Actress Gossip: বিয়ে না করেই মা হন, ৪৯ বছর বয়সে বিয়ে! ৩ বারের জাতীয় পুরস্কার জয়ী 'এই' অভিনেত্রী আজও পুরুষদের 'হার্টথ্রব', বলুন তো কে?
- Published by:Shubhagata Dey
Last Updated:
Actress Gossip: বিয়ের আগেই মা হয়েছেন ভারতের কয়েকজন অভিনেত্রী। আবার কেউ কেউ মা হওয়ার প্রস্তুতি নিলেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। তবে ৩৬ বছর বয়সে বিয়ে না করেই মা হওয়া এই বিখ্যাত অভিনেত্রী পরে ৪৯ বছর বয়সে জীবনসঙ্গী বেছে নেন।
advertisement
1/7

*অভিনেত্রী ও অভিনেতাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে ভক্তদের বেশ আগ্রহ। প্রায়শই অভিনেত্রীদের পেশাদার কৃতিত্বের চেয়ে তাদের ব্যক্তিগত জীবন সংবাদের শিরোনামে চলে আসে। বিয়ের আগেই মা হয়েছেন ভারতের কয়েকজন অভিনেত্রী। আবার কেউ কেউ মা হওয়ার প্রস্তুতি নিলেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। তবে ৩৬ বছর বয়সে বিয়ে না করেই মা হওয়া একজন বিখ্যাত অভিনেত্রী পরবর্তীতে ৪৯ বছর বয়সে জীবনসঙ্গী বেছে নেন।
advertisement
2/7
*বলিউড অভিনেত্রী নীনা গুপ্তা (নীনা গুপ্তা) তাঁদের মধ্যে অন্যতম। কলকাতায় জন্ম অভিনেত্রীর। ১৯৮২ সালে হিন্দি ছবি 'সাদ সাদ' দিয়ে চলচ্চিত্রে আত্মপ্রকাশ। নীনার পারফরম্যান্স ছিল সিনেমায় খুবই কম। তবে তার অসাধারণ উপস্থিতি এবং অনস্বীকার্য প্রতিভা দিয়ে, তিনি দ্রুত ভারতীয় চলচ্চিত্রে জায়গা পাকা করে নেন। তিনি চলচ্চিত্র জগতে প্রবেশের একই বছরে ছ'টি চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পান। নীনা একজন প্রবীণ চলচ্চিত্র অভিনেত্রী, যিনি এখনও পর্যন্ত তিনবার জাতীয় পুরষ্কার জিতেছেন। মাঝে কয়েকবছর তেমনভাবে তাঁকে পর্দায় দেখা যায়নি। ২০১৮ সালে 'দ্য লাস্ট কালার' ও 'বাধাই হো' দিয়ে সিনেমায় ফেরেন।
advertisement
3/7
*নীনা গুপ্তা 'ওহ ছোকরি' (১৯৯৪) ও 'উনচাই' (২০২২) চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং 'বাজার সীতারাম' (১৯৯৩) সিনেমার জন্য শ্রেষ্ঠ নবাগত নন-ফিচার চলচ্চিত্র বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতেন।
advertisement
4/7
*সিনেমা ছাড়াও নীনা গুপ্তার ব্যক্তিগত জীবনে অনেক উত্থান-পতন ঘটেছে। তার ব্যক্তিগত জীবন বরাবরই আলোচনার শীর্ষে থেকেছে। ৩৬ বছর বয়সে বিয়ে না করেই মা হন নীনা, যদিও অভিনেত্রী এখনও পর্যন্ত দু'বার বিয়ে করেছেন, তবে সেই দুই বিয়ের পরে স্বামীদের সঙ্গে তাঁর কোনও সন্তান নেই।
advertisement
5/7
*নীনার প্রথম বিয়ে হয় কলেজে পড়ার সময়। কোনও কারণে সেই সম্পর্ক বেশিদিন টেকেনি। অচিরেই দু'জনের বিচ্ছেদ হয়ে যায়। এরপরই চলচ্চিত্র জগতে প্রবেশ করেন অভিনেত্রী। ১৯৮০ সালে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল ভারত সফরে আসে। মুম্বইয়ের একটি পার্টিতে ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক ভিভ রিচার্ডসের সঙ্গে প্রথমবার দেখা হয় অভিনেত্রীর।
advertisement
6/7
*১৯৮০-এর দশকে ভিভের সঙ্গে ডেটিং শুরু করেন। রোম্যান্স শুরু হওয়ার কিছুদিন পরেই বিয়ে না করে ভিভিয়ান রিচার্ডসের সঙ্গে লিভ-ইন শুরু করেন অভিনেত্রী। তাঁদের এক কন্যাসন্তান রয়েছে। তাদের সম্পর্ক সেই সময় আলোচনার কেন্দ্রে ছিল। ভিভিয়ান রিচার্ডস বিবাহিত ছিলেন এবং তাঁর দুই সন্তানও ছিল। প্রথম স্ত্রীর সঙ্গে সম্পর্ক খারাপ করতে চাননি ভিভ, ফলে নীনার সঙ্গে বিয়ে হয়নি তাঁর। মেয়ে মাসাবা গুপ্তাকে তিনি একাই বড় করেন।
advertisement
7/7
*নীনা গুপ্তা ৪৯ বছর বয়সে দিল্লির চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বিবেক মিশ্রকে বিয়ে করেন। ৬ বছর প্রেমের পরে ২০০৮ সালে বিয়ের সিদ্ধান্ত নেন দু'জনে। অভিনেত্রী বর্তমানে হিন্দি ছোট পর্দা এবং চলচ্চিত্রের অংশ। ৬৬ বছর বয়সী এই অভিনেত্রী বর্তমানে প্রায়ই তার পোশাকের জন্য খবরের পাতায় উঠে আসছেন।