Bollywood|Gossip: Sharukh Khan-Akshay Kumar-এর স্ত্রীরা রোজগারে স্বামীদের বহু পিছনে
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Bollywood|Gossip: রোজগারের দিক থেকে শাহরুখ, অক্ষয় কুমার, শাহিদ কাপুর, ববি দেওল, সুনীল শেট্টির স্ত্রীরা অনেক এগিয়েই
advertisement
1/7

সেলিব্রিটিদের স্ত্রীরা স্পটলাইটের থেকে সব সময়েই দূরে থাকেন ৷ অথবা তাঁরা নিজেরাই বলিউডের চমকের বাইরে থাকতে ভালবাসেন ৷ কিন্তু রোজগারের বিষয়ে স্বামীর থেকে মোটেই পিছিয়ে নেই ৷ এমনই বেশ কিছু সেলিব্রিটি স্ত্রীরা আছেন যাঁরা স্বামীর থেকে বেশি রোজগার করেন ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
2/7
ভারতের ধনীতম অভিনেতাদের মধ্যে শাহরুখ খান অন্যতম, শাহরুখ খান (Sharukh Khan) যদি বলিউডের কিং খান (King of Bollywood is King Khan means Sharukh Khan) হতে পারেন তাঁর স্ত্রী গৌরি খানও (Gauri Khan, wife of Sharukh Khan) কোনও অংশে কম যাননা ৷ শাহরুখের সঙ্গে সঙ্গে গৌরিও জনপ্রিয় প্রযোজক ও ফ্যাশন ডিজাইনারও (Fashion Designer) বটে ৷ গৌরি খান (Gauri Khan) ইন্টিরিয়র ডিজাইনারও বটে ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
3/7
বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার (Akshay Kumar, The Khiladi of Bollywood) রাজেশ খান্নার মেয়ে টুইঙ্কেল খান্না (Twinkle Khanna the daughter of Late Bollywood Super Star Rajesh Khanna) জনপ্রিয় ইন্টিরিয়র ৷ সফল লেখিকার পাশাপাশি তিনি অত্যন্ত জনপ্রিয় প্রযোজকও ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
4/7
ব্যক্তিগত জীবনে জন আব্রাহাম অত্যন্ত সাধারণ মানের জীবন যাপন করতে বেশি ভালবাসেন ৷ জন আব্রাহাম ২০১৪ সালে প্রিয়া রুচালকে (Priya Ruchal wife of John Abraham) বিয়ে করেন ৷ তিনি লাইম লাইটে থাকতে পছন্দ করেন ৷ তিনি ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার ও ফাইন্যানশিয়াল অ্যানালিস্টও ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
5/7
সুনীল শেট্টির স্ত্রী মানা (Sunil Shetty's wife Mna Shetty) একজন সনামধন্য বিজনেস ওম্যান ৷ তাঁর একটি লাইফস্টাইল স্টোর আর-হাউজ রয়েছে ৷ একই সঙ্গে লিয়েল এস্টেটের কাজের সঙ্গে যুক্ত মানা শেট্টি এছাড়াও সেভ দ্য চিলড্রেন নামক একটি এনজিও সংস্থায় কাজ করেন ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
6/7
সোহেল কাপুরের স্ত্রী সীমা খান (Seema Khan is the wife of Sohil Khan) একজন জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার ৷ এখানেই শেষ নয় সীমা খান মুম্বইয়ের বান্দ্রায় একটি বিলাসবহুল বুটিকের মালকিনও ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
7/7
ববি দেওলের স্ত্রী তান্বয়ার (Tanaya wife of Bobby Deol) বাপের বাড়ি বিখ্যাত বিজনেস পরিবারের অংশ বিশেষ তিনি ডিজাইনার ও হোম ডেকরেশনের কাজ করেন ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷