Bollywood Actress: সি-গ্রেড ছবির সুন্দরী নায়িকার প্রেমে পাগল ১৮ বছরের বড় হিরো! অভিনয় ছেড়ে এখন যা করেন অভিনেত্রী, জানলে চোখ কপালে উঠবে
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Bollywood Actress: বলিউডের এক প্রথম সারীর অভিনেতা তাঁর প্রেমে পড়েন। দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর নায়িকাকে বিয়ে করেন। এমনকী স্ত্রীর বি এবং সি গ্রেডের ছবি যাতে খুব বেশি ছড়িয়ে না পড়ে, সেকারণে সেইসব ছবির স্বত্ব কিনতে গিয়ে প্রচুর টাকা ব্যায়ও করেন তিনি।
advertisement
1/10

দুবাই থেকে সবকিছু ছেড়ে চলে এসেছিলেন মুম্বই। স্বপ্ন ছিল অভিনেত্রী হওয়ার। সিনেমায় নিজেকে সেভাবে প্রতিষ্ঠা করতে পারেননি তিনি। কিন্তু তাঁর প্রেমে পড়েন বলিউডের এক প্রথম সারীর নায়ক। স্ত্রীকে ডিভোর্স দিয়ে নায়িকাকে বিয়ে করেন তিনি। নায়িকার জীবনের মোড়ও ঘুরেছে সিনেমার ক্লাইম্যাক্সের মতো। জানেন কে এই অভিনেত্রী?
advertisement
2/10
অভিনেতা-অভিনেত্রী হওয়ার একরাশ স্বপ্ন চোখে নিয়ে মুম্বই আসেন প্রচুর যুবক-যুবতী। কোনও একদিন তাঁদের ছবির পোস্টারে ছেয়ে যাবে গোটা শহর, তারকা হয়ে ওঠার আশায় বুধ বাঁধেন বহুজনেই। কিন্তু ক'জন হয়ে উঠতে পারেন শাহরুখ খান, প্রিয়াঙ্কা চোপড়া বা ক্যাটরিনা কাইফ হতে পারে?
advertisement
3/10
সাগর পাড়ে শহরের হাজার আলোর মাঝেই হারিয়ে যায় বহু স্বপ্ন। অনেকেই গ্ল্যামার জগতের ইঁদুর দৌড় ছেড়ে বেরিয়ে বেছে নেন অন্য পেশা। এই প্রতিবেদনে রইল এমন অভিনেত্রীর কথা যিনি বি-গ্রেড ছবির নায়িকা থেকে বর্তমানে একটি কোম্পানির সিইও।
advertisement
4/10
দুবাই থেকে মুম্বই এলেও অভিনয়ে শিকে ছেঁড়েনি সুন্দরী নায়িকার। বেশকিছু বি এবং সি গ্রেডের ছবিতে কাজ করেছিলেন কেরিয়ারের শুরুতে। কিছু ছবিতে আইটেম ডান্স করতেও দেখা যায় তাঁকে।
advertisement
5/10
পরে বলিউডের এক প্রথম সারীর অভিনেতা তাঁর প্রেমে পড়েন। দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর নায়িকাকে বিয়ে করেন। এমনকী স্ত্রীর বি এবং সি গ্রেডের ছবি যাতে খুব বেশি ছড়িয়ে না পড়ে, সেকারণে সেইসব ছবির স্বত্ব কিনতে গিয়ে প্রচুর টাকা ব্যায়ও করেন তিনি।
advertisement
6/10
এই নায়িকা অন্য কেউ নন, অভিনেতী সঞ্জয় দত্তের স্ত্রী মান্যতা দত্ত। মান্যতার মান্যতার জন্ম মুসলিম পরিবারে। তার আসল নাম দিলনাওয়াজ শেখ। কিন্তু চলচ্চিত্রে আসার পর তিনি তার নাম পরিবর্তন করে রাখেন সানা খান।
advertisement
7/10
সিনে জগতে প্রবেশের আগে তিনি তাঁর বাবার ব্যবসা পরিচালনা করতেন। অভিনয়ে খুব বেশি সুযোগ পাননি মান্যতা। প্রকাশ ঝা'র 'গঙ্গাজল' ছবিতে একটি আইটেম ডান্স করেছিলেন মান্যতা। এই নাচ সেইসময় খুব বিখ্যাত হয়েছিল।
advertisement
8/10
সঞ্জয় দত্তের সঙ্গে মান্যতার প্রথম দেখা হয় ২০০৬ সালে। এরপর দুজনেই একে অপরের সঙ্গে কথা বলতে শুরু করেন। খুব তাড়াতাড়ি একে অপরের প্রেমে পড়ে যান। দুজনেই বিয়ে করার সিদ্ধান্ত নেন। মান্যতাকে বিয়ের আগে সঞ্জয় দত্ত দু'বার বিয়ে করেছিলেন।
advertisement
9/10
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, বিয়ের পর মান্যতার সি গ্রেড ফিল্ম লাভার্স লাইক আস-এর স্বত্ব কিনে নেন সন্দয় দত্ত। এমনকি বাজার থেকে এর সিডি ও ডিভিডিও সরিয়ে ফেলা হয়েছে। শোনা যায়, অভিনেতা বহু টাকা খরচ করেছিলেন এই স্বত্ব কিনতে।
advertisement
10/10
সঞ্জয় দত্তকে বিয়ে করার পর মান্যতা বলিউডকে বিদায় জানান। মান্যতা সঞ্জয় দত্তের থেকে ১৮ বছরের ছোট। দুজনেরই একে অপরের প্রতি ভালোবাসা প্রশংসনীয়। সে সঞ্জয় দত্তের ক্যান্সারের লড়াই হোক বা তার জেলে যাওয়া। মান্যতা সবসময় সঞ্জয় দত্তের ঢাল হয়ে দাঁড়িয়েছেন। তাদের দুজনের যমজ সন্তান শাহরান ও ইকরা।