TRENDING:

Bollywood Actor: বাবা-মা সুপারস্টার, ১৭ বছরে একটাও হিট নেই ছেলের, করতে হয়েছে ‘ধোপার কাজ’! বাঙালি নায়িকার সঙ্গে দ্বিতীয় বিয়ে, চিনতে পারছেন ‘হিরোকে’?

Last Updated:
Bollywood Actor: কেরিয়ারের পাশাপাশি চর্চিত নায়কের বাস্তব জীবনও। একসময় মাদকের নেশায় বুঁদ ছিলেন তিনি। নিজেই স্বীকার করেছেন সেকথা। টেকেনি প্রথম বিয়ে। ফের বিয়ে করলেন নায়ক।
advertisement
1/11
বাবা-মা সুপারস্টার, ১৭ বছরে একটাও হিট নেই ছেলের, করতে হয়েছে ‘ধোপার কাজ’! চিনতে পারছেন
অভিনেতার বাবা-মা দু'জনেই অভিনেতা। বাবা মায়ের পথে পা বাড়িয়েই বলিউডে প্রবেশ নায়কের। কিন্তু সেলেব পরিবারের সদস‍্য হয়েও বছরের পর বছর ধরে অভিনেতার ঝুলিতে নেই একটাও হিট।
advertisement
2/11
অভিনেতা হিসেবে অর্জন করেছেন প্রশংসা। আকর্ষণীয় চেহারা। বাবা-মায়ের বলিউড যোগ থাকা সত্ত্বেও ছেলের ভাণ্ডারে বড় হিট এখনও অধরা। বেশ কয়েকটি ছবিতে অভিনয় করলেও সুপারস্টারদের তালিকায় এখনও অনেকখানি পিছিয়ে নায়ক।
advertisement
3/11
কেরিয়ারের পাশাপাশি চর্চিত নায়কের বাস্তব জীবনও। একসময় মাদকের নেশায় বুঁদ ছিলেন তিনি। নিজেই স্বীকার করেছেন সেকথা। টেকেনি প্রথম বিয়ে। ফের বিয়ে করলেন নায়ক।
advertisement
4/11
হিন্দি সিনেমার একসময়ের সুপারস্টার ছিলেন রাজ বব্বর এবং অভিনেত্রী স্মিতা পাতিল। বাবা মায়ের পদাঙ্ক অনুসরণ করেই অভিনয় জগতে পা রাখেন প্রতীক বব্বর।
advertisement
5/11
বলিউডের অন‍্যতম নামজাদা অভিনেত্রী ছিলেন স্মিতা পাটিল। তবে প্রতীকের জন্মের মাত্র কয়েকদিন পরেই মারা যান তিনি। ফলে একেব্বারে ছোট বয়সেই মাতৃ বিয়োগ হয় প্রতীকের।
advertisement
6/11
‘জানে তু ইয়া জানে না’ ছবিতে ছোট্ট একটি চরিত্রে অভিনয় করেছিলেন প্রতীক। প্রথম ছবিতেই ছোট্ট চরিত্রে দর্শক এবং সমালোচকদের মন জিতে নিয়েছিলেন প্রতীক। তিনি ছাড়াও এই ছবিতে মুখ্য ভূমিকায় ছিলেন জেনেলিয়া ডি’সুজা ও ইমরান খান।
advertisement
7/11
এই ছবির পর প্রতীক আমির খানের প্রাক্তন স্ত্রী কিরণ রাও-এর 'ধোবি ঘাট'-এ অভিনয় করেন। আমির খান অভিনীত এই ছবিতে ধোপার চরিত্রে অভিনয় করেছিলেন প্রতীক। তাঁর অভিনয় প্রশংসিতও হয়েছিল। যদিও বক্স অফিসে সেভাবে সফলতা পায়নি এই ছবি।
advertisement
8/11
এক সাক্ষাত্‍কারে এই ছবিতে অভিনয়ের অভিজ্ঞতা জানিয়েছিলেন প্রতীক। ছবিতে অভিনয়ের জন‍্য তিনি প্রতিদিন সকালে উঠে ধোবিঘাটে গিয়ে বসে থাকতেন। প্রতীক বলেন, প্রায় এক সপ্তাহ ধরে তিনি আসলেই ধোপার কাজ করেছেন। তিনি এখন খুব ভাল জামাকাপড় ধুতে পারেন বলে মত তাঁর। পাশাপাশি এই ছবির শ‍্যুটিংয়ের প্রস্তুতি নেওয়ার সময় আমির খান তাঁকে বিভিন্ন ভাবে সাহায‍্য করেন।
advertisement
9/11
মাত্র ১৩, ১৪ বছর বয়সেই মাদকাসক্ত হয়ে পড়েছিলেন প্রতীক। অভিনেতার প্রথম বিয়ে টেকেনি। গতকাল, ১৪ ফেব্রুয়ারি ভ‍্যালেন্টাইন ডে-র দিনেই ফের সাতপাকে বাঁধা পড়লেন অভিনেতা প্রতীক বব্বর।
advertisement
10/11
২০১৯ সালে বলিউডের প্রযোজক সান‍্যা সাগরের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন প্রতীক। বিয়ের পরের বছরেই বিবাহবিচ্ছেদের আবেদন করেন তাঁরা। ২০২০ সাল থেকে তাঁরা আলাদা থাকতে শুরু করেন। ২০২৩ সালের জানুয়ারি মাসে আইনি বিচ্ছেদ হয় প্রতীক এবং সান্যার।
advertisement
11/11
বিচ্ছেদের পরেই ফের প্রেমে পড়েন প্রতীক। এবার বাঙালি কন‍্যা প্রিয়া ব‍্যানার্জীর সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন তিনি। সম্প্রতি ‘চালচিত্র’ নামের বাংলা ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে প্রিয়াকে।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Bollywood Actor: বাবা-মা সুপারস্টার, ১৭ বছরে একটাও হিট নেই ছেলের, করতে হয়েছে ‘ধোপার কাজ’! বাঙালি নায়িকার সঙ্গে দ্বিতীয় বিয়ে, চিনতে পারছেন ‘হিরোকে’?
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল