাম কুড়িয়েছেন তিনি।
advertisement
2/9
শৈশব থেকে যৌবন পেরিয়ে ৬৬ বছর বয়সে ভাঁটা পড়েনি তাঁর জনপ্রিয়তায়। ফিল্মি দুনিয়া হোক টেলিভিশন হোক বা ওটিটি, সব মাধ‍্যমেই সমান জনপ্রিয় অভিনেতা।
advertisement
3/9
বলিউডের বিখ‍্যাত কয়েকটি ছবিতে কাজ করেছেন। ‘শোলে’ ছবিতে ‘ডবল রোল’ বা ‘দ্বৈত ভূমিকায়’ অভিনয় করেছেন তিনি। ‘সত্তে পে সত্তা’ ছবিতেও অভিনয় করেছেন তিনি।
advertisement
4/9
ইনি বলিউডের অন‍্যতম বিখ‍্যাত অভিনেতা শচীন পিলগাঁওকর। একাধিক ছবি এবং টেলিভিসন শোতে অভিনয় করেছেন শচীন। শুধু তাই নয়, তাঁর স্ত্রী সুপ্রিয়া পিলগাঁওকরও অত‍্যন্ত জনপ্রিয় অভিনেত্রী। এমনকী তাঁদের কন‍্যাও অভিনেত্রী হিসেবে ইতিমধ‍্যেই নিজের জায়গা প্রতিষ্ঠা করেছেন বলিউডে।
advertisement
5/9
শিশুশিল্পী হিসেবে বলিউডে আত্মপ্রকাশ শচীনের। মাত্র চার বছর বয়সে অভিনয় জগতে পা রাখেন তিনি। হিন্দির পাশাপাশি তিনি মারাঠি-সহ অন‍্যান‍্য বেশ কয়েকটি ভাষার ছবিতেও অভিনয়। শিশুশিল্পী হিসেবে তাঁর অভিনয় যথেষ্ট প্রশংসিত।
advertisement
6/9
তাঁর অন‍্যতম সেরা ছবি হল ‘নদীয়া কে পার’। এই ছবিতে চন্দনের চরিত্রে অনেক প্রশংসা কুড়িয়েছিলেন শচীন। তবে ৪৫ বছর পর তিনি অভিনেতা হিসেবে একটি বড় সত‍্যি সামনে আনলেন।
advertisement
7/9
‘বড়ে অচ্ছে লগতে হ‍্যায়’ গানটির সঙ্গে বেশিরভাগ জনেই পরিচিত। বালিকা বধু ছবিও শচীনের কেরিয়ারের অন‍্যতম জনপ্রিয় ছবি।
advertisement
8/9
বলিউডের ইতিহাসের অন‍্যতম হিট ছবি ‘শোলে’তেও তিনি অভিনয় করেছেন। ছবিতে খুবই ছোট দুটি দ্বৈত চরিত্রে দেখা গিয়েছে অভিনেতাকে। নদীয়া কে পার, সত্তে পার সাত্তা, ত্রিশুলের মতো একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি।
advertisement
9/9
তবে সিনেমার পাশপাশি টিভিতেও তুমুল জনপ্রিয়তা পেয়েছেন শচীন। তিনি কমেডি সিরিয়াল তু তু ম্যায় পরিচালনা করেন। প্রতিটি ঘরে তাঁকে জনপ্রিয় করে দেয় এই টিভি শো।