Bigg Boss OTT-র বিজয়ী Divya Agarwal Ranveer Singh-কে বড় বয়ানে কাঁপালেন সোশ্যাল মিডিয়া
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
রণবীর সিং-কে নিয়ে এমন মন্তব্য করলেন যা নিমেষেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে
advertisement
1/8

বিগ বস ওটিটির বিজয়ী দিব্যা আগরওয়াল লাইমলাইট থেকে অনেক দূরে হলেও সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয় (The winner of Bigg Boss OTT Divya Agarwal is away from limelight but very very active in osicla media) ৷ তিনি সর্বদা ফটোশ্যুটের ঝলক ভক্তদের সঙ্গে শেয়ার করেন ৷ সম্প্রতি তিনি গ্ল্যামারে পরিপূর্ণ একটি ফটোশ্যুটে ক্রেজি পোজ দিয়ে ছবি তুলেছেন ৷ ছবি শেয়ার করে রণবীর সিং-এর সঙ্গে নিজের তুলনা করেছেন (Divya Agarwal compares herself with Ranveer Singh) ৷ (Photo Credits: Instagram @divyagarwal_official) ৷
advertisement
2/8
এই ছবিতে দিব্যা আগরওয়ালকে দেখতে পাওয়া গিয়েছে একটি নিয়ন রঙের সঙ্গে বেল্ট ও মেটালিক রঙের প্যান্টস্যুট পরেছেন ৷ দারুণ বোল্ড পোজ দিতে দেখতে পাওয়া গিয়েছে দিব্যাকে (The bold photos of Divya Agarwal) ৷ (Photo Credits: Instagram @divyagarwal_official) ৷
advertisement
3/8
নিয়ন রঙের হাইনেকে সবার নজর কেড়েছেন দিব্যা আগরওয়াল ৷ ছবি শেয়ার করে তিনি লিখেছেন তাঁর ভিতর থেকে বেরিয়ে আসছে রণবীর সিং ৷ (Photo Credits: Instagram @divyagarwal_official) ৷
advertisement
4/8
রণবীর সিং-কে বিচিত্রতার রাজা বলা হয় এই কথা সবাই কম বেশি জানেন ৷ এই ছবির শ্যুটে তেমনই কিছু একটা করার চেষ্টা করেছেন দিব্যা আগরওয়াল ৷ (Photo Credits: Instagram @divyagarwal_official) ৷
advertisement
5/8
বিগ বস ওটিটিতে জয়ী হওয়ার পরে নিজের বৈচিত্র্যময় জীবন যাপন করছেন দিব্যা আগরওয়াল ৷ নতুন কাজের সঙ্গে যুক্ত হয়ে নিজের দায়বদ্ধতা প্রতিপালন করছেন ৷ (Photo Credits: Instagram @divyagarwal_official) ৷
advertisement
6/8
বিগ বসে গিয়ে নিজের দক্ষতা ও খেলার স্টাইল দিয়ে দর্শকদের মন জয় করেছেন দিব্যা আগরওয়াল ৷ তাঁর ওয়েব সিরিজ কার্টেলে ভিন্ন স্বাদের চরিত্রে অভিনয় করছেন দিব্যা আগরওয়াল ৷ (Photo Credits: Instagram @divyagarwal_official) ৷
advertisement
7/8
দিব্যা অত্যন্ত খুশি হয়েছেন কেননা তিনি বিগ বস ওটিটির প্রথম সিজিনের বিজয়ী হয়েছেন ৷ অন্তত ১৫ বছর মানুষ তাঁকে মনে রাখবেন ৷ (Photo Credits: Instagram @divyagarwal_official) ৷
advertisement
8/8
সোশ্যাল মিডিয়ায় আগুন ধরালেন দিব্যা আগরওয়াল তাঁর দারুণ ও দুর্দান্ত ছবিতে ৷ (Photo Credits: Instagram @divyagarwal_official) ৷