TRENDING:

Govinda: ৬০ বছরে 'ছাদনাতলায়'...! বলিউডের 'হিরো নং ১' গোবিন্দার বার্ষিক আয় কত জানেন? ছিটকে যাবেন শুনলে!

Last Updated:
Govinda: বছরের পর বছর একটিও সিনেমা করেননি গোবিন্দা। তবুও এই অভিনেতার কোটি কোটির আয়। অন্তত তেমনটাই বলছে তাঁর দেওয়া সম্পত্তির পরিমান। চলুন জেনে নেওয়া যাক গোবিন্দের মোট সম্পদ ঠিক কত? আর কোনও ছবি না থাকা সত্ত্বেও এই 'হিরো' কোটি টাকা আয় করছেন কীভাবে?
advertisement
1/15
৬০ বছরে 'ছাদনাতলায়'! বলিউডের 'হিরো নং ১' গোবিন্দার বার্ষিক আয় কত জানেন?
বহু বছর পর রাজনীতিতে ফিরেছেন বলিউড অভিনেতা গোবিন্দা। গোবিন্দা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডের দল শিবসেনায় যোগ দিয়েছেন। গোবিন্দার এই সিদ্ধান্তের ফলে আশা করা হচ্ছে  ২০২৪ সালের লোকসভা নির্বাচনে লড়তে পারেন তিনি। খুব শিগগিরই হয়তো ঘোষণা হতে পারে প্রার্থী হিসেবে তাঁর নামটিও।
advertisement
2/15
জানিয়ে রাখি, বহুদিন ধরেই চলচ্চিত্র থেকে দূরে রয়েছেন গোবিন্দা। বহু বছর ধরে কোনও নতুন ছবি করেননি ৯০ এর দশকে ডাকসাইটে অভিনেতা।
advertisement
3/15
রাজনীতির ময়দানে গোবিন্দা প্রথমবার নন। এই নিয়ে দ্বিতীয়বার রাজনীতিতে যোগ দিলেন বলিউডের হিরো নম্বর ওয়ান। রাজনীতির সঙ্গে বলিউডের সম্পর্ক খুবই গভীর। চলচ্চিত্রের পাশাপাশি রাজনীতির মঞ্চেও নিজের ক্যারিশমা জাদু দেখিয়েছেন শিল্পী।
advertisement
4/15
২০০৪ সালে প্রথমবার রাজনীতিতে প্রবেশ করেন গোবিন্দা। রাজনীতিতে আসার জন্য গোবিন্দা তাঁর বলিউড ক্যারিয়ারও ছেড়েছিলেন। এবার ফের একবার ময়দানে ফিরে রাজনীতির উঠোন কাঁপাতে চলেছেন এই নায়ক? শুরু জল্পনা।
advertisement
5/15
বছরের পর বছর একটিও সিনেমা করেননি গোবিন্দা। তবুও এই অভিনেতার কোটি কোটির আয়। অন্তত তেমনটাই বলছে তাঁর দেওয়া সম্পত্তির পরিমান। চলুন জেনে নেওয়া যাক গোবিন্দের মোট সম্পদ ঠিক কত? আর কোনও ছবি না থাকা সত্ত্বেও এই 'হিরো' কোটি টাকা আয় করছেন কীভাবে?
advertisement
6/15
'ইলজাম' ছবি দিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রবেশ করা গোবিন্দা তাঁর দুর্দান্ত নাচ এবং চমৎকার কমেডি দিয়ে ভক্তদের হৃদয়ে একটি বিশেষ জায়গা করে নিয়েছেন। আজ গোবিন্দার স্টারডম হয়তো কম, কিন্তু একটা সময় ছিল যখন তার সিনেমা হল ছাড়তো না সহজে। গোবিন্দা সেই সময়ে প্রচুর উপার্জন করতেন। এছাড়াও তিনি অনেক ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট থেকে প্রচুর আয় করতেন সেই সময়।
advertisement
7/15
গোবিন্দার আর আগের মতো কাজ নেই। তারপরও কোটি কোটি টাকা আয় করেন তিনি। সম্পত্তির কথা বললে, সেও কিছু কম নেই এই তারকার। গোবিন্দার একটি বিলাসবহুল বাংলো আছে। এই বাংলোটির দাম প্রায় ১৬ কোটি টাকা বলে জানা গিয়েছে।
advertisement
8/15
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এই বাংলো ছাড়াও জুহুতে তাঁর একটি বাংলো এবং একটি দ্বীপ বাড়ি রয়েছে। এছাড়াও, তিনি অনেক রিয়েল এস্টেট সম্পত্তিতে বিনিয়োগ করেছেন ইতিমধ্যেই। আর এইসব সম্পত্তিতে বিনিয়োগ থেকে বেশ ভাল অর্থ উপার্জন করেন গোবিন্দা।
advertisement
9/15
এখানেই শেষ নয়। গোবিন্দার গাড়ির কালেকশনও খুব চমকপ্রদ। ফোর্ড এন্ডেভার এবং মিতসুবিশি ল্যান্সার-সহ তাঁর আরও অনেক বিলাসবহুল গাড়ি রয়েছে যার অর্থমূল্য কোটি টাকা।
advertisement
10/15
যদি মিডিয়া রিপোর্ট বিশ্বাস করা হয়, দেখা যাচ্ছে, শুধুমাত্র ব্র্যান্ড এনডোর্সমেন্টের মাধ্যমেই গোবিন্দা এই অর্থ উপার্জন করেছেন যা একটি মোটা টাকার আয় এনে দেয় তাঁকে। মিডিয়া রিপোর্ট বলছে, অভিনেতা গোবিন্দা প্রতি বছর প্রায় ১৬ কোটি ভারতীয় টাকা আয় করেন।
advertisement
11/15
এমনও খবর আছে যে গোবিন্দার কিছু ব্যবসা আছে যেখান থেকে তিনি কোটি টাকা আয় করেন। তবে অভিনেতার সেই ব্যবসা নিয়ে গণমাধ্যমে তেমন কোনও তথ্য নেই। তবে অনেক রিয়েলিটি শোতে অতিথি হিসেবে প্রায়ই দেখা যায় তাঁকে। রিয়েলিটি শো থেকেও কোটি কোটি টাকা আয় করে থাকেন অভিনেতারা। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, গোবিন্দের মোট সম্পত্তির পরিমাণ ১৭০ কোটি টাকারও বেশি।
advertisement
12/15
সম্প্রতি প্রকাশ্যে বিয়েও করলেন গোবিন্দা৷ টিভির পর্দায় মালা বদল করে হয়েছে সেই বিয়ে৷ গোবিন্দা মানেই নাচ৷ তাই এই অনুষ্ঠানেও তিনি নাচলেন৷ বাদ গেলেন না তাঁর স্ত্রী! নাচের মঞ্চেই নাচতে নাচতে আরও একবার গলায় মালা পরলেন হিরো নম্বর ১!
advertisement
13/15
বস্তুত, ১৯৮৭ সালে গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হন গোবিন্দা। সুনীতার সঙ্গে বিয়ের কথা তিনি চার বছর লুকিয়ে রেখেছিলেন।অনেক ছোট বয়সে একে অপরের প্রেমে পড়েছিলেন সুনীতা ও গোবিন্দা। পরিবারের তরফে সেই প্রেমের কথা জানাজানি হলে অল্প বয়সেই তাঁদের বিয়ে দিয়ে দেওয়া হয়।
advertisement
14/15
বলিউড হিরোদের বিয়ে হলে নাকি কেরিয়ার শেষ হয়ে যায়, এমন এক মিথ দীর্ঘদিন ধরে চলেছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে৷ সেই কারণেই নাকি গোবিন্দা নিজের বিয়ে লুকিয়ে রেখেছিলেন বলে জানান। সম্প্রতি গোবিন্দার সঙ্গে মালা বদল করে ফের একবার বিয়ে করলেন সুনীতা৷ ‘ডান্স দিওয়ানে ৪’-এর মঞ্চে স্ত্রী সুনিতার সঙ্গে আবারও মালা পরালেন গোবিন্দ!
advertisement
15/15
রাজনীতির ময়দানে কিছু তারকা সাফল্য পেয়েছেন আবার কেউ রাজনীতি থেকে সরে দাঁড়িয়েছেন। বলিউডের 'হিরো নং 1' এহেন রঙিন তারকা গোবিন্দার রাজনীতিতে কামব্যাক সম্পর্কে এই মুহূর্তে তীব্র জল্পনা শুরু হয়েছে। ২০২৪ এর লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আবারও রাজনীতি তিনি কাঁপাতে চলেছেন বলেও গুঞ্জন তুঙ্গে।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Govinda: ৬০ বছরে 'ছাদনাতলায়'...! বলিউডের 'হিরো নং ১' গোবিন্দার বার্ষিক আয় কত জানেন? ছিটকে যাবেন শুনলে!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল