Guess the Actor: প্রেমিকার সঙ্গে বিচ্ছেদ, পাহাড়ে মৃত্যুসম অভিজ্ঞতা, বিতর্ক পিছু ছাড়ে না! টলি নায়ককে কি চেনা যায় ছবিতে
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Guess the Actor: মাসকয়েক আগে দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিচ্ছেদ হয়েছে নায়কের। সেই সময়ে শিরোনাম দখল করেছেন বারবার। তাঁর প্রেমিকা এই ইন্ডাস্ট্রিরই প্রথম সারির অভিনেত্রী।
advertisement
1/5

খুদের ছবি দেখে চেনা যাচ্ছে? ইনি কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেতা। কিছু সূত্র দিলে হয়তো সহজ হবে। বাংলা থেকে হিন্দি, সব ইন্ডাস্ট্রিতেই অনায়াস বিচরণ তাঁর।
advertisement
2/5
নির্দিষ্ট ধারাবাহিকে কাজ করার পর ভক্তদের চোখের মণি এই বাঙালি নায়ক। একাধিক পুরস্কারও পেয়েছেন এই চরিত্রে অভিনয় করে।
advertisement
3/5
মাসকয়েক আগে দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিচ্ছেদ হয়েছে নায়কের। সেই সময়ে শিরোনাম দখল করেছেন বারবার। তাঁর প্রেমিকা এই ইন্ডাস্ট্রিরই প্রথম সারির অভিনেত্রী।
advertisement
4/5
নতুন এক ধারাবাহিকের শ্যুটে পাহাড়ে গিয়েছিলেন নায়ক। অপূর্ব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে গিয়েই চরম বিপদে পড়েছিলেন তিনি। এক কথায়, মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন।
advertisement
5/5
এবার তো নিশ্চয়ই চেনা যাচ্ছে। তিনি রণজয় বিষ্ণু। দর্শকের অতি প্রিয় ‘গুড্ডি’র অনুজ চট্টোপাধ্যায়। এরপরেও তিনি হিন্দি ছবি ‘ম্যায় মুলায়াম সিং যাদব’ থেকে শুরু করে বাংলা ওয়েব সিরিজ ‘জাজমেন্ট ডে’-তে কাজ করেছেন।